ETV Bharat / sports

Dilip Ghosh on East Bengal : ইস্টবেঙ্গলের চুক্তি সমস্যা মেটানোর দায়িত্ব মুখ্যমন্ত্রীরই, দাবি দিলীপ ঘোষের - মমতা বন্দ্যোপাধ্যায়

ইস্টবেঙ্গল এবং শ্রীসিমেন্ট কর্তৃপক্ষের মধ্য চুক্তি জটিলতা নিয়ে মুখ্যমন্ত্রীকে দুষলেন দিলীপ ঘোষ ৷ গতবছর মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাড়াহুড়ো করে চুক্তি করানোর ফল ইস্টবেঙ্গলকে ভুগতে হচ্ছে বলে অভিযোগ করেছেন রাজ্য বিজেপি সভাপতি ৷ তাই এখন মুখ্যমন্ত্রীর দায়িত্ব চুক্তি জটিলতার সমস্যা মেটানো, এমনটাই জানিয়েছেন দিলীপ ঘোষ ৷

mamata-banerjee-should-solved-east-bengal-and-sree-cement-contract-contro-says-dilip-ghosh
ইস্টবেঙ্গলের চুক্তি সমস্যা মেটান মুখ্যমন্ত্রী, দাবি দিলীপ ঘোষের
author img

By

Published : Aug 24, 2021, 3:15 PM IST

কলকাতা, 24 অগস্ট : ইস্টবেঙ্গল ক্লাব এবং শ্রীসিমেন্ট কর্তৃপক্ষের মধ্যে চুক্তি স্বাক্ষর নিয়ে তৈরি হওয়া জটিলতায় এবার মুখ্য়মন্ত্রীকে দুষলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ ৷ আইএসএলে খেলার জন্য দল তৈরি করতে না পারা এবং শ্রীসিমেন্ট কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি নিয়ে জটিলতার পিছনে মুখ্য়মন্ত্রীর অদূরদর্শিতাকে দায়ী করলেন তিনি ৷ সেই সঙ্গে দিলীপ ঘোষের মন্তব্য, মুখ্যমন্ত্রী গতবছর তাড়াহুড়ো করে ইস্টবেঙ্গল ক্লাবকে আইএসএলে খেলার সুযোগ করিয়ে দিয়েছিলেন ৷ এখন লগ্নিকারীদের সঙ্গে তৈরি হওয়া সমস্যার সমাধানও মুখ্যমন্ত্রীকেই করতে হবে বলে জানিয়েছেন দিলীপ ঘোষ ৷

প্রসঙ্গত, গতকাল শ্রীসিমেন্ট কর্তৃপক্ষের তরফে নবান্নে ইমেল করে জানিয়ে দেওয়া হয়েছে, ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে তারা চুক্তি করতে পারবে না ৷ সেই সঙ্গে বিনা আর্থিক দাবিতে ক্লাব কর্তৃপক্ষকে স্পোর্টিং রাইট ফিরিয়ে দিয়েছে শ্রীসিমেন্ট কর্তৃপক্ষ ৷ এই পরিস্থিতিতে এ বছর আইএসএলে ইস্টবেঙ্গল ক্লাবের খেলা কার্যত অনিশ্চিত হয়ে পড়েছে ৷ কারণ 31 অগস্টের মধ্যে ইস্টবেঙ্গলকে স্পনসর জোগাড় করতে হবে ৷ তা না হলে কোনওভাবেই এ বছর অন্তত আইএসএল খেলা হবে না ইস্টবেঙ্গলের ৷

আরও পড়ুন : East Bengal : চুক্তি জটে ক্ষুব্ধ মমতা, বুধবার নবান্নে শ্রী সিমেন্টের সঙ্গে বৈঠক ইস্টবেঙ্গলের

