ETV Bharat / sports

ইস্টবেঙ্গলের একশোর মঞ্চে চাঁদের হাট, থাকতে পারেন মুখ্যমন্ত্রীও

শতবর্ষের ইস্টবেঙ্গল জমজমাট ৷ হাজির থাকবেন একাধিক ফুটবল তারকা, কপিল দেব ৷

ইস্টবেঙ্গল
author img

By

Published : Aug 1, 2019, 6:12 AM IST

কলকাতা, 1 অগাস্ট : মশাল মিছিলে স্পর্ধার শতবর্ষের বোধন হয়েছিল । আজ সকাল থেকে সেই পথ চলার শুরু । বেলা যত গড়াবে ততই ইস্টবেঙ্গলের শতবর্ষের অনুষ্ঠান ডালপালা মেলবে ।

প্রথমে জোড়াবাগানে লাল-হলুদ প্রাণপুরুষ সুরেশ চৌধুরির ভিটেতে ফলক উন্মোচন এবং কেক কাটা হবে । ক্লাবে এসে পতাকা উত্তোলন হবে । প্রথা অনুসারে সচিব কল্যাণ মজুমদার পতাকা তুলবেন । সঙ্গে থাকবেন বাইচুং ভুটিয়া, সুভাষ ভৌমিকসহ একাধিক ফুটবলার । তবে বর্তমান দলের হয়তো সবাই পতাকা উত্তোলনে থাকবেন না । বিকেলের অনুষ্ঠানে থাকবেন কোচ আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়া এবং তাঁর ছেলেরা ।

East Bengal
শতবর্ষ উদযাপনের মিছিলে ঢাকিরা

সেই অনুষ্ঠানে কপিল দেবের হাতে ভারত গৌরব সম্মান তুলে দেওয়া হবে । জীবনকৃতি সম্মান (লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড) দেওয়া হবে মনোরঞ্জন ভট্টাচার্য ও ভাস্কর গাঙ্গুলিকে । অন্যদিকে, সেরা কোচের সম্মান দেওয়া হবে প্রদীপ ব্যানার্জিকে । যদিও বর্ষসেরা লালডানমাউয়া রালতে উপস্থিত থাকবেন কি তা নিয়ে কোনও নিশ্চয়তা দিতে পারেননি লাল-হলুদ কর্তারা ৷ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থাকার কথা থাকলেও এখনও লিখিত অনুমতি পাওয়া যায়নি ৷ ক্লাবের তরফে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী জানিয়েছেন বড় কোনও ব্যস্ততা না থাকলে তিনি অনুষ্ঠানে আসবেন । পাশাপাশি, থাকবেন ভারতীয় অধিনায়ক সুনীল ছেত্রী ।

East Bengal
উচ্ছ্বাস লাল-হলুদ সমর্থকদের

এই সংক্রান্ত আরও খবর : শোভাযাত্রায় শতবর্ষ পালন ইস্টবেঙ্গলের

ক্লাবের একটি মহলের আশঙ্কা, শতবর্ষ পালনকে কেন্দ্র করে জাঁকজমকপূর্ণ আয়োজন করা হলেও তা পণ্ড করার চেষ্টা চলছে । তার ইঙ্গিত সোশাল মিডিয়ায় জোরালোভাবে মিলেছে । তাই পর্যাপ্ত নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে ৷ অনুষ্ঠান প্রাঙ্গণে যে কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্কতা অবলম্বন করা হবে । নেতাজি ইন্ডোরের অনুষ্ঠানে প্রবেশের জন্যে কোনও কার্ড নেই । প্রথম আসার ভিত্তিতে 12 হাজার দর্শক ঢুকতে পারবেন । তবে বাকিদের জন্য স্টেডিয়ামের বাইরে জায়ান্ট স্ক্রিনের বন্দোবস্ত করা হয়েছে ৷

East Bengal
লাল-হলুদ পতাকা হাতে যুবতি

কলকাতা, 1 অগাস্ট : মশাল মিছিলে স্পর্ধার শতবর্ষের বোধন হয়েছিল । আজ সকাল থেকে সেই পথ চলার শুরু । বেলা যত গড়াবে ততই ইস্টবেঙ্গলের শতবর্ষের অনুষ্ঠান ডালপালা মেলবে ।

প্রথমে জোড়াবাগানে লাল-হলুদ প্রাণপুরুষ সুরেশ চৌধুরির ভিটেতে ফলক উন্মোচন এবং কেক কাটা হবে । ক্লাবে এসে পতাকা উত্তোলন হবে । প্রথা অনুসারে সচিব কল্যাণ মজুমদার পতাকা তুলবেন । সঙ্গে থাকবেন বাইচুং ভুটিয়া, সুভাষ ভৌমিকসহ একাধিক ফুটবলার । তবে বর্তমান দলের হয়তো সবাই পতাকা উত্তোলনে থাকবেন না । বিকেলের অনুষ্ঠানে থাকবেন কোচ আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়া এবং তাঁর ছেলেরা ।

