ETV Bharat / sports

এমবাপ্পেকে নিয়ে ধোঁয়াশা বাড়ালেন PSG কোচ

27 জুলাই PSG-র পক্ষ থেকে নিশ্চিত করা হয় যে এমবাপ্পে গোঁড়ালির চোটে প্রায় তিন সপ্তাহ মাঠের বাইরে থাকবেন । 25 জুলাই টুখেলের প্যারিস সাঁ জা সেতঁ এতিয়েঁকে 1-0 ব্যবধানে হারিয়ে ফ্রেঞ্চ কাপ জেতে । এই ম্যাচে ডান পায়ের গোঁড়ালিতে চোট পেয়ে মাঠ ছাড়েন কিলিয়ান এমবাপ্পে ।

EMBAPPE
EMBAPPE
author img

By

Published : Aug 12, 2020, 7:04 PM IST

লিসবন, 12 অগাস্ট : আটলান্টার বিরুদ্ধে কিলিয়ান এমবাপ্পের প্রথম একাদশে থাকা নিয়ে প্রশ্ন তুলে দিলেন PSG কোচ থমাস টুসেল । তিনি বলেছেন, ম্যাচের আগে শেষ প্রস্তুতিতে কিলিয়ান এমবাপ্পেকে যদি প্রথম একাদশের জন্য ফিট মনে হয়, তবেই তাঁকে প্রথম একাদশে রাখা হবে ।

ভারতীয় সময় বৃহস্পতিবার রাত সাড়ে 12টায় পর্তুগালের লিসবনে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে আটলান্টার বিরুদ্ধে ম্যাচটি অনুষ্ঠিত হবে।

27 জুলাই PSG-র পক্ষ থেকে নিশ্চিত করা হয় যে এমবাপ্পে গোঁড়ালির চোট পাওয়ায় প্রায় তিন সপ্তাহ মাঠের বাইরে থাকবেন । 25 জুলাই টুসেলের প্যারিস সাঁ জা সেতঁ এতিয়েঁকে 1-0 ব্যবধানে হারিয়ে ফ্রেঞ্চ কাপ জেতে । এই ম্যাচেই ডান পায়ের গোঁড়ালিতে চোট পেয়ে মাঠ ছাড়েন কিলিয়ান এমবাপ্পে ।

চোটের জন্য ফ্রেঞ্চ ক্লাব কাপে লিয়ঁর বিরুদ্ধে খেলতে পারেননি এমবাপ্পে । তবে, চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16-র ফিরতি লেগে ডর্টমুন্ডের বিরুদ্ধে 62 মিনিটে এমবাপ্পেকে নামিয়েছিলেন টমাস টুসেল ।

লিসবন, 12 অগাস্ট : আটলান্টার বিরুদ্ধে কিলিয়ান এমবাপ্পের প্রথম একাদশে থাকা নিয়ে প্রশ্ন তুলে দিলেন PSG কোচ থমাস টুসেল । তিনি বলেছেন, ম্যাচের আগে শেষ প্রস্তুতিতে কিলিয়ান এমবাপ্পেকে যদি প্রথম একাদশের জন্য ফিট মনে হয়, তবেই তাঁকে প্রথম একাদশে রাখা হবে ।

ভারতীয় সময় বৃহস্পতিবার রাত সাড়ে 12টায় পর্তুগালের লিসবনে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে আটলান্টার বিরুদ্ধে ম্যাচটি অনুষ্ঠিত হবে।

27 জুলাই PSG-র পক্ষ থেকে নিশ্চিত করা হয় যে এমবাপ্পে গোঁড়ালির চোট পাওয়ায় প্রায় তিন সপ্তাহ মাঠের বাইরে থাকবেন । 25 জুলাই টুসেলের প্যারিস সাঁ জা সেতঁ এতিয়েঁকে 1-0 ব্যবধানে হারিয়ে ফ্রেঞ্চ কাপ জেতে । এই ম্যাচেই ডান পায়ের গোঁড়ালিতে চোট পেয়ে মাঠ ছাড়েন কিলিয়ান এমবাপ্পে ।

চোটের জন্য ফ্রেঞ্চ ক্লাব কাপে লিয়ঁর বিরুদ্ধে খেলতে পারেননি এমবাপ্পে । তবে, চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16-র ফিরতি লেগে ডর্টমুন্ডের বিরুদ্ধে 62 মিনিটে এমবাপ্পেকে নামিয়েছিলেন টমাস টুসেল ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.