আর ইস্টবেঙ্গল দলের এই দুর্দশার জন্য মুখ্য়মন্ত্রীকে দায়ী করেছেন দিলীপ ঘোষ ৷ তিনি আজ সাংবাদিকদের প্রশ্নের জাবাবে বলেন, ‘‘গতবার শেষ মুহূর্তে লগ্নিকারীদের সঙ্গে ক্লাবের চুক্তি স্বাক্ষর করানো হয়েছিল ৷ তখন ক্লাব কর্তৃপক্ষ দল তৈরি করে টুর্নামেন্টে নামার জন্য বাধ্য হয়ে চুক্তি মেনে নিয়েছিল ৷ এবারেও মাস দু’য়েক আগে থেকে সেই সমস্যা তৈরি হয়েছে ৷’’ এর পরেই দিলীপ ঘোষ বলেন, ‘‘সেবার মুখ্যমন্ত্রী যেহেতু লগ্নিকারীর ব্যবস্থা করে দিয়েছিলেন ৷ তাই এবারেও তাঁকেই এই সমস্যার সমাধান করতে হবে ৷ কারণ তিনি রাজ্যের প্রশাসনিক প্রধান ৷ আর সেই মতো তাঁর কথা সবাই শুনবেন ৷ আর সেই দায়িত্বটাও মুখ্য়মন্ত্রীর নিজের ৷’’

আরও পড়ুন : ইস্টবেঙ্গলের সমস্যায় নজর আইএফএ-র, দিন বদলে লাল হলুদের খেলা একত্রিশে

পাশাপাশি দিলীপ ঘোষ একথাও স্বীকার করেছেন যে, ইস্টবেঙ্গল ক্লাবকর্তারা তাঁর সঙ্গেও যোগাযোগ করেছিলেন সমস্যার সমাধান করানোর জন্য ৷ তিনি জানান, কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে সেই সময় ক্লাবকর্তাদের কথা বলিয়ে দিয়েছিলেন ৷ কিন্তু, সেখানে কোনও সমাধান বের করা যায়নি ৷ যেহেতু মুখ্যমন্ত্রী গতবছর শ্রীসিমেন্ট কর্তৃপক্ষকে ইস্টবেঙ্গলের সঙ্গে যুক্ত করিয়েছিলেন, সেহেতু তাঁকেই এর সুরাহা করতে হবে ৷ পাশাপাশি শ্রীসিমেন্ট কর্তৃপক্ষের তরফে পাঠানো চুক্তিপত্রের ক্লজ নিয়েও আপত্তি জানিয়েছেন দিলীপ ঘোষ ৷ তিনি বলেন, ‘‘চুক্তির ক্লজ অনুযায়ী ক্লাব কর্তৃপক্ষের হাতে কোনও ক্ষমতা থাকবে না ৷ এমনকি কর্তারা ক্লাবেও ঢুকতে পারবেন না ৷ যা কখনই মেনে নেওয়া যায় না ৷’’

কলকাতা, 24 অগস্ট : ইস্টবেঙ্গল ক্লাব এবং শ্রীসিমেন্ট কর্তৃপক্ষের মধ্যে চুক্তি স্বাক্ষর নিয়ে তৈরি হওয়া জটিলতায় এবার মুখ্য়মন্ত্রীকে দুষলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ ৷ আইএসএলে খেলার জন্য দল তৈরি করতে না পারা এবং শ্রীসিমেন্ট কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি নিয়ে জটিলতার পিছনে মুখ্য়মন্ত্রীর অদূরদর্শিতাকে দায়ী করলেন তিনি ৷ সেই সঙ্গে দিলীপ ঘোষের মন্তব্য, মুখ্যমন্ত্রী গতবছর তাড়াহুড়ো করে ইস্টবেঙ্গল ক্লাবকে আইএসএলে খেলার সুযোগ করিয়ে দিয়েছিলেন ৷ এখন লগ্নিকারীদের সঙ্গে তৈরি হওয়া সমস্যার সমাধানও মুখ্যমন্ত্রীকেই করতে হবে বলে জানিয়েছেন দিলীপ ঘোষ ৷

