কলকাতা, 20 সেপ্টেম্বর : ডুরান্ডের পর কলকাতা লিগও কার্যত হাতছাড়া । স্বাভাবিকভাবে পুজোর আগে মরশুমের প্রথম দুটো টুর্নামেন্টের ব্যর্থতায় সদস্য-সমর্থকদের মধ্যে হতাশা । আসন্ন বাংলাদেশের টুর্নামেন্ট ও প্রতীক্ষিত আই লিগে দলের সাফল্যের সম্ভাবনা নিয়ে সকলেই সন্দিহান । এর মধ্যেই হার হয়েছে মহামেডানের কাছে ৷ ভিকুনা বলেন, তাঁর দলের খেতাব জয়ের আশা প্রায় শেষ । যদিও অঙ্কের হিসেবে সামান্যতম আশা জিইয়ে রয়েছে । এই অবস্থায় দলের হাল ফেরাতে নয়া কৌশলের কথা ভাবছেন কিবু ভিকুনা ।
স্প্যানিশ মিডফিল্ডার জোসেবা বেইটা ছাড়া দলের বাকি চার বিদেশির পারফরমেন্স কখনও ভালো কখনও খারাপ । ডুরান্ড ও লিগ মিলিয়ে মোট 14টি ম্যাচে চারটিতে হার মোহনবাগানের ৷ কঠিন প্রতিপক্ষ ও গুরুত্বপূর্ণ ম্যাচে সবুজ মেরুন ফুটবলাররা বারবার ধরা পড়ে যাচ্ছেন । স্প্যানিশ স্ট্রাইকার সালভো চামারো, মিডফিল্ডার ফ্রান গঞ্জালেস নজর টানতে সফল হননি । দেশীয় ফুটবলারদের মধ্যে সুয়ের ভি পি গুরজিন্দারের পারফরমেন্সে ধারাবাহিকতার অভাব দেখা যাচ্ছে । দলের ছন্দ ফিরিয়ে আনতে দ্রুত কাজে নামতে চান কিবু ভিকুনা ৷
শুভ ঘোষ, চুলোভা, নওরেমের পারফরমেন্সে খুশি স্প্যানিশ কোচ বলেছেন দলের সামগ্রিক হাল হতাশ হওয়ার মতো নয় । সামান্য কিছু পরিবর্তন করে আই লিগের জন্য দল গোছাতে চাইছেন কোচ ৷ শেষ দুটো লিগের ম্যাচে দলের নবাগত স্প্যানিশ স্ট্রাইকারকে খেলাবেন বলে ঠিক করেছেন বাগানের হেডস্যার ।