ETV Bharat / sports

অ্যারোজর গতিকে সমীহ করছেন কিবু ভিকুনা - মোহনবাগানের প্রতিপক্ষ ইন্ডিয়ান আরোজ

রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে একটা জয় বদলে দিয়েছে মোহনবাগানকে। অভিজ্ঞতায় নবীন হলেও ইন্ডিয়ান অ্যারোজ দলটির গতিময় ছন্দে ভরা ফুটবল যেকোনও দলের চিন্তার কারণ। তার টাটকা উদাহরণ চার্চিল ও নেরোকা ম্যাচ। গোয়ার ক্লাব দলটিকে হারানোর পরে নেরোকার সঙ্গে ড্র করেছে আরোজ। প্রতিপক্ষের সাম্প্রতিক পারফরম্যান্স কিবু ভিকুনার নোটবুকে রয়েছে।

kibu vicuna praises speed of aruj
আরোজের গতিকে সমীহ করছেন কিবু ভিকুনা
author img

By

Published : Jan 9, 2020, 12:36 PM IST

কলকাতা, 9 জানুয়ারি : একটা জয় মোহনবাগানকে আত্মবিশ্বাস ফিরিয়ে দিয়েছে । দলের প্রত্যেক প্লেয়ারকে দেখে মনে হচ্ছে অতিরিক্ত অ্যাড্রিনালিন ঝড়ছে । রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে এই জয় খুব-ই প্রয়োজন ছিল মোহনবাগানের ।

পুরো দলটাই এখন তেল খাওয়া মেশিনের মত নির্দিষ্ট ছন্দে ওঠা নামা করছে। তবে তার অর্কেস্ট্রা মাস্টার কিবু ভিকুনা। স্প্যানিশ ভদ্রলোক সকলের সঙ্গে সহজে মিশতে পারেন । অভিযোগ না করে যা আছে তা নিয়েই স্বপ্ন বুনতে ভালোবাসেন। তাই আই লিগের শুরুটা ভালো না হলেও হাল ছাড়েননি ৷ দলের ফুটবলারদের সমালোচনা র অস্ত্রে ঘায়েল করেননি। বরং আস্থা রেখে পুরো দলকে প্রত্যাশিত ছন্দে ফিরিয়েছেন।তাই জয়ের হ্যাটট্রিক সম্পূর্ণ করে কিবু ভিকুনার মুখে নতুন ভাবে স্ট্যান্স নেওয়ার কথা। বৃহস্পতিবার কল্যাণী স্টেডিয়ামে মোহনবাগানের প্রতিপক্ষ ইন্ডিয়ান অ্যারোজ ।

ফেডারেশনের দলটি ভারতীয় ফুটবলের সেরা প্রতিভাবান ফুটবলারদের আঁতুড়ঘর। অভিজ্ঞতায় নবীন হলেও ইন্ডিয়ান অ্যারোজ দলটির গতিময় ছন্দে ভরা ফুটবল যেকোনও দলের চিন্তার কারণ ৷ এর টাটকা উদাহরণ চার্চিল ও নেরোকা ম্যাচ। গোয়ার ক্লাব দলটিকে হারানোর পরে নেরোকার সঙ্গে ড্র করেছে আরোজ ৷ প্রতিপক্ষের সাম্প্রতিক পারফরম্যান্স কিবু ভিকুনার নোটবুকে রয়েছে ৷ তাই তিনি বলেছেন, "দল হিসেবে অ্যারোজ যথেষ্ট শক্তিশালী ৷ তরুণ ফুটবলারদের জয়ের খিদেও নিজেদের প্রমাণ করার তাগিদ বড় সম্পদ ৷ যদি আমরা তিন পয়েন্ট পেতে চাই তাহলে আমাদের লড়াই করতে হবে। একই সঙ্গে জয়ের জন্যে আগ্রাসী হতে হবে।"

