ETV Bharat / sports

কোরোনা আক্রান্ত সুয়ারেজ়, খেলতে পারবেন না ব্রাজ়িলের বিরুদ্ধে

author img

By

Published : Nov 17, 2020, 11:45 AM IST

সুয়ারেজ়, গোলকিপার রড্রিগো মুনোজ় এবং দলের এক আধিকারিক কোরোনা আক্রান্ত । জানিয়েছে উরুগুয়ের ফুটবল অ্যাসোসিয়েশন ।

luis suarez tested coronavirus positive
কোরোনা আক্রান্ত লুই সুয়ারেজ়

ব্রাসিলিয়া, 17 নভেম্বর : কোরোনায় আক্রান্ত হলেন উরুগুয়ের স্ট্রাইকার লুই সুয়ারেজ় । তাঁর কোরোনা রিপোর্ট পজ়িটিভ এসেছে বলে জানিয়েছে উরুগুয়ের ফুটবল অ্যাসোসিয়েসন । এর ফলে 2022 FIFA বিশ্বকাপের কোয়ালিফায়ারে ব্রাজ়িলের বিরুদ্ধে ম্যাচে খেলতে পারবেন না তিনি ।

সুয়ারেজ়ের পাশাপাশি গোলকিপার রড্রিগো মুনোজ় এবং উরুগুয়ে ফুটবল দলের আরও এক আধিকারিকও কোরোনায় আক্রান্ত হয়েছেন । AUF-এর তরফে জানানো হয়েছে, তিনজনই সুস্থ রয়েছেন । রিপোর্ট পজ়িটিভ আসার পরই তিনজনকে আইসোলেশনে পাঠানো হয়েছে ।

এর আগে কোরোনায় আক্রান্ত হয়ে দল থেকে বাদ পড়েন উরুগুয়ের আর এক ফুটবলার মাতিয়া ভিনা । বিশ্বকাপের কোয়ালিফায়ারে ব্রাজিলের পর চতুর্থ স্থানে রয়েছে উরুগুয়ে ।

ব্রাসিলিয়া, 17 নভেম্বর : কোরোনায় আক্রান্ত হলেন উরুগুয়ের স্ট্রাইকার লুই সুয়ারেজ় । তাঁর কোরোনা রিপোর্ট পজ়িটিভ এসেছে বলে জানিয়েছে উরুগুয়ের ফুটবল অ্যাসোসিয়েসন । এর ফলে 2022 FIFA বিশ্বকাপের কোয়ালিফায়ারে ব্রাজ়িলের বিরুদ্ধে ম্যাচে খেলতে পারবেন না তিনি ।

সুয়ারেজ়ের পাশাপাশি গোলকিপার রড্রিগো মুনোজ় এবং উরুগুয়ে ফুটবল দলের আরও এক আধিকারিকও কোরোনায় আক্রান্ত হয়েছেন । AUF-এর তরফে জানানো হয়েছে, তিনজনই সুস্থ রয়েছেন । রিপোর্ট পজ়িটিভ আসার পরই তিনজনকে আইসোলেশনে পাঠানো হয়েছে ।

এর আগে কোরোনায় আক্রান্ত হয়ে দল থেকে বাদ পড়েন উরুগুয়ের আর এক ফুটবলার মাতিয়া ভিনা । বিশ্বকাপের কোয়ালিফায়ারে ব্রাজিলের পর চতুর্থ স্থানে রয়েছে উরুগুয়ে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.