প্যারিস, 21 অক্টোবর: UEFA চ্যাম্পিয়ন্স লিগ অভিযানের শুরুতেই বড় জয় পেল বার্সেলোনা ৷ রোনাল্ডোহীন জুভেন্তাসও জয়ের মুখ দেখল ৷ তবে সবচেয়ে উল্লেখজনক ঘটনা, প্যারিস সাঁ জাঁ-র বিরুদ্ধে ম্যানচেস্টার ইউনাইটেডের মধুর প্রতিশোধ ছিনিয়ে নেওয়া ৷
কোরোনা পরিস্থিতিতে চ্যাম্পিয়ন্স লিগ শুরুর দিনে সকলের নজর ছিল পার্ক দা প্রিন্সেসে ৷ দর্শকশূন্য এই স্টেডিয়ামেই মুখোমুখি হয় প্যারিস সাঁ জাঁ ও ম্যানচেস্টার ইউনাইটেড ৷ দু'বছর আগে PSG-র কাছে হেরেই চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16 থেকে ছিটকে গিয়েছিল ম্যান ইউ ৷ যদিও গতরাতে চ্যাম্পিয়ন্স লিগ অভিযান শুরুর ম্যাচে নিজেদের সুনামের প্রতি সুবিচার করতে পারেনি গতবারের রানার্স PSG ৷ হোম ম্যাচে তাই তাদের হারতে হল ম্যান ইউয়ের কাছে ৷ 23 মিনিটে পেনাল্টি থেকে নাটকীয় গোল করে ম্যান ইউকে এগিয়ে দেন ব্রুনো ফার্নান্ডেজ ৷ নতুন নিয়মে পেনাল্টি থেকে দ্বিতীয়বার শট নিয়ে গোল করেন ব্রুনো ৷ দ্বিতীয়ার্ধে ম্যাচের 55 মিনিটে নেইমারের কর্নার বিপন্মুক্ত করতে গিয়ে আত্মঘাতী গোল করে বসেন অ্যান্টনি মার্শাল ৷ সমতা ফেরায় PSG ৷ ম্যাচের 87 মিনিটে মার্কাস রাশফোর্ড জয়সূচক গোল করে ম্যান ইউয়ের মধুর প্রতিশোধ নিশ্চিত করে স্বস্তির জয় এনে দেন ৷
25 বছর পর চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্যায়ে খেলতে নামা হাঙ্গেরির ফেরেনসভার্সকে গতরাতে 5-1 গোলে হারায় বার্সেলোনা ৷ 27 মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন লিওনেল মেসি ৷ 42 মিনিটে ফাতির গোলের সুবাদে প্রথমার্ধে 2-0 গোলে এগিয়ে ছিল বার্সা ৷ দ্বিতীয়ার্ধে হল আরও 3টি গোল ৷ 52 মিনিটে বার্সার হয়ে তৃতীয় গোলটি করেন কুটিনহো ৷ এরপর পেনাল্টি থেকে করা খারাতিনের গোলে ফেরেনসভার্স ব্যবধান কমালেও 82 মিনিটে চতুর্থ গোলটি করেন পেড্রি ৷ বার্সার পঞ্চম গোলটি ডেম্বলের ৷ টানা 16 মরশুমে গোল করার রেকর্ড গড়লেন মেসি । চ্যাম্পিয়ন্স লিগে এই নিয়ে 116তম গোলটি করেন তিনি ৷ যদিও এই ম্যাচ শেষ হওয়ার মিনিট 20 আগে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন পিকে৷
আগামী সপ্তাহে মেসির বার্সা মুখোমুখি হবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জুভেন্তাসের ৷ তার আগে কোরোনায় আক্রান্ত হওয়ায় ডায়নামো কিয়েভের বিরুদ্ধে প্রথম ম্যাচে জুভেন্তাস পায়নি CR7-কে ৷ যদিও তার অভাব দারুণভাবে মিটিয়ে দিলেন আলভারো মোরাতা ৷ জোড়া গোল করেন তিনি ৷ মোরাতাকে আতলেতিকো মাদ্রিদ থেকে লোনে নেওয়া যে ভুল হয়নি তা তিনি বুঝিয়ে দিলেন দ্বিতীয়ার্ধে জোড়া গোল করে ৷ গ্রুপ H-এর অন্য ম্যাচে গত মরশুমে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালিস্ট লিপজ়িগ প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ খেলতে নামা ইস্তানবুল বাসাকসেহিরকে 2-0 গোলে হারিয়েছে ৷