অনুশীলনে দলকে নতুনভাবে শুরু করার কথা বলেছেন। প্রতিটি ম্যাচ শূন্য থেকে শুরু হয়। তাই পয়েন্ট টেবিলের মগডালে থাকা কোনও বাড়তি সুবিধা নয়, বরং প্রতিদ্বন্দ্বী দলের দাঁতনখের আচড় উপেক্ষা করে এগিয়ে যাওয়ার লড়াই ৷ কাশ্মীরের প্রতিকূল পরিস্থিতিতে জয় বাড়তি আত্মবিশ্বাস জুগিয়েছে মোহনবাগানকে। সেই ডিভিডেন্ড সামনের ম্যাচে কাজে লাগাতে চায় বাগান। দলের ছয় বিদেশির মধ্যে বেইটিয়ার শৈল্পিক ফুটবল যদি চোখের আরাম হয় তাহলে ফ্রান গঞ্জালেজ়ের আগ্রাসন মোহনবাগানের "গোপন অস্ত্র"।

"ফ্রান আমার দলের গুরুত্বপূর্ণ সদস্য। তাঁর ভূমিকা দলের পক্ষে প্রয়োজনীয়। তবে দলের কাছে সবচেয়ে প্রয়োজনীয় দলের সামগ্রিক লড়াই। আমার দলের প্রতিটি ফুটবলারই সমান গুরুত্বপূর্ণ," বলেছেন কিবু ভিকুনা। নবাগত পাপা বাবা দিওয়াড়া দলের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন।কাশ্মীরে তাঁকে একটু পিছন থেকে খেলিয়ে ছিলেন মোহন কোচ। আরোজের বিরুদ্ধে গোলের জন্যে তাঁর দিকে তাকিয়ে সবুজ মেরুন। আরেক নবাগত কমরন তুর্সোভকে বুধবার নথিভুক্ত করাল মোহনবাগান। কল্যাণীর মাঠে তাঁর অভিষেক পরিবর্ত হিসেবে হতে পারে।

ইন্ডিয়ান অ্র্যারেজের হেড কোচ ভেঙ্কটেশ বলেছেন প্রতিপক্ষ মোহনবাগান শক্তিশালী। কোচ ভিকুনা দলকে দারুণ ভাবে গড়ে তুলেছেন। তবে তাঁরাও ভালো ফুটবলের হাত ধরে পালটা দেওয়ার চেষ্টা করবেন।

কলকাতা, 9 জানুয়ারি : একটা জয় মোহনবাগানকে আত্মবিশ্বাস ফিরিয়ে দিয়েছে । দলের প্রত্যেক প্লেয়ারকে দেখে মনে হচ্ছে অতিরিক্ত অ্যাড্রিনালিন ঝড়ছে । রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে এই জয় খুব-ই প্রয়োজন ছিল মোহনবাগানের ।

পুরো দলটাই এখন তেল খাওয়া মেশিনের মত নির্দিষ্ট ছন্দে ওঠা নামা করছে। তবে তার অর্কেস্ট্রা মাস্টার কিবু ভিকুনা। স্প্যানিশ ভদ্রলোক সকলের সঙ্গে সহজে মিশতে পারেন । অভিযোগ না করে যা আছে তা নিয়েই স্বপ্ন বুনতে ভালোবাসেন। তাই আই লিগের শুরুটা ভালো না হলেও হাল ছাড়েননি ৷ দলের ফুটবলারদের সমালোচনা র অস্ত্রে ঘায়েল করেননি। বরং আস্থা রেখে পুরো দলকে প্রত্যাশিত ছন্দে ফিরিয়েছেন।তাই জয়ের হ্যাটট্রিক সম্পূর্ণ করে কিবু ভিকুনার মুখে নতুন ভাবে স্ট্যান্স নেওয়ার কথা। বৃহস্পতিবার কল্যাণী স্টেডিয়ামে মোহনবাগানের প্রতিপক্ষ ইন্ডিয়ান অ্যারোজ ।

