ETV Bharat / sports

Karim Benzema Sex tape case : ‘সেক্সটেপ অ্যাফেয়ার’ কাণ্ডে এক বছরের কারাদণ্ড বেঞ্জেমার - Karim Benzema Sex tape case

ছ'বছর আগে ফ্রান্স দলের সতীর্থ ম্যাথিও ভালবুয়েনা তাঁকে ব্ল্যাকমেল করা নিয়ে করিম বেঞ্জেমার বিরুদ্ধে অভিযোগ করেন। সেই কুখ্যাত ‘সেক্সটেপ অ্যাফেয়ার’ কাণ্ডেই দোষী প্রমাণিত হলেন করিম বেঞ্জেমা (Karim Benzema Gets One Year Suspended Sentence) ।

Karim Benzema Sex tape case
এক বছরের জেলের পাশপাশি 75 হাজার ইউরোর জরিমানা করা হয়েছে ফরাসি তারকাকে
author img

By

Published : Nov 24, 2021, 4:46 PM IST

Updated : Nov 24, 2021, 5:11 PM IST

প্যারিস, 24 নভেম্বর : ‘সেক্সটেপ অ্যাফেয়ার’ কাণ্ডে দোষী প্রমাণিত হলেন করিম বেঞ্জেমা (Benzema found guilty in sex tape case) । এক বছরের জেলের পাশপাশি 75 হাজার ইউরো জরিমানা করা হয়েছে ফরাসি তারকাকে ।

2015 সালে ফ্রান্স দলের সতীর্থ ম্যাথিউ ভালবুয়েনাকে ব্ল্যাকমেইল করার চেষ্টায় জড়িত থাকার জন্য প্রাথমিকভাবে তাঁকে দোষী সাব্যস্ত করা হয়েছিল । যদিও ভার্সাই আদালতের নেওয়া সিদ্ধান্তে বেঞ্জেমার ভবিষ্যতকে প্রভাবিত করার সম্ভাবনা কম । ইতিমধ্যেই ফরাসি ফেডারেশনের প্রেসিডেন্ট নোয়েল লে গ্রেট জানিয়ে দিয়েছেন, দোষী প্রমাণিত হলেও বেঞ্জেমার ফ্রান্সের জাতীয় দলের হয়ে খেলতে কোনও সমস্যা হবে না ।

Karim Benzema with Mathieu Valbuena
তখন সুসময় ৷ একসঙ্গে বেঞ্জেমা-ভালবুয়েনা ৷

এই অভিযোগ ওঠার পরেই 2015 সালের নভেম্বরে জাতীয় দল থেকে বাদ পড়েন বেঞ্জেমা ৷ 2016 সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ এবং 2018 বিশ্বকাপে ফ্রান্সের জয়ী দলের সদস্য ছিলেন না এই তারকা খেলোয়াড় ৷ শেষ পর্যন্ত 2020 ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের আগে বেঞ্জেমাকে জাতীয় দলে ফেরান দিদিয়ের দেশঁ ৷

আরও পড়ুন : Champions League 2021-22 : রোনাল্ডোর গোলে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় রেড ডেভিলসরা

প্যারিস, 24 নভেম্বর : ‘সেক্সটেপ অ্যাফেয়ার’ কাণ্ডে দোষী প্রমাণিত হলেন করিম বেঞ্জেমা (Benzema found guilty in sex tape case) । এক বছরের জেলের পাশপাশি 75 হাজার ইউরো জরিমানা করা হয়েছে ফরাসি তারকাকে ।

2015 সালে ফ্রান্স দলের সতীর্থ ম্যাথিউ ভালবুয়েনাকে ব্ল্যাকমেইল করার চেষ্টায় জড়িত থাকার জন্য প্রাথমিকভাবে তাঁকে দোষী সাব্যস্ত করা হয়েছিল । যদিও ভার্সাই আদালতের নেওয়া সিদ্ধান্তে বেঞ্জেমার ভবিষ্যতকে প্রভাবিত করার সম্ভাবনা কম । ইতিমধ্যেই ফরাসি ফেডারেশনের প্রেসিডেন্ট নোয়েল লে গ্রেট জানিয়ে দিয়েছেন, দোষী প্রমাণিত হলেও বেঞ্জেমার ফ্রান্সের জাতীয় দলের হয়ে খেলতে কোনও সমস্যা হবে না ।

Karim Benzema with Mathieu Valbuena
তখন সুসময় ৷ একসঙ্গে বেঞ্জেমা-ভালবুয়েনা ৷

এই অভিযোগ ওঠার পরেই 2015 সালের নভেম্বরে জাতীয় দল থেকে বাদ পড়েন বেঞ্জেমা ৷ 2016 সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ এবং 2018 বিশ্বকাপে ফ্রান্সের জয়ী দলের সদস্য ছিলেন না এই তারকা খেলোয়াড় ৷ শেষ পর্যন্ত 2020 ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের আগে বেঞ্জেমাকে জাতীয় দলে ফেরান দিদিয়ের দেশঁ ৷

আরও পড়ুন : Champions League 2021-22 : রোনাল্ডোর গোলে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় রেড ডেভিলসরা

Last Updated : Nov 24, 2021, 5:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.