ETV Bharat / sports

চুনী গোস্বামীকে শেষ শ্রদ্ধা জানাতে একজোট ময়দান

author img

By

Published : May 1, 2020, 12:19 AM IST

চুনী গোস্বামীর মরদেহ ঢাকা হয়েছে সবুজ-মেরুন ও লাল-হলুদ দুই পতাকাতেই । শেষকৃত্যে ছিলেন দুই দলের কর্তারাই ।

ইস্টবেঙ্গল-মোহনবাগানের কর্তারা
ইস্টবেঙ্গল-মোহনবাগানের কর্তারা

কলকাতা, 30 এপ্রিল: চুনী গোস্বামীর প্রয়াণের খবর ছড়িয়ে পড়তেই মুষড়ে পড়েছে ময়দান । লকডাউনে ময়দান বন্ধ হলেও তাঁর মৃত্যু ইস্টবেঙ্গল ও মোহনবাগানের কর্তাদের কাছে টেনে এনেছে ।

মাত্র 24 ঘণ্টার অসুস্থতায় প্রয়াত হয়েছেন চুনী গোস্বামী । খবর পেয়ে এসেছিলেন মোহনবাগানের শীর্ষ কর্তারা । ইস্টবেঙ্গলের কর্তারাও পিছিয়ে থাকেননি । আজন্ম মোহনবাগানের সঙ্গে সখ্যতা ছিল । মোহনবাগান রত্ন সম্মানে ভূষিত মানুষটিকে সবুজ-মেরুন পতাকায় মুড়ে দেওয়া হয় । ইস্টবেঙ্গলও সম্মানিত করেছিল তাঁকে। তাই মরদেহে দেওয়া হয় লাল-হলুদ পতাকাও । চুনী গোস্বামীর প্রয়াণ বড় ধাক্কা, বলছেন দুই প্রধানের কর্তারা ।

ইস্টবেঙ্গল-মোহনবাগানের কর্তারা
ইস্টবেঙ্গল-মোহনবাগানের কর্তারা

ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস আগাগোড়া উপস্থিত ছিলেন শেষকৃত্যে । তিনি বলেন, "একমাসের ব্যবধানে প্রদীপ বন্দ্যোপাধ্যায় ও চুনী গোস্বামীর মৃত্যু শুধু বাংলার নয়, দেশের ক্রীড়া জগতেরও বড় ক্ষতি । এই দুই মহান ফুটবলারের অবদান অস্বীকার করার জায়গা নেই । কারণ এদের পারফরমেন্স নতুন প্রজন্মের অনুপ্রেরণা ।"

ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়া বলেছেন, "চুনী গোস্বামীর মৃত্যু বড় ক্ষতি ।" তাঁর আত্মার শান্তি কামনা করে পোস্ট করেছেন বাইচুং ।

কলকাতা, 30 এপ্রিল: চুনী গোস্বামীর প্রয়াণের খবর ছড়িয়ে পড়তেই মুষড়ে পড়েছে ময়দান । লকডাউনে ময়দান বন্ধ হলেও তাঁর মৃত্যু ইস্টবেঙ্গল ও মোহনবাগানের কর্তাদের কাছে টেনে এনেছে ।

মাত্র 24 ঘণ্টার অসুস্থতায় প্রয়াত হয়েছেন চুনী গোস্বামী । খবর পেয়ে এসেছিলেন মোহনবাগানের শীর্ষ কর্তারা । ইস্টবেঙ্গলের কর্তারাও পিছিয়ে থাকেননি । আজন্ম মোহনবাগানের সঙ্গে সখ্যতা ছিল । মোহনবাগান রত্ন সম্মানে ভূষিত মানুষটিকে সবুজ-মেরুন পতাকায় মুড়ে দেওয়া হয় । ইস্টবেঙ্গলও সম্মানিত করেছিল তাঁকে। তাই মরদেহে দেওয়া হয় লাল-হলুদ পতাকাও । চুনী গোস্বামীর প্রয়াণ বড় ধাক্কা, বলছেন দুই প্রধানের কর্তারা ।

ইস্টবেঙ্গল-মোহনবাগানের কর্তারা
ইস্টবেঙ্গল-মোহনবাগানের কর্তারা

ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস আগাগোড়া উপস্থিত ছিলেন শেষকৃত্যে । তিনি বলেন, "একমাসের ব্যবধানে প্রদীপ বন্দ্যোপাধ্যায় ও চুনী গোস্বামীর মৃত্যু শুধু বাংলার নয়, দেশের ক্রীড়া জগতেরও বড় ক্ষতি । এই দুই মহান ফুটবলারের অবদান অস্বীকার করার জায়গা নেই । কারণ এদের পারফরমেন্স নতুন প্রজন্মের অনুপ্রেরণা ।"

ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়া বলেছেন, "চুনী গোস্বামীর মৃত্যু বড় ক্ষতি ।" তাঁর আত্মার শান্তি কামনা করে পোস্ট করেছেন বাইচুং ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.