প্যারিস, 24 নভেম্বর : ‘সেক্সটেপ অ্যাফেয়ার’ কাণ্ডে দোষী প্রমাণিত হলেন করিম বেঞ্জেমা (Benzema found guilty in sex tape case) । এক বছরের জেলের পাশপাশি 75 হাজার ইউরো জরিমানা করা হয়েছে ফরাসি তারকাকে ।
2015 সালে ফ্রান্স দলের সতীর্থ ম্যাথিউ ভালবুয়েনাকে ব্ল্যাকমেইল করার চেষ্টায় জড়িত থাকার জন্য প্রাথমিকভাবে তাঁকে দোষী সাব্যস্ত করা হয়েছিল । যদিও ভার্সাই আদালতের নেওয়া সিদ্ধান্তে বেঞ্জেমার ভবিষ্যতকে প্রভাবিত করার সম্ভাবনা কম । ইতিমধ্যেই ফরাসি ফেডারেশনের প্রেসিডেন্ট নোয়েল লে গ্রেট জানিয়ে দিয়েছেন, দোষী প্রমাণিত হলেও বেঞ্জেমার ফ্রান্সের জাতীয় দলের হয়ে খেলতে কোনও সমস্যা হবে না ।
![Karim Benzema with Mathieu Valbuena](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/13722921_wb_benzema.jpg)
এই অভিযোগ ওঠার পরেই 2015 সালের নভেম্বরে জাতীয় দল থেকে বাদ পড়েন বেঞ্জেমা ৷ 2016 সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ এবং 2018 বিশ্বকাপে ফ্রান্সের জয়ী দলের সদস্য ছিলেন না এই তারকা খেলোয়াড় ৷ শেষ পর্যন্ত 2020 ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের আগে বেঞ্জেমাকে জাতীয় দলে ফেরান দিদিয়ের দেশঁ ৷
আরও পড়ুন : Champions League 2021-22 : রোনাল্ডোর গোলে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় রেড ডেভিলসরা