ফেডারেশনের দলটি ভারতীয় ফুটবলের সেরা প্রতিভাবান ফুটবলারদের আঁতুড়ঘর। অভিজ্ঞতায় নবীন হলেও ইন্ডিয়ান অ্যারোজ দলটির গতিময় ছন্দে ভরা ফুটবল যেকোনও দলের চিন্তার কারণ ৷ এর টাটকা উদাহরণ চার্চিল ও নেরোকা ম্যাচ। গোয়ার ক্লাব দলটিকে হারানোর পরে নেরোকার সঙ্গে ড্র করেছে আরোজ ৷ প্রতিপক্ষের সাম্প্রতিক পারফরম্যান্স কিবু ভিকুনার নোটবুকে রয়েছে ৷ তাই তিনি বলেছেন, "দল হিসেবে অ্যারোজ যথেষ্ট শক্তিশালী ৷ তরুণ ফুটবলারদের জয়ের খিদেও নিজেদের প্রমাণ করার তাগিদ বড় সম্পদ ৷ যদি আমরা তিন পয়েন্ট পেতে চাই তাহলে আমাদের লড়াই করতে হবে। একই সঙ্গে জয়ের জন্যে আগ্রাসী হতে হবে।"

অনুশীলনে দলকে নতুনভাবে শুরু করার কথা বলেছেন। প্রতিটি ম্যাচ শূন্য থেকে শুরু হয়। তাই পয়েন্ট টেবিলের মগডালে থাকা কোনও বাড়তি সুবিধা নয়, বরং প্রতিদ্বন্দ্বী দলের দাঁতনখের আচড় উপেক্ষা করে এগিয়ে যাওয়ার লড়াই ৷ কাশ্মীরের প্রতিকূল পরিস্থিতিতে জয় বাড়তি আত্মবিশ্বাস জুগিয়েছে মোহনবাগানকে। সেই ডিভিডেন্ড সামনের ম্যাচে কাজে লাগাতে চায় বাগান। দলের ছয় বিদেশির মধ্যে বেইটিয়ার শৈল্পিক ফুটবল যদি চোখের আরাম হয় তাহলে ফ্রান গঞ্জালেজ়ের আগ্রাসন মোহনবাগানের "গোপন অস্ত্র"।

"ফ্রান আমার দলের গুরুত্বপূর্ণ সদস্য। তাঁর ভূমিকা দলের পক্ষে প্রয়োজনীয়। তবে দলের কাছে সবচেয়ে প্রয়োজনীয় দলের সামগ্রিক লড়াই। আমার দলের প্রতিটি ফুটবলারই সমান গুরুত্বপূর্ণ," বলেছেন কিবু ভিকুনা। নবাগত পাপা বাবা দিওয়াড়া দলের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন।কাশ্মীরে তাঁকে একটু পিছন থেকে খেলিয়ে ছিলেন মোহন কোচ। আরোজের বিরুদ্ধে গোলের জন্যে তাঁর দিকে তাকিয়ে সবুজ মেরুন। আরেক নবাগত কমরন তুর্সোভকে বুধবার নথিভুক্ত করাল মোহনবাগান। কল্যাণীর মাঠে তাঁর অভিষেক পরিবর্ত হিসেবে হতে পারে।

ইন্ডিয়ান অ্র্যারেজের হেড কোচ ভেঙ্কটেশ বলেছেন প্রতিপক্ষ মোহনবাগান শক্তিশালী। কোচ ভিকুনা দলকে দারুণ ভাবে গড়ে তুলেছেন। তবে তাঁরাও ভালো ফুটবলের হাত ধরে পালটা দেওয়ার চেষ্টা করবেন।

