ETV Bharat / sports

আন্তর্জাতিক ফুটবল থেকে 3 মাস নিষিদ্ধ মেসি - লিওনেল মেসি

ফুটবল নিয়ামক সংস্থা কনমেবল-এর বিরুদ্ধে সরাসরি দুর্নীতির অভিযোগ এনেছিলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি ।

ছবি
author img

By

Published : Aug 3, 2019, 1:36 PM IST

বুয়েনোস আইরেস, 3 অগাস্ট : জাতীয় দলের জার্সি গায়ে আগামী তিন মাস মাঠে নামতে পারবেন না লিওনেল মেসি ৷ তিন মাসের জন্য তাঁকে নিষিদ্ধ ঘোষণা করল দক্ষিণ অ্যামেরিকার ফুটবল নিয়ামক সংস্থা কনমেবল ৷ ফলে সেপ্টেম্বর এবং অক্টোবরে চিলি, মেক্সিকো এবং জার্মানির বিরুদ্ধে আর্জেন্টিনা তাঁকে মাঠে নামাতে পারবে না ৷

কোপা আমেরিকার শেষ চারের লড়াইয়ে ব্রাজ়িলের কাছে হেরে গেছিল আর্জেন্টিনা । তার পরই ফুটবল নিয়ামক সংস্থা কনমেবল-এর বিরুদ্ধে সরাসরি দুর্নীতির অভিযোগ এনেছিলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি । কনমেবল-কে সরাসরি ‘দুর্নীতিগ্রস্ত’ সংস্থা বলায় দক্ষিণ অ্যামেরিকা ফুটবলের সর্বোচ্চ নীতি নিয়ামক সংস্থার মারাত্মক সম্মানহানি হয়েছে বলেই মনে করেছিলেন ফুটবল বিশেষজ্ঞরা । সেই মন্তব্যের জন্য মেসির উপরে কড়া শাস্তির খাঁড়া নেমে আসতে পারে বলে মনে করা হয়েছিল ।

এ বার সেই শাস্তি ঘোষণা করা হল ৷ তিন মাস নিষিদ্ধ করার পাশাপাশি 50 হাজার মার্কিন ডলার বা ভারতীয় মুদ্রায় প্রায় 35 লাখ টাকা জরিমানা দিতে হবে তাঁকে ৷

বুয়েনোস আইরেস, 3 অগাস্ট : জাতীয় দলের জার্সি গায়ে আগামী তিন মাস মাঠে নামতে পারবেন না লিওনেল মেসি ৷ তিন মাসের জন্য তাঁকে নিষিদ্ধ ঘোষণা করল দক্ষিণ অ্যামেরিকার ফুটবল নিয়ামক সংস্থা কনমেবল ৷ ফলে সেপ্টেম্বর এবং অক্টোবরে চিলি, মেক্সিকো এবং জার্মানির বিরুদ্ধে আর্জেন্টিনা তাঁকে মাঠে নামাতে পারবে না ৷

কোপা আমেরিকার শেষ চারের লড়াইয়ে ব্রাজ়িলের কাছে হেরে গেছিল আর্জেন্টিনা । তার পরই ফুটবল নিয়ামক সংস্থা কনমেবল-এর বিরুদ্ধে সরাসরি দুর্নীতির অভিযোগ এনেছিলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি । কনমেবল-কে সরাসরি ‘দুর্নীতিগ্রস্ত’ সংস্থা বলায় দক্ষিণ অ্যামেরিকা ফুটবলের সর্বোচ্চ নীতি নিয়ামক সংস্থার মারাত্মক সম্মানহানি হয়েছে বলেই মনে করেছিলেন ফুটবল বিশেষজ্ঞরা । সেই মন্তব্যের জন্য মেসির উপরে কড়া শাস্তির খাঁড়া নেমে আসতে পারে বলে মনে করা হয়েছিল ।

এ বার সেই শাস্তি ঘোষণা করা হল ৷ তিন মাস নিষিদ্ধ করার পাশাপাশি 50 হাজার মার্কিন ডলার বা ভারতীয় মুদ্রায় প্রায় 35 লাখ টাকা জরিমানা দিতে হবে তাঁকে ৷

Baramulla (J-K), Aug 03 (ANI): The exchange of fire is underway between terrorists and security forces in Jammu and Kashmir's Baramulla today. One terrorist was killed in exchange of fire. Meanwhile, one Indian Army personnel also got injured in exchange of fire. The incident took place in Malmapanpora area of Sopore. More details are awaited in this regard and operation is still underway.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.