কলকাতা, 30 জুন : বার্ষিক সাধারণ সভার চব্বিশ ঘণ্টার মধ্যে দল গোছানোর কাজে নেমে পড়ল মোহনবাগান । গতকাল কিমকিমাকে সই করাল তারা । গত মরসুমে এই ডিফেন্ডার সবুজ মেরুন জার্সি পড়ে ভালো খেলেছিলেন । তার জেরে চুক্তি পুনর্নবীকরণ করা হল । সবুজ মেরুন শিবিরে থাকছেন শিলটন পালও ।
কলকাতা লিগ শুরু হতে বাকি আর তিন সপ্তাহ । সব দলই এখন ধীরে ধীরে নিজেদের টিম গোছাতে ব্যস্ত । মোহনবাগানের মত ইস্টবেঙ্গলও তাদের তিন ফুটবলারের সঙ্গে চুক্তি পুনর্নবীকরণ করল । প্রকাশ সরকার, মনোজ মহম্মদ, পি সি রাহুলপুইয়ার সঙ্গে ফের চুক্তি করল লাল হলুদ । জুনিয়র দল থেকে মনোজ মহম্মদকে সরাসরি I-লিগের দলে সুযোগ দিয়েছিলেন ইস্টবেঙ্গল কোচ আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়া । সুযোগ পেয়ে নজর কেড়েছিলেন তিনি । দিয়েছিলেন নির্ভরতাও । সেকারণেই তাদের ফের দলে নিতে বলেছিলেন এই স্প্যানিশ কোচ । প্রকাশ সরকার ও পি সি রাহুলপুইয়াও একইভাবে যখন সুযোগ পেয়েছেন নজরকাড়া পারফরম্যান্স তাদের কাছ থেকে পেয়েছেন ফুটবলপ্রেমীরা ।
অন্যদিকে, মোহনবাগান কোচ কিবু ভিকুনা ইতিমধ্যেই পা দিয়েছেন কলকাতায় । শীঘ্রই বল নিয়ে মাঠে নামবেন তিনি । ইস্টবেঙ্গল কোচ আলেয়ান্দ্রোও দ্রুত শহরে আসছেন । তাঁর আসার আগে খেলোয়াড়দের পুরো তালিকা প্রকাশ করবে ইস্টবেঙ্গল ।