Intro:রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে একটা জয় বদলে দিয়েছে মোহনবাগান কে। পুরো দলটাই এখন তেল খাওয়া মেশিনের মত নির্দিষ্ট ছন্দে ওঠা নামা করছে।আর তার অর্কেস্টা মাস্টার কিবু ভিকুনা।স্প্যানিশ ভদ্রলোক চলনে বলনে আত্মভরিতাহীন।অভিযোগ না করে যা আছে তা নিয়েই স্বপ্ন বুনতে ভালোবাসেন।তাই আই লিগের শুরুটা ভালো না হলেও হাল ছাড়েননি।দলের ফুটবলারদের সমালোচনা র অস্ত্রে ঘায়েল করেননি।বরং আস্থা রেখে পুরো দলকে প্রত্যাশিত ছন্দে ফিরিয়েছেন।তাই জয়ের হ্যাটট্রিক সম্পূর্ণ করে কিবু ভিকুনার মুখে নতুন ভাবে স্ট্যান্স নেওয়ার কথা। বৃহস্পতিবার কল্যানী স্টেডিয়ামে মোহনবাগানের প্রতিপক্ষ ইন্ডিয়ান আরোজ। ফেডারেশনের দলটি ভারতীয় ফুটবলের সেরা প্রতিভাবান ফুটবলারদের আতুড় ঘর। অভিঞ্জতায় নবীন হলেও ইন্ডিয়ান আরোজ দলটির গতিময় ছন্দে ভরা ফুটবল যেকোনোও দলের চিন্তার কারন। এবং তার টাটকা উদাহরণ চার্চিল ও নেরোকা ম্যাচ। গোয়ার ক্লাব দলটিকে হারানোর পরে নেরোকার সঙ্গে ড্র করেছে আরোজ।প্রতিপক্ষের সাম্প্রতিক পারফরম্যান্স কিবু ভিকুনার নোটবুকে রয়েছে।তাই তিনি বলেছেন,"দল হিসেবে আরোজ যথেষ্ট শক্তিশালী।তরুণ ফুটবলারদের জয়ের খিদে ও নিজেদের প্রমাণ করার তাগিদ বড় সম্পদ।যদি আমরা তিন পয়েন্ট পেতে চাই তাহলে আমাদের লড়াই করতে হবে।একই সঙ্গে জয়ের জন্যে আগ্রাসী হতে হবে।" অনুশীলনে দলকে নতুনভাবে শুরু করার কথা বলেছেন।প্রতিটি ম্যাচ শূন্য থেকে শুরু হয়।তাই পয়েন্ট টেবিলের মগডালে থাকা কোনও বাড়তি সুবিধা নয়,বরং প্রতিদ্বন্দ্বী দলের দাতনখের আচড় উপেক্ষা করে এগিয়ে যাওয়ার লড়াই। কাশ্মীরের প্রতিকুল পরিস্থিতিতে জয় বাড়তি আত্মবিশ্বাস জুগিয়েছে মোহনবাগান কে।সেই ডিভিডেন্ড সামনের ম্যাচে কাজে লাগাতে চায় বাগান। দলের ছয় বিদেশির মধ্যে বেইটিয়ার শৈল্পিক ফুটবল যদি চোখের আরাম হয় তাহলে ফ্রান গঞ্জালেসের আগ্রাসন মোহনবাগানের "গোপন অস্ত্র"।
"ফ্রান আমার দলের গুরুত্বপূর্ণ সদস্য।তার ভূমিকা দলের পক্ষে প্রয়োজনীয়।তবে দলের কাছে সবচেয়ে প্রয়োজনীয় দলের সামগ্রিক লড়াই।আমার দলের প্রতিটি ফুটবলারই সমান গুরুত্বপূর্ণ,"বলেছেন কিবু ভিকুনা। নবাগত পাপা বাবা দিওয়াড়া দলের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন।কাশ্মীরে তাকে একটু পিছন থেকে খেলিয়ে ছিলেন। আরোজের বিরুদ্ধে গোলের জন্যে তার বুট জোড়ার দিকে তাকিয়ে সবুজ মেরুন।আরেক নবাগত কমরন তুর্সোভকে বুধবার নথিভুক্ত করালো মোহনবাগান।কল্যানী র মাঠে তার অভিষেক পরিবর্ত হিসেবে হতে পারে।
ইন্ডিয়ান আরোজের হেড কোচ ভেঙ্কটেশ বলেছেন প্রতিপক্ষ মোহনবাগান শক্তিশালী।কোচ ভিকুনা দলকে দারুণ ভাবে গড়ে তুলেছেন।তবে তারাও ভালো ফুটবলের হাত ধরে পালটা দেওয়ার চেষ্টা করবেন।


Body:মোহনবাগান


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.