ETV Bharat / sports

প্রস্তাব এলে নতুন মরশুমেও ইস্টবেঙ্গলের কোচ হতে আপত্তি নেই রিবেরার - ইস্টবেঙ্গল কোচ মারিও রিবেরা

লকডাউনে এই মূহূর্তে নিউটাউনের ফ্ল্যাটে বন্দী রিবেরা । সেখান থেকেই নতুন মরশুম এবং ফুটবল নিয়ে তাঁর ভাবনা-চিন্তার কথা জানালেন লাল-হলুদ কোচ ।

Mario ribera
Mario ribera
author img

By

Published : Apr 12, 2020, 6:50 PM IST

কলকাতা, 12 এপ্রিল: ইস্টবেঙ্গলকে তিনি ভালোবাসেন । দলের খারাপ সময়ে দায়িত্ব নিয়ে নিজের যোগ্যতা প্রমাণ করেছেন । তাই নতুন মরশুমে প্রস্তাব পেলে ফের একবার লাল-হলুদের দায়িত্ব নিতে পিছপা হবেন না মারিও রিবেরা । স্প্যানিশ কোচ বলছেন, নতুন মরশুমের চ্যালেঞ্জ নেওয়ার প্রস্তাব এলে তা সাদরে গ্রহণ করবেন ।

লকডাউনের জেরে নিউটাউনের ফ্ল্যাটে বন্দী রিবেরা । সেখান থেকেই নতুন মরশুম এবং ফুটবল নিয়ে তাঁর ভাবনা-চিন্তা জানালেন লাল-হলুদ কোচ । একটা সময় আই লিগে ব্যর্থতা ছাড়া আর কিছুই হাতে আসছিল না ইস্টবেঙ্গলের । সেখান থেকে দলকে বের করে পয়েন্ট টেবিলে দু’নম্বরে পৌঁছে দিয়েছিলেন মারিও রিবেরা । কাজটা যে মোটেও সহজ ছিল না তা মনে করিয়ে দিচ্ছেন তিনি । তবে এর জন্য বাড়তি কৃতিত্ব দাবি করছেন না । ফুটবলারদের মানসিকতার উন্নতিতেই পারফরমেন্সের উন্নতি সম্ভব হয়েছে বলে বিশ্বাস করেন তিনি ।

অবসর সময়টা ওয়েব সিরিজ় দেখে, গল্পের বই পড়ে কাটলেও বাড়ির জন্য মন কেমন করছে রিবেরার । স্পেনের বাড়িতে একইভাবে গৃহবন্দী মা ও স্ত্রী । স্পেনের দূতাবাস থেকে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে দিয়েছে । ভারতে থাকা স্পেনের নাগরিকদের সঙ্গে সেই গ্রুপ মারফত যোগাযোগ রাখছে তারা । গত শনিবার একটি বিমান দিল্লি থেকে ভায়া গোয়া হয়ে মাদ্রিদ উড়ে গিয়েছে । পরের বিমান কবে আসবে সেই বিষয়ে খোঁজখবর রাখছেন রিবেরা । পাশাপাশি AIFF আই লিগ নিয়ে কী সিদ্ধান্ত নিচ্ছে তাও জানতে চান । আই লিগের কী হবে, তা নিয়ে ভাবনা-চিন্তার মাঝেই ডামাডোলে ইস্টবেঙ্গলের সাত স্প্যানিশ প্রতিনিধি শহরে রয়েছেন । মারিও ছাড়াও আছেন সহকারী মার্সাল ট্রুলস, ফিজ়িও কার্লোস নোদার এবং চার স্প্যানিশ ফুটবলার কোলাডো, মার্কোস, জুয়ান মেরা এবং ভিক্টর আলেনসো । রয়েছেন কোস্টারিকার বিশ্বকাপার জনি অ্যাকোস্টা এবং ফ্রান্সের কাশিম আইদারা । প্রত্যেকেই তাঁদের পরিবার নিয়ে চিন্তিত ।