East Bengal
শতবর্ষ উদযাপনের মিছিলে ঢাকিরা

সেই অনুষ্ঠানে কপিল দেবের হাতে ভারত গৌরব সম্মান তুলে দেওয়া হবে । জীবনকৃতি সম্মান (লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড) দেওয়া হবে মনোরঞ্জন ভট্টাচার্য ও ভাস্কর গাঙ্গুলিকে । অন্যদিকে, সেরা কোচের সম্মান দেওয়া হবে প্রদীপ ব্যানার্জিকে । যদিও বর্ষসেরা লালডানমাউয়া রালতে উপস্থিত থাকবেন কি তা নিয়ে কোনও নিশ্চয়তা দিতে পারেননি লাল-হলুদ কর্তারা ৷ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থাকার কথা থাকলেও এখনও লিখিত অনুমতি পাওয়া যায়নি ৷ ক্লাবের তরফে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী জানিয়েছেন বড় কোনও ব্যস্ততা না থাকলে তিনি অনুষ্ঠানে আসবেন । পাশাপাশি, থাকবেন ভারতীয় অধিনায়ক সুনীল ছেত্রী ।

East Bengal
উচ্ছ্বাস লাল-হলুদ সমর্থকদের

এই সংক্রান্ত আরও খবর : শোভাযাত্রায় শতবর্ষ পালন ইস্টবেঙ্গলের

ক্লাবের একটি মহলের আশঙ্কা, শতবর্ষ পালনকে কেন্দ্র করে জাঁকজমকপূর্ণ আয়োজন করা হলেও তা পণ্ড করার চেষ্টা চলছে । তার ইঙ্গিত সোশাল মিডিয়ায় জোরালোভাবে মিলেছে । তাই পর্যাপ্ত নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে ৷ অনুষ্ঠান প্রাঙ্গণে যে কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্কতা অবলম্বন করা হবে । নেতাজি ইন্ডোরের অনুষ্ঠানে প্রবেশের জন্যে কোনও কার্ড নেই । প্রথম আসার ভিত্তিতে 12 হাজার দর্শক ঢুকতে পারবেন । তবে বাকিদের জন্য স্টেডিয়ামের বাইরে জায়ান্ট স্ক্রিনের বন্দোবস্ত করা হয়েছে ৷

East Bengal
লাল-হলুদ পতাকা হাতে যুবতি
Intro:মশাল মিছিলে স্পর্ধার শতবর্ষের বোধন হয়েছিল। পয়লা অগস্টে সেই পথচলার শুরু। লক্ষীবারের সকাল থেকে তিলোত্তমা লাল হলুদের। বেলা যত গড়াবে ততই ইস্টবেঙ্গলের শতবর্ষের অনুষ্ঠান ডালপালা মেলবে।সকালে জোড়াবাগানের প্রানপুরুষ সুরেশ চৌধুরীর ভিটেতে ফলক উন্মোচন এবং কেক কাটা। ক্লাবে ফিরে এসে পতাকা উত্তোলন। প্রথা অনুসারে সচিব কল্যান মজুমদার পতাকা তুলবেন। শতবর্ষে সঙ্গে থাকবেন বাইচুং সুভাষ ভৌমিক সহ একাধিক ফুটবলার।বর্তমান দলের হয়ত সবাই পতাকা উত্তোলনে থাকবেন না। তবে বিকেলের অনুষ্ঠানে থাকবেন আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়া এবং তার পুরো দল।ভারত গৌরব সম্মান কপিলদেবের হাতে তুলে দেওয়া হবে। জীবনকৃতি সম্মান দেওয়া হবে মনোরঞ্জন ভট্টাচার্য ও ভাস্কর গাঙ্গুলী কে। সেরা কোচের সম্মান পাচ্ছেন প্রদীপ ব্যানার্জি।বর্ষসেরা ডানমাওয়াইয় রালতের উপস্থিত হয়ে পুরস্কার নেওয়ার নিশ্চয়তা বুধবারের সাংবাদিক সম্মেলনে দেওয়া হয়নি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুষ্ঠানে থাকার কথা থাকলেও তার লিখিত অনুমতি মেলেনি। ক্লাবের তরফে বলা হয়েছে মুখ্যমন্ত্রী জানিয়েছেন বড় কোন ব্যস্ততা না থাকলে তিনি যাবেন। ভারতীয় ফুটবল দলের বর্তমান অধিনায়ক সুনীল ছেত্রী থাকবেন। ক্লাবে শতবর্ষ পালন ঘিরে জাকজমকপূর্ণ আয়োজন হলেও তা পন্ড করার চেষ্টা চলছে। যার ইঙ্গিত সোশ্যাল মিডিয়ায় জোরালো ভাবে মিলছে। ইতিমধ্যে তাদের নিরস্ত করতে পুলিশি ব্যবস্থা ক্লাবের তরফে নেওয়া হয়েছে। অনুষ্ঠান প্রাঙ্গনে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্কতা অবলম্বন করা হবে। নেতাজি ইনডোর এর অনুষ্ঠানে প্রবেশের জন্যে কোন কার্ড নেই। বারো হাজার দর্শক প্রথম আসার ভিত্তিতে ঢুকতে পারবেন। তবে বাকি দের জন্যে বাইরে জায়ান্টস স্ক্রিন রাখা হচ্ছে।


Body:ইস্টবেঙ্গলে


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.