কলকাতা, 8 মার্চ : আন্তর্জাতিক নারী দিবসে অভিনব কায়দায় মহিলাদের সম্মান দেখাল মোহনবাগান । রবিবার অনুশীলনের আগে ফুটবলারদের নির্দিষ্ট নকশায় দাঁড়ানোর নির্দেশ দেন কোচ কিবু ভিকুনা । দেখলে বোঝা যাবে তা ছিল "W" আকারের ৷ এভাবেই নারী দিবসে মহিলাদের উদ্দেশে শ্রদ্ধা জানিয়েছে চলতি বছরে আই লিগ খেতাব জয়ের দাবিদার টিম ৷ নারী দিবসে মহিলাদের এভাবে সম্মান জানানোর ভাবনা মোহনবাগানের টিম ম্যানেজমেন্টের ৷ এদিকে আই লিগে মোহনবাগান এখন অশ্বমেধের ঘোড়া । শুরুটা ভালো না হলেও খেতাবের খুব কাছে সবুজ-মেরুন । কোচ বলছেন, আক্রমণ এবং রক্ষণের ভারসাম্যই সাফল্যের রূপরেখা তৈরি করেছে ।
আই লিগে মোহনবাগানের সোনালি দৌড় অব্যাহত ৷ ব্যক্তিগত মুন্সিয়ানার চেয়ে দলগত সংহতিতেই এই সাফল্য, বলছেন কোচ কিবু ভিকুনা । খেতাবের খুব কাছে দাঁড়িয়েও ট্রফির চিন্তা নেই সবুজ-মেরুন সাজঘরে । বরং আরও ভালো ফুটবলে প্রতিপক্ষকে পিছনে ফেলার নিরন্তর প্রয়াস জারি রাখার কথা বলছেন ভিকুনা । এখনও মনে করেন, চার্চিলের বিরুদ্ধে কল্যাণী স্টেডিয়ামে হারলেও ওটাই ছিল টার্নিং পয়েন্ট । ওই ম্যাচে 27টি সুযোগ তৈরি হয়েছিল বলে দাবি বাগান হেডস্যারের । তারপর থেকে ঘুরতে থাকে চাকা । সালভো চামারোকে বিদায় করে পাপা বাবা দিওয়াড়া এবং চোট পাওয়া কলিনাসের বদলে তুর্সোনভকে দলে নেওয়া হয় । এই দুই পরিবর্তনে আক্রমণে ঝাঁজ বাড়ে । ভারসাম্য তৈরি হয় রক্ষণ এবং আক্রমণে । নিয়মিত গোল করার জন্যে পাপা বাবা দিওয়াড়ার কথা কিবু ভিকুনা যেমন বলছেন, তেমনই কৃতিত্ব দিয়েছেন ফ্রান গঞ্জালেস এবং জোসেবা বেইতিয়াকেও ।
ব্যক্তি নয় দল, এই বিশ্বাসই এখন বাগান সাজঘরের অদৃশ্য রিংটোন । ফুটবলারদের আত্মবিশ্বাস ভরা চেহারা কিবু ভিকুনার স্বপ্নপূরণের শক্তি ।