ETV Bharat / sports

ব্যর্থতা ভুলে নতুনভাবে তৈরি হতে চাইছেন ভিকুনা - Mohun Bagan

স্প্যানিশ মিডফিল্ডার জোসেবা বেইটা ছাড়া দলের বাকি চার বিদেশির পারফরমেন্স কখনও ভালো আবার কখনও খারাপ । ডুরান্ড ও লিগ মিলিয়ে মোট 14টি ম্যাচে চারটি ম্যাচে হার মোহনবাগানের ৷ দলের ছন্দ ফিরিয়ে আনতে দ্রুত কাজে নামতে চান কিবু ভিকুনা ৷

Kibu Vicuna
author img

By

Published : Sep 20, 2019, 6:05 PM IST

কলকাতা, 20 সেপ্টেম্বর : ডুরান্ডের পর কলকাতা লিগও কার্যত হাতছাড়া । স্বাভাবিকভাবে পুজোর আগে মরশুমের প্রথম দুটো টুর্নামেন্টের ব্যর্থতায় সদস্য-সমর্থকদের মধ্যে হতাশা । আসন্ন বাংলাদেশের টুর্নামেন্ট ও প্রতীক্ষিত আই লিগে দলের সাফল্যের সম্ভাবনা নিয়ে সকলেই সন্দিহান । এর মধ্যেই হার হয়েছে মহামেডানের কাছে ৷ ভিকুনা বলেন, তাঁর দলের খেতাব জয়ের আশা প্রায় শেষ । যদিও অঙ্কের হিসেবে সামান্যতম আশা জিইয়ে রয়েছে । এই অবস্থায় দলের হাল ফেরাতে নয়া কৌশলের কথা ভাবছেন কিবু ভিকুনা ।

স্প্যানিশ মিডফিল্ডার জোসেবা বেইটা ছাড়া দলের বাকি চার বিদেশির পারফরমেন্স কখনও ভালো কখনও খারাপ । ডুরান্ড ও লিগ মিলিয়ে মোট 14টি ম্যাচে চারটিতে হার মোহনবাগানের ৷ কঠিন প্রতিপক্ষ ও গুরুত্বপূর্ণ ম্যাচে সবুজ মেরুন ফুটবলাররা বারবার ধরা পড়ে যাচ্ছেন । স্প্যানিশ স্ট্রাইকার সালভো চামারো, মিডফিল্ডার ফ্রান গঞ্জালেস নজর টানতে সফল হননি । দেশীয় ফুটবলারদের মধ্যে সুয়ের ভি পি গুরজিন্দারের পারফরমেন্সে ধারাবাহিকতার অভাব দেখা যাচ্ছে । দলের ছন্দ ফিরিয়ে আনতে দ্রুত কাজে নামতে চান কিবু ভিকুনা ৷

শুভ ঘোষ, চুলোভা, নওরেমের পারফরমেন্সে খুশি স্প্যানিশ কোচ বলেছেন দলের সামগ্রিক হাল হতাশ হওয়ার মতো নয় । সামান্য কিছু পরিবর্তন করে আই লিগের জন্য দল গোছাতে চাইছেন কোচ ৷ শেষ দুটো লিগের ম্যাচে দলের নবাগত স্প্যানিশ স্ট্রাইকারকে খেলাবেন বলে ঠিক করেছেন বাগানের হেডস্যার ।

কলকাতা, 20 সেপ্টেম্বর : ডুরান্ডের পর কলকাতা লিগও কার্যত হাতছাড়া । স্বাভাবিকভাবে পুজোর আগে মরশুমের প্রথম দুটো টুর্নামেন্টের ব্যর্থতায় সদস্য-সমর্থকদের মধ্যে হতাশা । আসন্ন বাংলাদেশের টুর্নামেন্ট ও প্রতীক্ষিত আই লিগে দলের সাফল্যের সম্ভাবনা নিয়ে সকলেই সন্দিহান । এর মধ্যেই হার হয়েছে মহামেডানের কাছে ৷ ভিকুনা বলেন, তাঁর দলের খেতাব জয়ের আশা প্রায় শেষ । যদিও অঙ্কের হিসেবে সামান্যতম আশা জিইয়ে রয়েছে । এই অবস্থায় দলের হাল ফেরাতে নয়া কৌশলের কথা ভাবছেন কিবু ভিকুনা ।

