ETV Bharat / sports

Leo Messi : পিএসজিতেই মেসি, বলছে ফ্রান্সের সংবাদমাধ্যম - Leo Messi

সম্ভবত 2 বছরের চুক্তিতে বার্সেলোনা থেকে প্যারিসে পা জমাচ্ছেন ফুটবল ইশ্বর ৷ তবে শেষ পর্যন্ত কত টাকায় পিএসজিতে যাচ্ছেন মেসি? সে বিষয়ে অবশ্য কোনও তথ্য পাওয়া যায়নি ৷ আশা করা যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই প্যারিস বিমানবন্দরে পৌঁছাবেন লিও ৷ আজ সন্ধ্যাতেই চুক্তিপত্রে সই করবেন আর্জেন্টাইন তারকা ফুটবলরা ৷

পিএসজিতেই মেসি,
পিএসজিতেই মেসি,
author img

By

Published : Aug 10, 2021, 4:55 PM IST

প্যারিস, 10 অগস্ট : তাহলে কি জল্পনাই সত্যি হল ? প্যারিস সেন্ট জার্মাইনই কি আর্জেন্টাইন তারকার ঠিকানা হতে চলেছে ? পরিস্থিতি যে দিকে এগোচ্ছে, তাতে তারই ইঙ্গিত পাওয়া যাচ্ছে ৷ প্যারিসের একটি সংবাদ পত্রে প্রকাশিত রিপোর্ট বলছে, মেসির সঙ্গে সমস্ত কথাবার্তা সম্পন্ন করেছে পিএসজি ৷

সম্ভবত 2 বছরের চুক্তিতে বার্সেলোনা থেকে প্যারিসে পা জমাচ্ছেন ফুটবল ইশ্বর ৷ তবে শেষ পর্যন্ত কত টাকায় পিএসজিতে যাচ্ছেন মেসি? সে বিষয়ে অবশ্য কোনও তথ্য পাওয়া যায়নি ৷ আশা করা যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই প্যারিস বিমানবন্দরে পৌঁছাবেন লিও ৷ আজ সন্ধ্যাতেই চুক্তিপত্রে সই করবেন আর্জেন্টাইন তারকা ফুটবলরা ৷

বার্সেলোনার সঙ্গে দীর্য 21 বছরের সম্পর্ক সম্প্রতি ছিন্ন করেছেন লিও মেসি ৷ বার্সেলোনা ছাড়ার সময় তাঁর চোখের জলই বলে দিচ্ছিল তিনি কতটা ব্যথিত ৷ আবেগপ্রবণ মেসির চোখের জল, কাঁদিয়েছে বার্সার মেসি ভক্তদেরও ৷

আরও পড়ুন : BAN vs AUS : অস্ট্রেলিয়াকে পর্যুদস্ত করে 4-1'এ সিরিজ জয় বাংলাদেশের, নয়া রেকর্ড শাকিবের

গত বছরই বার্সার তৎকালীন প্রেসিডেন্টের সঙ্গে বিবাদে জড়িয়ে বার্সা ছাড়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন আধুনিক ফুটবলের অন্যতম সেরা ফুটবলার ৷ কিন্তু তখন চুক্তি জটে আটকে যান ৷ এবার বার্সায় নিজের বার্ষিক বেতন অর্ধেক করেও থাকতে চেয়েছিলেন ৷ কিন্তু শেষ পর্যন্ত নানারকম জটে তাঁর চুক্তি বাড়ানো যায়নি ৷ তারপর নানা রকম জল্পনা শুরু হয় ৷ কিন্তু ফ্রান্সের সংবাদ পত্রের রিপোর্ট যদি সত্যি হয়, তাহলে অন্য কোথাও নয় প্যারিসই গন্তব্য লিও মেসির ৷

প্যারিস, 10 অগস্ট : তাহলে কি জল্পনাই সত্যি হল ? প্যারিস সেন্ট জার্মাইনই কি আর্জেন্টাইন তারকার ঠিকানা হতে চলেছে ? পরিস্থিতি যে দিকে এগোচ্ছে, তাতে তারই ইঙ্গিত পাওয়া যাচ্ছে ৷ প্যারিসের একটি সংবাদ পত্রে প্রকাশিত রিপোর্ট বলছে, মেসির সঙ্গে সমস্ত কথাবার্তা সম্পন্ন করেছে পিএসজি ৷

সম্ভবত 2 বছরের চুক্তিতে বার্সেলোনা থেকে প্যারিসে পা জমাচ্ছেন ফুটবল ইশ্বর ৷ তবে শেষ পর্যন্ত কত টাকায় পিএসজিতে যাচ্ছেন মেসি? সে বিষয়ে অবশ্য কোনও তথ্য পাওয়া যায়নি ৷ আশা করা যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই প্যারিস বিমানবন্দরে পৌঁছাবেন লিও ৷ আজ সন্ধ্যাতেই চুক্তিপত্রে সই করবেন আর্জেন্টাইন তারকা ফুটবলরা ৷

বার্সেলোনার সঙ্গে দীর্য 21 বছরের সম্পর্ক সম্প্রতি ছিন্ন করেছেন লিও মেসি ৷ বার্সেলোনা ছাড়ার সময় তাঁর চোখের জলই বলে দিচ্ছিল তিনি কতটা ব্যথিত ৷ আবেগপ্রবণ মেসির চোখের জল, কাঁদিয়েছে বার্সার মেসি ভক্তদেরও ৷

আরও পড়ুন : BAN vs AUS : অস্ট্রেলিয়াকে পর্যুদস্ত করে 4-1'এ সিরিজ জয় বাংলাদেশের, নয়া রেকর্ড শাকিবের

গত বছরই বার্সার তৎকালীন প্রেসিডেন্টের সঙ্গে বিবাদে জড়িয়ে বার্সা ছাড়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন আধুনিক ফুটবলের অন্যতম সেরা ফুটবলার ৷ কিন্তু তখন চুক্তি জটে আটকে যান ৷ এবার বার্সায় নিজের বার্ষিক বেতন অর্ধেক করেও থাকতে চেয়েছিলেন ৷ কিন্তু শেষ পর্যন্ত নানারকম জটে তাঁর চুক্তি বাড়ানো যায়নি ৷ তারপর নানা রকম জল্পনা শুরু হয় ৷ কিন্তু ফ্রান্সের সংবাদ পত্রের রিপোর্ট যদি সত্যি হয়, তাহলে অন্য কোথাও নয় প্যারিসই গন্তব্য লিও মেসির ৷

For All Latest Updates

TAGGED:

Leo Messi
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.