ETV Bharat / sports

ড্র-এ হতাশ নন, বাবার পাশে দাঁড়িয়ে বললেন কিবু

প্রতিপক্ষ ফুটবলাররা দ্রুত জায়গা বদল করায়, সামলাতে সমস্যা হচ্ছিল বাগাল ফুটবলারদের । বিশেষ করে বিরতির আগে প্রতিপক্ষ ভালো খেলেছে । তবে মোহনবাগান আত্মতুষ্ট হয়ে পড়েছিল, তা মানতে রাজি নন বাগান কোচ কিবু ভিকুনা ৷

image
কিবু ভিকুনা
author img

By

Published : Mar 6, 2020, 9:47 AM IST

কল্যাণী, 6 মার্চ : মোহনবাগানের জয়ের রথে বেড়ি পড়াল চেন্নাই FC । জয়ের ধারাতে ধাক্কা লাগতেই আগাম উৎসবে মত্ত মোহনবাগান সমর্থকরা আংশিক হতাশ । অনেকেই সিঁদুরে মেঘ দেখছেন । আবার অনেকের মতে আত্মতুষ্ট হয়ে পড়েছে সবুজ-মেরুন ব্রিগেড । সামান্য হলেও বিরূপ প্রতিক্রিয়া শুরু হয়েছে । মোহনবাগান কোচ অবশ্য টানা জয়ের পরে ড্র-তে হতাশ নন । দলের স্ট্রাইকার পাপা বাবা দিওয়াড়ার পারফরম্যান্সেও আস্থা রাখছেন কিবু ভিকুনা ।

ম্যাচটা কঠিন হতে পারে এই ইঙ্গিত আগেই দিয়েছিলেন মোহনবাগান কোচ । কল্যাণী স্টেডিয়ামে সাংবাদিক সম্মেলনেও বললেন চেন্নাই FC-র বিরুদ্ধে তাদের লড়াই মোটেই সহজ ছিল না । প্রতিপক্ষ ফুটবলাররা দ্রুত জায়গা বদল করায়, সামলাতে সমস্যা হয়েছিল তা মানছেন । বিশেষ করে বিরতির আগে প্রতিপক্ষ ভালো খেলেছে বলে মনে করেন তিনি । তবে মোহনবাগান আত্মতুষ্ট হয়ে পড়েছিল তা মানতে রাজি নন । বরং বলছেন চেন্নাইয়ের তুলনায় তারা ভালোভাবে ম্যাচ শেষ করেছেন । তাই এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ার আক্ষেপ নেই । বরং এভাবে পয়েন্ট পেয়ে এগিয়ে যেতে চান বাগানের হেডস্যার ।

বাবা দিওয়াড়ার পাশে দাঁড়ালেন কিবু

প্রতি আক্রমণে উঠতে বাগান মিডফিল্ডারদের অনেক বেশি চাপ সামলাতে হচ্ছিল । কারণ প্রতিপক্ষ অনেকটা নিচু থেকে খেলা নিয়ন্ত্রণের চেষ্টা করেছে । প্রতিপক্ষের এই কৌশলে অনেকটা বিবর্ণ পাপা বাবা দিওয়াড়া । গোল করলেও তার খেলায় প্রত্যাশিত দাপট ছিল না ।

কিবু ভিকুনা বলছেন পাপা বাবা দিওয়াড়া চলতি আই লিগের সেরা স্ট্রাইকার‌ । অসাধারণ গোল করা ছাড়াও দলের আক্রমণে সাহায্য করছেন । এই মানের স্ট্রাইকারকে সময় দেওয়া দরকার বলে মনে করেন কিবু ভিকুনা ।

ক্যারিবিয়ান ডিফেন্ডার ড্যানিয়েল সাইরাস চোট সারিয়ে এখনও ফিট নন । বাগান হেডস্যার বলছেন সাইরাস দ্রুত মূল দলের সঙ্গে প্র্যাকটিস শুরু করবেন । তবে একশো শতাংশ ফিট না হলে, ম্যাচে নামাবেন না তাও জানিয়ে দিলেন কিবু ভিকুনা ।

কল্যাণী, 6 মার্চ : মোহনবাগানের জয়ের রথে বেড়ি পড়াল চেন্নাই FC । জয়ের ধারাতে ধাক্কা লাগতেই আগাম উৎসবে মত্ত মোহনবাগান সমর্থকরা আংশিক হতাশ । অনেকেই সিঁদুরে মেঘ দেখছেন । আবার অনেকের মতে আত্মতুষ্ট হয়ে পড়েছে সবুজ-মেরুন ব্রিগেড । সামান্য হলেও বিরূপ প্রতিক্রিয়া শুরু হয়েছে । মোহনবাগান কোচ অবশ্য টানা জয়ের পরে ড্র-তে হতাশ নন । দলের স্ট্রাইকার পাপা বাবা দিওয়াড়ার পারফরম্যান্সেও আস্থা রাখছেন কিবু ভিকুনা ।

ম্যাচটা কঠিন হতে পারে এই ইঙ্গিত আগেই দিয়েছিলেন মোহনবাগান কোচ । কল্যাণী স্টেডিয়ামে সাংবাদিক সম্মেলনেও বললেন চেন্নাই FC-র বিরুদ্ধে তাদের লড়াই মোটেই সহজ ছিল না । প্রতিপক্ষ ফুটবলাররা দ্রুত জায়গা বদল করায়, সামলাতে সমস্যা হয়েছিল তা মানছেন । বিশেষ করে বিরতির আগে প্রতিপক্ষ ভালো খেলেছে বলে মনে করেন তিনি । তবে মোহনবাগান আত্মতুষ্ট হয়ে পড়েছিল তা মানতে রাজি নন । বরং বলছেন চেন্নাইয়ের তুলনায় তারা ভালোভাবে ম্যাচ শেষ করেছেন । তাই এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ার আক্ষেপ নেই । বরং এভাবে পয়েন্ট পেয়ে এগিয়ে যেতে চান বাগানের হেডস্যার ।

বাবা দিওয়াড়ার পাশে দাঁড়ালেন কিবু

প্রতি আক্রমণে উঠতে বাগান মিডফিল্ডারদের অনেক বেশি চাপ সামলাতে হচ্ছিল । কারণ প্রতিপক্ষ অনেকটা নিচু থেকে খেলা নিয়ন্ত্রণের চেষ্টা করেছে । প্রতিপক্ষের এই কৌশলে অনেকটা বিবর্ণ পাপা বাবা দিওয়াড়া । গোল করলেও তার খেলায় প্রত্যাশিত দাপট ছিল না ।

কিবু ভিকুনা বলছেন পাপা বাবা দিওয়াড়া চলতি আই লিগের সেরা স্ট্রাইকার‌ । অসাধারণ গোল করা ছাড়াও দলের আক্রমণে সাহায্য করছেন । এই মানের স্ট্রাইকারকে সময় দেওয়া দরকার বলে মনে করেন কিবু ভিকুনা ।

ক্যারিবিয়ান ডিফেন্ডার ড্যানিয়েল সাইরাস চোট সারিয়ে এখনও ফিট নন । বাগান হেডস্যার বলছেন সাইরাস দ্রুত মূল দলের সঙ্গে প্র্যাকটিস শুরু করবেন । তবে একশো শতাংশ ফিট না হলে, ম্যাচে নামাবেন না তাও জানিয়ে দিলেন কিবু ভিকুনা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.