ETV Bharat / sports

কিমকিমাকে দলে নিল মোহনবাগান, তিন ফুটবলারকে রাখল লাল হলুদ

কিমকিমা সই করলেন মোহনবাগানে । শিলটন পালও রইলেন পুরোনো দলেই । অন্যদিকে, প্রকাশ সরকার, মনোজ মহম্মদ, পি সি রাহুলপুইয়ার সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করল লাল হলুদ ।

ফাইল ফোটো
author img

By

Published : Jun 30, 2019, 10:16 AM IST

কলকাতা, 30 জুন : বার্ষিক সাধারণ সভার চব্বিশ ঘণ্টার মধ্যে দল গোছানোর কাজে নেমে পড়ল মোহনবাগান । গতকাল কিমকিমাকে সই করাল তারা । গত মরসুমে এই ডিফেন্ডার সবুজ মেরুন জার্সি পড়ে ভালো খেলেছিলেন । তার জেরে চুক্তি পুনর্নবীকরণ করা হল । সবুজ মেরুন শিবিরে থাকছেন শিলটন পালও ।

কলকাতা লিগ শুরু হতে বাকি আর তিন সপ্তাহ । সব দলই এখন ধীরে ধীরে নিজেদের টিম গোছাতে ব্যস্ত । মোহনবাগানের মত ইস্টবেঙ্গলও তাদের তিন ফুটবলারের সঙ্গে চুক্তি পুনর্নবীকরণ করল । প্রকাশ সরকার, মনোজ মহম্মদ, পি সি রাহুলপুইয়ার সঙ্গে ফের চুক্তি করল লাল হলুদ । জুনিয়র দল থেকে মনোজ মহম্মদকে সরাসরি I-লিগের দলে সুযোগ দিয়েছিলেন ইস্টবেঙ্গল কোচ আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়া । সুযোগ পেয়ে নজর কেড়েছিলেন তিনি । দিয়েছিলেন নির্ভরতাও । সেকারণেই তাদের ফের দলে নিতে বলেছিলেন এই স্প্যানিশ কোচ । প্রকাশ সরকার ও পি সি রাহুলপুইয়াও একইভাবে যখন সুযোগ পেয়েছেন নজরকাড়া পারফরম্যান্স তাদের কাছ থেকে পেয়েছেন ফুটবলপ্রেমীরা ।

অন্যদিকে, মোহনবাগান কোচ কিবু ভিকুনা ইতিমধ্যেই পা দিয়েছেন কলকাতায় । শীঘ্রই বল নিয়ে মাঠে নামবেন তিনি । ইস্টবেঙ্গল কোচ আলেয়ান্দ্রোও দ্রুত শহরে আসছেন । তাঁর আসার আগে খেলোয়াড়দের পুরো তালিকা প্রকাশ করবে ইস্টবেঙ্গল ।

কলকাতা, 30 জুন : বার্ষিক সাধারণ সভার চব্বিশ ঘণ্টার মধ্যে দল গোছানোর কাজে নেমে পড়ল মোহনবাগান । গতকাল কিমকিমাকে সই করাল তারা । গত মরসুমে এই ডিফেন্ডার সবুজ মেরুন জার্সি পড়ে ভালো খেলেছিলেন । তার জেরে চুক্তি পুনর্নবীকরণ করা হল । সবুজ মেরুন শিবিরে থাকছেন শিলটন পালও ।

কলকাতা লিগ শুরু হতে বাকি আর তিন সপ্তাহ । সব দলই এখন ধীরে ধীরে নিজেদের টিম গোছাতে ব্যস্ত । মোহনবাগানের মত ইস্টবেঙ্গলও তাদের তিন ফুটবলারের সঙ্গে চুক্তি পুনর্নবীকরণ করল । প্রকাশ সরকার, মনোজ মহম্মদ, পি সি রাহুলপুইয়ার সঙ্গে ফের চুক্তি করল লাল হলুদ । জুনিয়র দল থেকে মনোজ মহম্মদকে সরাসরি I-লিগের দলে সুযোগ দিয়েছিলেন ইস্টবেঙ্গল কোচ আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়া । সুযোগ পেয়ে নজর কেড়েছিলেন তিনি । দিয়েছিলেন নির্ভরতাও । সেকারণেই তাদের ফের দলে নিতে বলেছিলেন এই স্প্যানিশ কোচ । প্রকাশ সরকার ও পি সি রাহুলপুইয়াও একইভাবে যখন সুযোগ পেয়েছেন নজরকাড়া পারফরম্যান্স তাদের কাছ থেকে পেয়েছেন ফুটবলপ্রেমীরা ।

অন্যদিকে, মোহনবাগান কোচ কিবু ভিকুনা ইতিমধ্যেই পা দিয়েছেন কলকাতায় । শীঘ্রই বল নিয়ে মাঠে নামবেন তিনি । ইস্টবেঙ্গল কোচ আলেয়ান্দ্রোও দ্রুত শহরে আসছেন । তাঁর আসার আগে খেলোয়াড়দের পুরো তালিকা প্রকাশ করবে ইস্টবেঙ্গল ।

Intro:কিমকিমাকে দলে নিল মোহনবাগান, তিন ফুটবলারকে রাখল লালহলুদ

কলকাতা,২৯ জুনঃ বার্ষিক সাধারন সভার চব্বিশ ঘণ্টার মধ্যে দল গোছানোর কাজে নেমে পড়ল মোহনবাগান। শনিবার তারা কিমকিমাকে সই করালেন। গত মরসুমে এই ডিফেন্ডার সবুজ মেরুন জার্সি পড়ে যথেষ্ট ভালো ফুটবল খেলেছিলেধ। তারই ফলসরূপ চুক্তি নবীকরন করা হল।
কলকাতা লিগ শুরু আর সপ্তাহ তিনেক বাকি। সব দলই এখন ধীরে ধীরে দল গোছাচ্ছে। মোহনবাগানের মত ইস্টবেঙ্গলও তাদের তিন ফুটবলারের সঙ্গে চুক্তি নবীকরন করে দলে নিল। প্রকাশ সরকার, মনোজ মহম্মদ, পিসি রাহুলপুইয়ার সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি করল লাল হলুদ। জুনিয়র দল থেকে মনোজ মহম্মদকে সরাসরি আই লিগের দলে সুযোগ দিয়েছিলেন ইস্টবেঙ্গল কোচ আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়া। সুযোগ পেয়ে নজর কেড়েছিলেন নির্ভরতা দিয়েছিলেন। তারই ফলশ্রুতিতে ফের দলে নিতে বলেছিলেন স্প্যানিশ কোচ। প্রকাশ সরকার ও পি সি রাহুলপুইয়াও একইভাবে যখন সুযোগ পেয়েছেন নজরকাড়া পারফরম্যান্স করেছিলেন।
মোহনবাগান কোচ কিবু ভিকুনা ইতিমধ্যেই কলকাতায় পা দিয়েছেন। শীঘ্রই বল নিয়ে মাঠে নামবেন। ইস্টবেঙ্গল কোচ আলেয়ান্দ্রো দ্রুত শহরে পা দিতে চলেছেন। তাঁর আসার আগে পুরো তালিকা প্রকাশ করতে চলেছে ইস্টবেঙ্গল।Body:TransferConclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.