কলকাতা, 1 অগাস্ট : মশাল মিছিলে স্পর্ধার শতবর্ষের বোধন হয়েছিল । আজ সকাল থেকে সেই পথ চলার শুরু । বেলা যত গড়াবে ততই ইস্টবেঙ্গলের শতবর্ষের অনুষ্ঠান ডালপালা মেলবে ।
প্রথমে জোড়াবাগানে লাল-হলুদ প্রাণপুরুষ সুরেশ চৌধুরির ভিটেতে ফলক উন্মোচন এবং কেক কাটা হবে । ক্লাবে এসে পতাকা উত্তোলন হবে । প্রথা অনুসারে সচিব কল্যাণ মজুমদার পতাকা তুলবেন । সঙ্গে থাকবেন বাইচুং ভুটিয়া, সুভাষ ভৌমিকসহ একাধিক ফুটবলার । তবে বর্তমান দলের হয়তো সবাই পতাকা উত্তোলনে থাকবেন না । বিকেলের অনুষ্ঠানে থাকবেন কোচ আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়া এবং তাঁর ছেলেরা ।
সেই অনুষ্ঠানে কপিল দেবের হাতে ভারত গৌরব সম্মান তুলে দেওয়া হবে । জীবনকৃতি সম্মান (লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড) দেওয়া হবে মনোরঞ্জন ভট্টাচার্য ও ভাস্কর গাঙ্গুলিকে । অন্যদিকে, সেরা কোচের সম্মান দেওয়া হবে প্রদীপ ব্যানার্জিকে । যদিও বর্ষসেরা লালডানমাউয়া রালতে উপস্থিত থাকবেন কি তা নিয়ে কোনও নিশ্চয়তা দিতে পারেননি লাল-হলুদ কর্তারা ৷ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থাকার কথা থাকলেও এখনও লিখিত অনুমতি পাওয়া যায়নি ৷ ক্লাবের তরফে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী জানিয়েছেন বড় কোনও ব্যস্ততা না থাকলে তিনি অনুষ্ঠানে আসবেন । পাশাপাশি, থাকবেন ভারতীয় অধিনায়ক সুনীল ছেত্রী ।
এই সংক্রান্ত আরও খবর : শোভাযাত্রায় শতবর্ষ পালন ইস্টবেঙ্গলের
ক্লাবের একটি মহলের আশঙ্কা, শতবর্ষ পালনকে কেন্দ্র করে জাঁকজমকপূর্ণ আয়োজন করা হলেও তা পণ্ড করার চেষ্টা চলছে । তার ইঙ্গিত সোশাল মিডিয়ায় জোরালোভাবে মিলেছে । তাই পর্যাপ্ত নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে ৷ অনুষ্ঠান প্রাঙ্গণে যে কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্কতা অবলম্বন করা হবে । নেতাজি ইন্ডোরের অনুষ্ঠানে প্রবেশের জন্যে কোনও কার্ড নেই । প্রথম আসার ভিত্তিতে 12 হাজার দর্শক ঢুকতে পারবেন । তবে বাকিদের জন্য স্টেডিয়ামের বাইরে জায়ান্ট স্ক্রিনের বন্দোবস্ত করা হয়েছে ৷