প্রসঙ্গত, গতকাল শ্রীসিমেন্ট কর্তৃপক্ষের তরফে নবান্নে ইমেল করে জানিয়ে দেওয়া হয়েছে, ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে তারা চুক্তি করতে পারবে না ৷ সেই সঙ্গে বিনা আর্থিক দাবিতে ক্লাব কর্তৃপক্ষকে স্পোর্টিং রাইট ফিরিয়ে দিয়েছে শ্রীসিমেন্ট কর্তৃপক্ষ ৷ এই পরিস্থিতিতে এ বছর আইএসএলে ইস্টবেঙ্গল ক্লাবের খেলা কার্যত অনিশ্চিত হয়ে পড়েছে ৷ কারণ 31 অগস্টের মধ্যে ইস্টবেঙ্গলকে স্পনসর জোগাড় করতে হবে ৷ তা না হলে কোনওভাবেই এ বছর অন্তত আইএসএল খেলা হবে না ইস্টবেঙ্গলের ৷

আরও পড়ুন : East Bengal : চুক্তি জটে ক্ষুব্ধ মমতা, বুধবার নবান্নে শ্রী সিমেন্টের সঙ্গে বৈঠক ইস্টবেঙ্গলের

আর ইস্টবেঙ্গল দলের এই দুর্দশার জন্য মুখ্য়মন্ত্রীকে দায়ী করেছেন দিলীপ ঘোষ ৷ তিনি আজ সাংবাদিকদের প্রশ্নের জাবাবে বলেন, ‘‘গতবার শেষ মুহূর্তে লগ্নিকারীদের সঙ্গে ক্লাবের চুক্তি স্বাক্ষর করানো হয়েছিল ৷ তখন ক্লাব কর্তৃপক্ষ দল তৈরি করে টুর্নামেন্টে নামার জন্য বাধ্য হয়ে চুক্তি মেনে নিয়েছিল ৷ এবারেও মাস দু’য়েক আগে থেকে সেই সমস্যা তৈরি হয়েছে ৷’’ এর পরেই দিলীপ ঘোষ বলেন, ‘‘সেবার মুখ্যমন্ত্রী যেহেতু লগ্নিকারীর ব্যবস্থা করে দিয়েছিলেন ৷ তাই এবারেও তাঁকেই এই সমস্যার সমাধান করতে হবে ৷ কারণ তিনি রাজ্যের প্রশাসনিক প্রধান ৷ আর সেই মতো তাঁর কথা সবাই শুনবেন ৷ আর সেই দায়িত্বটাও মুখ্য়মন্ত্রীর নিজের ৷’’

আরও পড়ুন : ইস্টবেঙ্গলের সমস্যায় নজর আইএফএ-র, দিন বদলে লাল হলুদের খেলা একত্রিশে

পাশাপাশি দিলীপ ঘোষ একথাও স্বীকার করেছেন যে, ইস্টবেঙ্গল ক্লাবকর্তারা তাঁর সঙ্গেও যোগাযোগ করেছিলেন সমস্যার সমাধান করানোর জন্য ৷ তিনি জানান, কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে সেই সময় ক্লাবকর্তাদের কথা বলিয়ে দিয়েছিলেন ৷ কিন্তু, সেখানে কোনও সমাধান বের করা যায়নি ৷ যেহেতু মুখ্যমন্ত্রী গতবছর শ্রীসিমেন্ট কর্তৃপক্ষকে ইস্টবেঙ্গলের সঙ্গে যুক্ত করিয়েছিলেন, সেহেতু তাঁকেই এর সুরাহা করতে হবে ৷ পাশাপাশি শ্রীসিমেন্ট কর্তৃপক্ষের তরফে পাঠানো চুক্তিপত্রের ক্লজ নিয়েও আপত্তি জানিয়েছেন দিলীপ ঘোষ ৷ তিনি বলেন, ‘‘চুক্তির ক্লজ অনুযায়ী ক্লাব কর্তৃপক্ষের হাতে কোনও ক্ষমতা থাকবে না ৷ এমনকি কর্তারা ক্লাবেও ঢুকতে পারবেন না ৷ যা কখনই মেনে নেওয়া যায় না ৷’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.