ETV Bharat / sports

নতুন উপসর্গ, এখনই হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন না মারাদোনা - Maradona's Brain Surgery

অস্ত্রোপচারের সময়ও চিকিৎসকদের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েছিলেন ৷ মারাদোনা তখন নিজের মধ্যেই ছিলেন না ৷

নতুন উপসর্গ, এখনই হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন না মারাদোনা
নতুন উপসর্গ, এখনই হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন না মারাদোনা
author img

By

Published : Nov 7, 2020, 12:44 PM IST

বুয়েনস আইরেস, 7 নভেম্বর : মস্তিষ্কের অস্ত্রোপচারের পর সুস্থতার পথে এগোচ্ছেন ফুটবল কিংবদন্তি দিয়েগো মারাদোনা ৷ কিন্তু এখনই হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন না তিনি ৷ আপাতত বুয়েনস আইরেসের ক্লিনিকেই থাকতে হবে তাঁকে ৷ কারণ সুস্থ হয়ে ওঠার পথে নতুন করে বেশ কিছু উপসর্গ দেখা দিয়েছে তাঁর ৷ চিকিৎসকদের মতে, মারাদোনার মদ্যপানের আসক্তির সঙ্গে এর যোগ থাকতে পারে ৷

মারাদোনার নিউরোলজিস্ট লিওপোল্ডো লুকে বলেছেন, "সার্জারির পর দিয়েগো দ্রুত সেরে উঠছেন ৷ উনি হাসপাতাল থেকে যেতে চাইছেন ৷ কিন্তু তাঁকে থাকতে হবে ৷ আমরা এক মুহূর্তে ঘাম, ক্রোধের মতো প্রতিক্রিয়া দেখেছি ৷ এটাকে একটা উপসর্গ হিসেবেই আমরা দেখছি ৷"

এদিকে আর্জেন্টাইন কিংবদন্তির প্রাক্তন ব্যক্তিগত চিকিৎসক অ্যালফ্রেড কাহে বলেছেন, "ওর পরিবারের সবাই একমত যে দিয়েগো এখন নিয়ন্ত্রণহীন ৷ ওর মদ্যপান বন্ধ করার চিকিৎসা করতে হবে ৷" তিনি আরও বলেন, "দিয়োগো সারা জীবন ধরে কিছু জিনিস সেবন করে গেছেন ৷ আমরা একটি নির্দিষ্ট পদার্থ বা পানীয়ের কথা বলছি না ৷ ওর শরীরে এক মুহূর্তে ঘাম, ক্রোধের মতো প্রতিক্রিয়া দেখেছি ৷ ওর চিকিৎসা চালিয়ে যাব ৷ দিয়েগো রাজি নন কিন্তু আমরা ওকে থেকে যাওয়ার জন্য জোর করেছি ৷"

86'র ফুটবল বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার অধিনায়ককে নিজের লাগামছাড়া জীবনযাত্রার জন্য গত কয়েকবছর ধরে ঘন ঘন হাসপাতালে ভরতি হতে হয়েছে ৷ সদ্য 60 বছরে পা দেওয়া মারাদোনা কয়েকদিন আগেই হাসপাতালে ভরতি হন ৷ তাঁর মস্তিষ্কের অস্ত্রোপচার করে জমাট রক্ত বের করে দেওয়া হয় ৷ অ্যালফ্রেড কাহে জানিয়েছেন, অস্ত্রোপচারের সময়ও চিকিৎসকদের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েছিলেন ৷ তাঁর মতে, মারাদোনা তখন নিজের মধ্যেই ছিলেন না ৷

বুয়েনস আইরেস, 7 নভেম্বর : মস্তিষ্কের অস্ত্রোপচারের পর সুস্থতার পথে এগোচ্ছেন ফুটবল কিংবদন্তি দিয়েগো মারাদোনা ৷ কিন্তু এখনই হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন না তিনি ৷ আপাতত বুয়েনস আইরেসের ক্লিনিকেই থাকতে হবে তাঁকে ৷ কারণ সুস্থ হয়ে ওঠার পথে নতুন করে বেশ কিছু উপসর্গ দেখা দিয়েছে তাঁর ৷ চিকিৎসকদের মতে, মারাদোনার মদ্যপানের আসক্তির সঙ্গে এর যোগ থাকতে পারে ৷

মারাদোনার নিউরোলজিস্ট লিওপোল্ডো লুকে বলেছেন, "সার্জারির পর দিয়েগো দ্রুত সেরে উঠছেন ৷ উনি হাসপাতাল থেকে যেতে চাইছেন ৷ কিন্তু তাঁকে থাকতে হবে ৷ আমরা এক মুহূর্তে ঘাম, ক্রোধের মতো প্রতিক্রিয়া দেখেছি ৷ এটাকে একটা উপসর্গ হিসেবেই আমরা দেখছি ৷"

এদিকে আর্জেন্টাইন কিংবদন্তির প্রাক্তন ব্যক্তিগত চিকিৎসক অ্যালফ্রেড কাহে বলেছেন, "ওর পরিবারের সবাই একমত যে দিয়েগো এখন নিয়ন্ত্রণহীন ৷ ওর মদ্যপান বন্ধ করার চিকিৎসা করতে হবে ৷" তিনি আরও বলেন, "দিয়োগো সারা জীবন ধরে কিছু জিনিস সেবন করে গেছেন ৷ আমরা একটি নির্দিষ্ট পদার্থ বা পানীয়ের কথা বলছি না ৷ ওর শরীরে এক মুহূর্তে ঘাম, ক্রোধের মতো প্রতিক্রিয়া দেখেছি ৷ ওর চিকিৎসা চালিয়ে যাব ৷ দিয়েগো রাজি নন কিন্তু আমরা ওকে থেকে যাওয়ার জন্য জোর করেছি ৷"

86'র ফুটবল বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার অধিনায়ককে নিজের লাগামছাড়া জীবনযাত্রার জন্য গত কয়েকবছর ধরে ঘন ঘন হাসপাতালে ভরতি হতে হয়েছে ৷ সদ্য 60 বছরে পা দেওয়া মারাদোনা কয়েকদিন আগেই হাসপাতালে ভরতি হন ৷ তাঁর মস্তিষ্কের অস্ত্রোপচার করে জমাট রক্ত বের করে দেওয়া হয় ৷ অ্যালফ্রেড কাহে জানিয়েছেন, অস্ত্রোপচারের সময়ও চিকিৎসকদের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েছিলেন ৷ তাঁর মতে, মারাদোনা তখন নিজের মধ্যেই ছিলেন না ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.