স্প্যানিশ মিডফিল্ডার জোসেবা বেইটা ছাড়া দলের বাকি চার বিদেশির পারফরমেন্স কখনও ভালো কখনও খারাপ । ডুরান্ড ও লিগ মিলিয়ে মোট 14টি ম্যাচে চারটিতে হার মোহনবাগানের ৷ কঠিন প্রতিপক্ষ ও গুরুত্বপূর্ণ ম্যাচে সবুজ মেরুন ফুটবলাররা বারবার ধরা পড়ে যাচ্ছেন । স্প্যানিশ স্ট্রাইকার সালভো চামারো, মিডফিল্ডার ফ্রান গঞ্জালেস নজর টানতে সফল হননি । দেশীয় ফুটবলারদের মধ্যে সুয়ের ভি পি গুরজিন্দারের পারফরমেন্সে ধারাবাহিকতার অভাব দেখা যাচ্ছে । দলের ছন্দ ফিরিয়ে আনতে দ্রুত কাজে নামতে চান কিবু ভিকুনা ৷

শুভ ঘোষ, চুলোভা, নওরেমের পারফরমেন্সে খুশি স্প্যানিশ কোচ বলেছেন দলের সামগ্রিক হাল হতাশ হওয়ার মতো নয় । সামান্য কিছু পরিবর্তন করে আই লিগের জন্য দল গোছাতে চাইছেন কোচ ৷ শেষ দুটো লিগের ম্যাচে দলের নবাগত স্প্যানিশ স্ট্রাইকারকে খেলাবেন বলে ঠিক করেছেন বাগানের হেডস্যার ।

Intro:ডুরান্ডের পরে কলকাতা লিগও কার্যত হাতছাড়া। স্বাভাবিক ভাবে পূজোর আগে মরসুমের প্রথম দুটো টুর্নামেন্টের ব্যর্থতায় সদস্য সমর্থকদের মধ্যে হতাশা। আসন্ন বাংলাদেশের টুর্নামেন্ট ও প্রতিক্ষিত আই লিগে দলের সাফল্যের সম্ভাবনা নিয়ে সকলেই সন্দিহান। মহমেডানের কাছে হারের পরে সবুজ মেরুন কোচ কিবু ভিকুনা বলেছেন তার দলের খেতাব জয়ের আশা শেষ। যদিও অঙ্ক বলছে পারমুটেশন কম্বিনেশন এর জটিলতায় লুকিয়ে মোহনবাগানের আশা। তবে সেই আশাও জোরালো নয়। এই অবস্থায় দলের হাল ফেরাতে নতুন স্ট্যান্স নিতে চাইছেন কিবু ভিকুনা। স্প্যানিশ মিডফিল্ডার জোসেবা বেইটা ছাড়া দলের বাকি চার বিদেশির পারফরম্যান্সে কখনও রোদ কখনও মেঘ। ফলে ডুরান্ড ও লিগ মিলিয়ে মোট চোদ্দটি ম্যাচে মোহনবাগান কে চারটে পরাজয়ের স্বাদ পেতে হয়েছে। কঠিন প্রতিপক্ষ ও গুরুত্বপূর্ণ ম্যাচে সবুজ মেরুন ফুটবলাররা বারবার ধরা পড়ে যাচ্ছেন। স্প্যানিশ স্ট্রাইকার সালভো চামারো, মিডফিল্ডার ফ্রান গঞ্জালেস নজর টানতে সফল হননি। একইভাবে দেশী ফুটবলারদের মধ্যে সুয়ের ভিপি গুরজিন্দার দের পারফরম্যান্সে ধারাবাহিকতার অভাব দেখা যাচ্ছে। দল কে সঠিক ছন্দে নিয়ে আসতে দ্রুত কাজে নামতে চান কিবু ভিকুনা। শুভ ঘোষ, চুলোভা, নওরেমের পারফরম্যান্সে খুশি স্প্যানিশ কোচ বলেছেন দলের সামগ্রিক হাল হতাশ হওয়ার মত নয়। তাই লিগ এবং ডুরান্ডের পারফরম্যান্স দেখে আই লিগের পারফরম্যান্স কেমন হবে তা নিয়ে আশঙ্কিত হওয়ার কিছু নেই। পাচ বিদেশি খেলানো যাবে। ফলে আরও আগ্রাসন দেখা যাবে বলে মনে করেন মোহনবাগান কোচ। তাই সামান্য কিছু পরিবর্তন করে আই লিগের জন্য দল গোছাতে চাইছেন।তাই শেষ দুটো লিগের ম্যাচে দলের নবাগত স্প্যানিশ স্ট্রাইকার কে খেলাবেন বলে ঠিক করেছেন বাগানের হেডস্যার।


Body:পরিকল্পনা


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.