ETV Bharat / sports

ভারানের জোড়া ভুলে শেষ আটে ম্যান সিটি

author img

By

Published : Aug 8, 2020, 6:27 PM IST

ম্যাচে খেলতে না পারলেও দলের সঙ্গে এসেছিলেন রামোস। ইতিহাদের গ্যালারিতে বসে পুরোটা সময়ই দলকে তাতানোর করার চেষ্টা করে গেছেন। সেখান থেকেই দেখেছেন নিজের রক্ষণ সতীর্থের একের পর এক ভুল ।

REAL
REAL

ম্যাঞ্চেস্টার , 8 অগাস্ট : আবার অধিনায়কের অভাবে ডুবল লস ব্লাঙ্কোসদের তরী । দলের রক্ষণভাগকে নেতৃত্ব দিতে গিয়ে উলটে রাফায়েল ভারানে একের পর এক ভুল করে গেলন । তারই চড়া মাশুল দিয়েছে রিয়াল। ভারানের জোড়া ভুলে চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16তে দ্বিতীয় লেগে রিয়ালকে ২-১ গোলে হারিয়েছে ম্যাঞ্চেস্টার সিটি । দুই লেগ মিলিয়ে ৪-২ গোলে জয় ছিনিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা পাকা করেছে পেপ গুয়ার্দিওলার ছেলেরা ।

2018-19 মরশুমে দ্বিতীয় রাউন্ডে বাদ পড়ার পেছনে রিয়াল মাদ্রিদের মূল কারণ ছিল দ্বিতীয় লেগে অধিনায়ক সার্জিও রামোসের অনুপস্থিতি। এবারও তাই। রামোসের না থাকা যে কতটা ভুগিয়েছে, সেটা বোঝা গেছে ম্যাচের প্রথম থেকেই । ম্যান সিটির ফুটবলাররা জানতেন , রামোসহীন রিয়াল রক্ষণ দুর্বল । সেই সুযোগটাই কাজে লাগিয়েছে হেসুস , স্টারলিংরা ।

ম্যাচের শুরু থেকেই রিয়ালের বক্সে চাপ বাড়াচ্ছিল সিটির ফুটবলাররা । ম্যাচের 9 মিনিটে কোর্তোয়ার কাছ থেকে বল পান ভারানে । হেসুস তাঁর থেকে বিপজ্জনক জায়গায় বল কেড়ে নেন । ফাঁকায় দাঁড়িয়ে থাকা স্টার্লিংয়ের দিকে বল এগিয়ে দেন ব্রাজিলিয় মিডফিল্ডার । ইংলিশ তারকা কোনও ভুল না করে বল জালে পাঠান । দশ মিনিটের মধ্যেই এক গোলে পিছিয়ে যায় রিয়াল ।

ম্যাচের ২৯ মিনিটে রদ্রিগো বাঁ দিকে দিয়ে সিটির লেফটব্যাক জোয়াও ক্যানসেলোকে কাটিয়ে দুর্দান্ত ক্রস করেন । সিটির সেন্টারব্যাক ফার্নান্দিনহোকে বোকা বানিয়ে দুর্দান্ত হেডে রিয়ালকে সমতায় ফেরান বেঞ্জেমা ।

কিন্তু সমতায় ফিরেও লাভ হয়নি জিদানের ছেলেদের । এর পর মাঝমাঠ থেকে উড়ে আসা বল গোলরক্ষক কোর্তোয়ার কাছে পাঠাতে চেয়েছিলেন ভারানে। পারেননি। উলটে বল ছিনিয়ে গ্যাব্রিয়েল হেসুস গোল করে সিটিকে এগিয়ে দেন।

ম্যাচে খেলতে না পারলেও দলের সঙ্গে এসেছিলেন রামোস। ইতিহাদের গ্যালারিতে বসে পুরোটা সময়ই দলকে তাতানোর করার চেষ্টা করে গেছেন। সেখান থেকেই দেখেছেন নিজের রক্ষণ সতীর্থের একের পর এক ভুল ।

ম্যাঞ্চেস্টার , 8 অগাস্ট : আবার অধিনায়কের অভাবে ডুবল লস ব্লাঙ্কোসদের তরী । দলের রক্ষণভাগকে নেতৃত্ব দিতে গিয়ে উলটে রাফায়েল ভারানে একের পর এক ভুল করে গেলন । তারই চড়া মাশুল দিয়েছে রিয়াল। ভারানের জোড়া ভুলে চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16তে দ্বিতীয় লেগে রিয়ালকে ২-১ গোলে হারিয়েছে ম্যাঞ্চেস্টার সিটি । দুই লেগ মিলিয়ে ৪-২ গোলে জয় ছিনিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা পাকা করেছে পেপ গুয়ার্দিওলার ছেলেরা ।

2018-19 মরশুমে দ্বিতীয় রাউন্ডে বাদ পড়ার পেছনে রিয়াল মাদ্রিদের মূল কারণ ছিল দ্বিতীয় লেগে অধিনায়ক সার্জিও রামোসের অনুপস্থিতি। এবারও তাই। রামোসের না থাকা যে কতটা ভুগিয়েছে, সেটা বোঝা গেছে ম্যাচের প্রথম থেকেই । ম্যান সিটির ফুটবলাররা জানতেন , রামোসহীন রিয়াল রক্ষণ দুর্বল । সেই সুযোগটাই কাজে লাগিয়েছে হেসুস , স্টারলিংরা ।

ম্যাচের শুরু থেকেই রিয়ালের বক্সে চাপ বাড়াচ্ছিল সিটির ফুটবলাররা । ম্যাচের 9 মিনিটে কোর্তোয়ার কাছ থেকে বল পান ভারানে । হেসুস তাঁর থেকে বিপজ্জনক জায়গায় বল কেড়ে নেন । ফাঁকায় দাঁড়িয়ে থাকা স্টার্লিংয়ের দিকে বল এগিয়ে দেন ব্রাজিলিয় মিডফিল্ডার । ইংলিশ তারকা কোনও ভুল না করে বল জালে পাঠান । দশ মিনিটের মধ্যেই এক গোলে পিছিয়ে যায় রিয়াল ।

ম্যাচের ২৯ মিনিটে রদ্রিগো বাঁ দিকে দিয়ে সিটির লেফটব্যাক জোয়াও ক্যানসেলোকে কাটিয়ে দুর্দান্ত ক্রস করেন । সিটির সেন্টারব্যাক ফার্নান্দিনহোকে বোকা বানিয়ে দুর্দান্ত হেডে রিয়ালকে সমতায় ফেরান বেঞ্জেমা ।

কিন্তু সমতায় ফিরেও লাভ হয়নি জিদানের ছেলেদের । এর পর মাঝমাঠ থেকে উড়ে আসা বল গোলরক্ষক কোর্তোয়ার কাছে পাঠাতে চেয়েছিলেন ভারানে। পারেননি। উলটে বল ছিনিয়ে গ্যাব্রিয়েল হেসুস গোল করে সিটিকে এগিয়ে দেন।

ম্যাচে খেলতে না পারলেও দলের সঙ্গে এসেছিলেন রামোস। ইতিহাদের গ্যালারিতে বসে পুরোটা সময়ই দলকে তাতানোর করার চেষ্টা করে গেছেন। সেখান থেকেই দেখেছেন নিজের রক্ষণ সতীর্থের একের পর এক ভুল ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.