ETV Bharat / sports

বিদায়বেলায় আবেগতাড়িত ভিকুনা সহ স্প্যানিশ ব্রিগেড

কলকাতার বিখ্যাত দোকানের মিষ্টির ডালি ও স্মারক তুলে দেওয়া হয়েছে সবার হাতে । বিদায় বেলায় আবেগঘন পরিবেশে মোহনবাগানের পাঠানো উপহারের ডালি আদতে কলকাতা ফুটবলের সেরা বিজ্ঞপন হয়ে রইল ।

বিদায়বেলায় আবেগতাড়িত ভিকুনা সহ স্প্যানিশ ব্রিগেড
বিদায়বেলায় আবেগতাড়িত ভিকুনা সহ স্প্যানিশ ব্রিগেড
author img

By

Published : May 2, 2020, 11:10 PM IST

Updated : May 3, 2020, 12:10 PM IST

কলকাতা, 2 মে: কলকাতা ছাড়ার আগে আবেগপ্রবণ হয়ে পড়লেন মোহনবাগানের কোচ কিবু ভিকুনা সহ স্প্যানিশ ফুটবলাররা । শনিবার বিকেলে ফুটবলারদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন মোহনবাগান সচিব সৃঞ্জয় বসু এবং অর্থসচিব দেবাশিস দত্ত । দুই শীর্ষকর্তা ফুটবলারদের সুস্থ শরীরে এবং সাবধানতা অবলম্বন করে দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পরামর্শ দিয়েছেন ।

দেবাশিস দত্ত বলেন, "সবুজ মেরুন সমর্থকরা এই স্প্যানিশ ব্রিগেডের অবদান চিরকাল মনে রাখবে । আইলিগ জয়ে যেভাবে সামনে থেকে কিবু ভিকুনা নেতৃত্ব দিয়েছেন তাতে কোনও প্রশংসাই যথেষ্ট নয় ।" মোহনবাগান সদস্য সমর্থকদের ভালোবাসা ও সমর্থন সারা জীবন মনে রাখবেন বলে জানিয়েছেন ভিকুনা ।

লকডাউনের আবহেই কলকাতা ছাড়ছেন স্প্যানিশ ফুটবলাররা । মোহনবাগানের সঙ্গে ইস্টবেঙ্গলের স্প্যানিশ ফুটবলাররাও একই বাসে দিল্লির উদ্দেশে রওনা দেবে । কোচ এবং ফুটবলারদের পরিবারের সদস্যদের মিলে মোট সংখ্যা 22 । বিদায় বেলায় মোহনবাগান ক্লাব কর্তারা সৌজন্যতার নজির রাখলেন । তারা 22জন বাস যাত্রীর জন্য খাবার ও জলের ব্যবস্থা করেন তারা । শুধু তাই নয়, কলকাতার বিখ্যাত দোকানের মিষ্টির ডালি ও স্মারক তুলে দেওয়া হয়েছে সবার হাতে । বিদায়বেলায় আবেগঘন পরিবেশে মোহনবাগানের পাঠানো উপহারের ডালি আদতে কলকাতা ফুটবলের সেরা বিজ্ঞপন হয়ে রইল ।

রবিবার ভোর রাতে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের স্প্যানিশ ফুটবলাররা একযোগে শহর ছাড়বেন ।

কলকাতা, 2 মে: কলকাতা ছাড়ার আগে আবেগপ্রবণ হয়ে পড়লেন মোহনবাগানের কোচ কিবু ভিকুনা সহ স্প্যানিশ ফুটবলাররা । শনিবার বিকেলে ফুটবলারদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন মোহনবাগান সচিব সৃঞ্জয় বসু এবং অর্থসচিব দেবাশিস দত্ত । দুই শীর্ষকর্তা ফুটবলারদের সুস্থ শরীরে এবং সাবধানতা অবলম্বন করে দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পরামর্শ দিয়েছেন ।

দেবাশিস দত্ত বলেন, "সবুজ মেরুন সমর্থকরা এই স্প্যানিশ ব্রিগেডের অবদান চিরকাল মনে রাখবে । আইলিগ জয়ে যেভাবে সামনে থেকে কিবু ভিকুনা নেতৃত্ব দিয়েছেন তাতে কোনও প্রশংসাই যথেষ্ট নয় ।" মোহনবাগান সদস্য সমর্থকদের ভালোবাসা ও সমর্থন সারা জীবন মনে রাখবেন বলে জানিয়েছেন ভিকুনা ।

লকডাউনের আবহেই কলকাতা ছাড়ছেন স্প্যানিশ ফুটবলাররা । মোহনবাগানের সঙ্গে ইস্টবেঙ্গলের স্প্যানিশ ফুটবলাররাও একই বাসে দিল্লির উদ্দেশে রওনা দেবে । কোচ এবং ফুটবলারদের পরিবারের সদস্যদের মিলে মোট সংখ্যা 22 । বিদায় বেলায় মোহনবাগান ক্লাব কর্তারা সৌজন্যতার নজির রাখলেন । তারা 22জন বাস যাত্রীর জন্য খাবার ও জলের ব্যবস্থা করেন তারা । শুধু তাই নয়, কলকাতার বিখ্যাত দোকানের মিষ্টির ডালি ও স্মারক তুলে দেওয়া হয়েছে সবার হাতে । বিদায়বেলায় আবেগঘন পরিবেশে মোহনবাগানের পাঠানো উপহারের ডালি আদতে কলকাতা ফুটবলের সেরা বিজ্ঞপন হয়ে রইল ।

রবিবার ভোর রাতে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের স্প্যানিশ ফুটবলাররা একযোগে শহর ছাড়বেন ।

Last Updated : May 3, 2020, 12:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.