ETV Bharat / sports

অতীতের ভুল শুধরে জয়ই পাখির চোখ ভিকুনার

author img

By

Published : Jan 30, 2021, 10:54 PM IST

আইএসএল শুরুতে কিবু ভিকুনা সম্বন্ধে হাবাস বলেছিলেন, আইলিগ জয়ী কোচের মনে রাখা উচিত আইএসএলের মঞ্চ সম্পূর্ণ আলাদা প্রতিযোগিতা ।

kerala-blasters-vs-atk-mohunbagan-isl-match
kerala-blasters-vs-atk-mohunbagan-isl-match

পানাজি, 30 জানুয়ারি : গত ম্যাচে হারের ধাক্কার ক্ষত এখনও দগদগে ৷ রবিবার আইএসএলের মঞ্চে প্রতিপক্ষ এটিকে মোহনবাগানের বিরুদ্ধে নামার আগে তাই সতর্ক কেরালা ব্লাস্টার্সের স্প্যানিশ কোচ কিবু ভিকুনা ৷ প্রথম পর্বে ভালো খেলেছিল কেরালা । বল দখলের লড়াইয়েও এগিয়ে ছিল তারা । কিন্তু রক্ষণের ছোটো ভুল কাজে লাগিয়ে রয় কৃষ্ণ বাজিমাত করেছিলেন ।

তাই বলে নিজের দল পিছিয়ে রয়েছে বলে মনে করেন না ভিকুনা । আইএসএলে কেরালা ব্লাস্টার্সের শুরুটা ভালো হয়নি । প্রতিযোগিতা যত গড়াচ্ছে তত নিজেদের সামলে নিয়েছে কেরালা ব্লাস্টার্স । প্রতিপক্ষের জন্য প্রতিটি ম্যাচে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে তারা । প্রতিপক্ষ সম্বন্ধে কিবু ভিকুনার বিশ্লেষণ, "এখন পরিস্থিতির বদল হয়েছে । এটিকে মোহনবাগান পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে । একাধিক ভালো ফুটবলার এবং ভালো কোচ রয়েছে ডাগ আউটে ।তাই রবিবারের ম্যাচ আমাদের জন্য কঠিন চ্যালেঞ্জ নিয়ে অপেক্ষা করবে ৷"

আইএসএল শুরুতে কিবু ভিকুনা সম্বন্ধে হাবাস বলেছিলেন, আইলিগ জয়ী কোচের মনে রাখা উচিত আইএসএলের মঞ্চ সম্পূর্ণ আলাদা প্রতিযোগিতা । স্বদেশীয় কোচের কটাক্ষ সেদিন কার্যত হজম করেছিলেন কিবু । মাঝে দলের হাল শক্ত করে উন্নতি করেছেন পারফরম্যান্সে । রবিবার ফাকুন্ডার মত ফুটবলারকে চোটের জন্য পাবে না কেরালা ব্লাস্টার্স । তাঁর সুস্থ হতে অন্তত দুই সপ্তাহ দরকার । না পাওয়ার তালিকায় চোখ না দিয়ে যারা আছেন তাদের নিয়েই এটিকে মোহনবাগানের জন্য অঙ্ক সাজাতে চান কিবু ভিকুনা । জামশেদপুর এফসি ম্যাচ নিয়ে আর কথা বলতে রাজি নন । ভুল ত্রুটি শুধরে সামনে তাকানোর কথা বলছেন । তবে কিবু ভিকুনা জানিয়েছেন তার দল ছন্দে রয়েছে ।

জানুয়ারিতে মোট আটটি ম্যাচ খেলছে কেরালা ব্লাস্টার্স । অথচ ডিসেম্বরে তারা চারটি ম্যাচ খেলেছিল । সূচির ব্যস্ততার মধ্যে দলকে তৈরি করা কঠিন, বলছেন ভিকুনা । তবে দলের আত্মবিশ্বাসী মনোভাব দেখে খুশি । তাই সূচি নিয়ে অভিযোগ না তুলে বরং সবুজ মেরুনের বিরুদ্ধে কঠিন লড়াই ছোড়ার ইঙ্গিত দিচ্ছেন তিনি ।

পানাজি, 30 জানুয়ারি : গত ম্যাচে হারের ধাক্কার ক্ষত এখনও দগদগে ৷ রবিবার আইএসএলের মঞ্চে প্রতিপক্ষ এটিকে মোহনবাগানের বিরুদ্ধে নামার আগে তাই সতর্ক কেরালা ব্লাস্টার্সের স্প্যানিশ কোচ কিবু ভিকুনা ৷ প্রথম পর্বে ভালো খেলেছিল কেরালা । বল দখলের লড়াইয়েও এগিয়ে ছিল তারা । কিন্তু রক্ষণের ছোটো ভুল কাজে লাগিয়ে রয় কৃষ্ণ বাজিমাত করেছিলেন ।

তাই বলে নিজের দল পিছিয়ে রয়েছে বলে মনে করেন না ভিকুনা । আইএসএলে কেরালা ব্লাস্টার্সের শুরুটা ভালো হয়নি । প্রতিযোগিতা যত গড়াচ্ছে তত নিজেদের সামলে নিয়েছে কেরালা ব্লাস্টার্স । প্রতিপক্ষের জন্য প্রতিটি ম্যাচে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে তারা । প্রতিপক্ষ সম্বন্ধে কিবু ভিকুনার বিশ্লেষণ, "এখন পরিস্থিতির বদল হয়েছে । এটিকে মোহনবাগান পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে । একাধিক ভালো ফুটবলার এবং ভালো কোচ রয়েছে ডাগ আউটে ।তাই রবিবারের ম্যাচ আমাদের জন্য কঠিন চ্যালেঞ্জ নিয়ে অপেক্ষা করবে ৷"

আইএসএল শুরুতে কিবু ভিকুনা সম্বন্ধে হাবাস বলেছিলেন, আইলিগ জয়ী কোচের মনে রাখা উচিত আইএসএলের মঞ্চ সম্পূর্ণ আলাদা প্রতিযোগিতা । স্বদেশীয় কোচের কটাক্ষ সেদিন কার্যত হজম করেছিলেন কিবু । মাঝে দলের হাল শক্ত করে উন্নতি করেছেন পারফরম্যান্সে । রবিবার ফাকুন্ডার মত ফুটবলারকে চোটের জন্য পাবে না কেরালা ব্লাস্টার্স । তাঁর সুস্থ হতে অন্তত দুই সপ্তাহ দরকার । না পাওয়ার তালিকায় চোখ না দিয়ে যারা আছেন তাদের নিয়েই এটিকে মোহনবাগানের জন্য অঙ্ক সাজাতে চান কিবু ভিকুনা । জামশেদপুর এফসি ম্যাচ নিয়ে আর কথা বলতে রাজি নন । ভুল ত্রুটি শুধরে সামনে তাকানোর কথা বলছেন । তবে কিবু ভিকুনা জানিয়েছেন তার দল ছন্দে রয়েছে ।

জানুয়ারিতে মোট আটটি ম্যাচ খেলছে কেরালা ব্লাস্টার্স । অথচ ডিসেম্বরে তারা চারটি ম্যাচ খেলেছিল । সূচির ব্যস্ততার মধ্যে দলকে তৈরি করা কঠিন, বলছেন ভিকুনা । তবে দলের আত্মবিশ্বাসী মনোভাব দেখে খুশি । তাই সূচি নিয়ে অভিযোগ না তুলে বরং সবুজ মেরুনের বিরুদ্ধে কঠিন লড়াই ছোড়ার ইঙ্গিত দিচ্ছেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.