সহকারী কোচ হিসেবে একবছর আগে মারিও রিবেরার পরিচয় হয়েছিল এই শহরের ফুটবল আবেগের সঙ্গে । কঠিন সময় কেটে গিয়ে ফের ক্রীড়া জগত মাথা তুলে দাঁড়াবে, সেই আশাতেই দিন গুনছেন তিনি ।

কলকাতা, 12 এপ্রিল: ইস্টবেঙ্গলকে তিনি ভালোবাসেন । দলের খারাপ সময়ে দায়িত্ব নিয়ে নিজের যোগ্যতা প্রমাণ করেছেন । তাই নতুন মরশুমে প্রস্তাব পেলে ফের একবার লাল-হলুদের দায়িত্ব নিতে পিছপা হবেন না মারিও রিবেরা । স্প্যানিশ কোচ বলছেন, নতুন মরশুমের চ্যালেঞ্জ নেওয়ার প্রস্তাব এলে তা সাদরে গ্রহণ করবেন ।

লকডাউনের জেরে নিউটাউনের ফ্ল্যাটে বন্দী রিবেরা । সেখান থেকেই নতুন মরশুম এবং ফুটবল নিয়ে তাঁর ভাবনা-চিন্তা জানালেন লাল-হলুদ কোচ । একটা সময় আই লিগে ব্যর্থতা ছাড়া আর কিছুই হাতে আসছিল না ইস্টবেঙ্গলের । সেখান থেকে দলকে বের করে পয়েন্ট টেবিলে দু’নম্বরে পৌঁছে দিয়েছিলেন মারিও রিবেরা । কাজটা যে মোটেও সহজ ছিল না তা মনে করিয়ে দিচ্ছেন তিনি । তবে এর জন্য বাড়তি কৃতিত্ব দাবি করছেন না । ফুটবলারদের মানসিকতার উন্নতিতেই পারফরমেন্সের উন্নতি সম্ভব হয়েছে বলে বিশ্বাস করেন তিনি ।

অবসর সময়টা ওয়েব সিরিজ় দেখে, গল্পের বই পড়ে কাটলেও বাড়ির জন্য মন কেমন করছে রিবেরার । স্পেনের বাড়িতে একইভাবে গৃহবন্দী মা ও স্ত্রী । স্পেনের দূতাবাস থেকে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে দিয়েছে । ভারতে থাকা স্পেনের নাগরিকদের সঙ্গে সেই গ্রুপ মারফত যোগাযোগ রাখছে তারা । গত শনিবার একটি বিমান দিল্লি থেকে ভায়া গোয়া হয়ে মাদ্রিদ উড়ে গিয়েছে । পরের বিমান কবে আসবে সেই বিষয়ে খোঁজখবর রাখছেন রিবেরা । পাশাপাশি AIFF আই লিগ নিয়ে কী সিদ্ধান্ত নিচ্ছে তাও জানতে চান । আই লিগের কী হবে, তা নিয়ে ভাবনা-চিন্তার মাঝেই ডামাডোলে ইস্টবেঙ্গলের সাত স্প্যানিশ প্রতিনিধি শহরে রয়েছেন । মারিও ছাড়াও আছেন সহকারী মার্সাল ট্রুলস, ফিজ়িও কার্লোস নোদার এবং চার স্প্যানিশ ফুটবলার কোলাডো, মার্কোস, জুয়ান মেরা এবং ভিক্টর আলেনসো । রয়েছেন কোস্টারিকার বিশ্বকাপার জনি অ্যাকোস্টা এবং ফ্রান্সের কাশিম আইদারা । প্রত্যেকেই তাঁদের পরিবার নিয়ে চিন্তিত ।

সহকারী কোচ হিসেবে একবছর আগে মারিও রিবেরার পরিচয় হয়েছিল এই শহরের ফুটবল আবেগের সঙ্গে । কঠিন সময় কেটে গিয়ে ফের ক্রীড়া জগত মাথা তুলে দাঁড়াবে, সেই আশাতেই দিন গুনছেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.