ETV Bharat / sports

Liverpool vs Man City: সালাহর দৃষ্টিনন্দন গোলেও নিষ্ফলা লিভারপুল-ম্যান সিটি থ্রিলার - লিভারপুল

76 মিনিটে সালাহর বিশ্বমানের গোলে দ্বিতীয়বার ম্যাচে লিড নেয় রেডস ৷ বক্সে বল ধরে সিটির একাধিক ডিফেন্ডারকে পরাস্ত করে ব্যবধান 2-1 করেন মিশর তারকা ৷ 81 মিনিটে পালটা দেল ডি ব্রুইন ৷

Liverpool vs Man City
সালাহর দৃষ্টিনন্দন গোলেও নিষ্ফলা লিভারপুল-ম্যান সিটি থ্রিলার
author img

By

Published : Oct 4, 2021, 4:32 PM IST

অ্যানফিল্ড, 4 অক্টোবর: ম্যাচ জিতে শীর্ষে যাওয়ার হাতছানি ছিল দু’দলের সামনে ৷ স্বভাবতই রবিবাসরীয় অ্যানফিল্ডে লিভারপুল বনাম ম্যাঞ্চেস্টার সিটি ম্যাচে মজুত ছিল যাবতীয় বারুদ ৷ মাঠে সেই বারুদের বিস্ফোরণ ঘটলেও প্রিমিয়র লিগের হাইভোল্টেজ ম্যাচ নিষ্ফলাই রইল ৷ ঘরের মাঠে এদিন ম্যান সিটির বিরুদ্ধে 2-2 ড্র করল রেডস’রা ৷

চোখধাঁধানো গোল এল মোহামেদ সালাহ এবং কেভিন ডি ব্রুইনের পা থেকে ৷ প্রথমার্ধ গোলশূন্য থাকার পর চারটি গোলই হল ম্যাচের দ্বিতীয়ার্ধে ৷ তবে প্রথমার্ধে ম্যাচের উত্তেজনায় কোনও খামতি ছিল না ৷ আক্রমণে প্রাধান্য দেখালেও গোলের মুখ খুলতে ব্যর্থ হয় স্কাই ব্লুজরা ৷ বারদু’য়েক নিশ্চিত গোল বাঁচিয়ে লিভারপুলের ত্রাতা হয়ে ওঠেন অ্যালিসন বেকার ৷ প্রতি-আক্রমণে খাতা খুলতে পারেনি লিভারপুলও ৷

এরপর আক্রমণ এবং প্রতি আক্রমণে রোমহর্ষক আকার নেয় দ্বিতীয়ার্ধের খেলা ৷ 59 মিনিটে সাদিও মানের গোলে এগিয়ে যায় জুর্গেন ক্লপের ছেলেরা ৷ সালাহর ঠিকানা লেখা থ্রু ধরে কোনাকুনি শটে বল জালে জড়িয়ে দেন সেনেগাল উইঙ্গার ৷ দশ মিনিট বাদে ফডেনের গোলে সমতা ফিরিয়ে আনে গতবারের চ্যাম্পিয়নরা ৷ কিন্তু 76 মিনিটে ম্যাচে ফের লিড নেয় রেডস ৷ বক্সে বল ধরে ইনস্টেপ-আউটস্টেপে সিটির একাধিক ডিফেন্ডারকে পরাস্ত করে ব্যবধান 2-1 করেন মিশর তারকা ৷

আরও পড়ুন: লা লিগায় মরশুমের প্রথম হার রিয়ালের

কিন্তু ক্লপের দলের সেই উচ্ছ্বাস দীর্ঘস্থায়ী হয়নি ৷ পাঁচ মিনিট বাদে সালাহর পালটা দেন কেভিন ডি ব্রুইন ৷ 81 মিনিটে বেলজিয়ান মিডফিল্ডারের বাঁ-পায়ের দূরপাল্লার শট বেকারের নাগাল এড়িয়ে গোলের ঠিকানা খুঁজে নেয় ৷ এই ড্র’য়ের পর 7 ম্যাচে 15 পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দু’য়ে রইল লিভারপুল ৷ সমসংখ্যক ম্যাচে 14 পয়েন্ট নিয়ে তিনে ম্যান সিটি ৷

অ্যানফিল্ড, 4 অক্টোবর: ম্যাচ জিতে শীর্ষে যাওয়ার হাতছানি ছিল দু’দলের সামনে ৷ স্বভাবতই রবিবাসরীয় অ্যানফিল্ডে লিভারপুল বনাম ম্যাঞ্চেস্টার সিটি ম্যাচে মজুত ছিল যাবতীয় বারুদ ৷ মাঠে সেই বারুদের বিস্ফোরণ ঘটলেও প্রিমিয়র লিগের হাইভোল্টেজ ম্যাচ নিষ্ফলাই রইল ৷ ঘরের মাঠে এদিন ম্যান সিটির বিরুদ্ধে 2-2 ড্র করল রেডস’রা ৷

চোখধাঁধানো গোল এল মোহামেদ সালাহ এবং কেভিন ডি ব্রুইনের পা থেকে ৷ প্রথমার্ধ গোলশূন্য থাকার পর চারটি গোলই হল ম্যাচের দ্বিতীয়ার্ধে ৷ তবে প্রথমার্ধে ম্যাচের উত্তেজনায় কোনও খামতি ছিল না ৷ আক্রমণে প্রাধান্য দেখালেও গোলের মুখ খুলতে ব্যর্থ হয় স্কাই ব্লুজরা ৷ বারদু’য়েক নিশ্চিত গোল বাঁচিয়ে লিভারপুলের ত্রাতা হয়ে ওঠেন অ্যালিসন বেকার ৷ প্রতি-আক্রমণে খাতা খুলতে পারেনি লিভারপুলও ৷

এরপর আক্রমণ এবং প্রতি আক্রমণে রোমহর্ষক আকার নেয় দ্বিতীয়ার্ধের খেলা ৷ 59 মিনিটে সাদিও মানের গোলে এগিয়ে যায় জুর্গেন ক্লপের ছেলেরা ৷ সালাহর ঠিকানা লেখা থ্রু ধরে কোনাকুনি শটে বল জালে জড়িয়ে দেন সেনেগাল উইঙ্গার ৷ দশ মিনিট বাদে ফডেনের গোলে সমতা ফিরিয়ে আনে গতবারের চ্যাম্পিয়নরা ৷ কিন্তু 76 মিনিটে ম্যাচে ফের লিড নেয় রেডস ৷ বক্সে বল ধরে ইনস্টেপ-আউটস্টেপে সিটির একাধিক ডিফেন্ডারকে পরাস্ত করে ব্যবধান 2-1 করেন মিশর তারকা ৷

আরও পড়ুন: লা লিগায় মরশুমের প্রথম হার রিয়ালের

কিন্তু ক্লপের দলের সেই উচ্ছ্বাস দীর্ঘস্থায়ী হয়নি ৷ পাঁচ মিনিট বাদে সালাহর পালটা দেন কেভিন ডি ব্রুইন ৷ 81 মিনিটে বেলজিয়ান মিডফিল্ডারের বাঁ-পায়ের দূরপাল্লার শট বেকারের নাগাল এড়িয়ে গোলের ঠিকানা খুঁজে নেয় ৷ এই ড্র’য়ের পর 7 ম্যাচে 15 পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দু’য়ে রইল লিভারপুল ৷ সমসংখ্যক ম্যাচে 14 পয়েন্ট নিয়ে তিনে ম্যান সিটি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.