ETV Bharat / sports

চ্যাম্পিয়ন্স লিগ থেকে জুভেন্তাসের বিদায়, চাকরি খোয়ালেন কোচ সারি - juventus

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো থেকে বিদায় নেওয়ার পর কোচ মৌরিসিও সারিকে কোচের পদ থেকে বিদায় করল জুভেন্তাস ৷

চ্যাম্পিয়ন্স লিগ থেকে জুভেন্তাসের বিদায়, চাকরি খোয়ালেন কোচ সারি
চ্যাম্পিয়ন্স লিগ থেকে জুভেন্তাসের বিদায়, চাকরি খোয়ালেন কোচ সারি
author img

By

Published : Aug 8, 2020, 10:07 PM IST

তুরিন, 8 অগাস্ট: 24 ঘণ্টাও কাটেনি ৷ তার আগেই চাকরি খোয়ালেন জুভেন্তাসের কোচ মৌরিসিও সারি ৷ শুক্রবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো থেকে বিদায় নিয়েছে জুভেন্তাস ৷ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো একাকুম্ভ হয়েও দলকে রক্ষা করতে পারেননি ৷ আর এই ব্যর্থতার পরই সারিকে বরখাস্ত করল তুরিনের ক্লাবটি ৷

লিগের ম্যাচ থেকেই জুভেন্তাসের খারাপ পারফরম্যান্স চোখে পড়েছে ৷ সিরি এ খেতাব জিতলেও লিগের শেষ আটটি ম্যাচের মধ্যে মাত্র দুটিতে জিতেছে তারা ৷ আশা ছিল চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় লেগের ম্যাচে লিয়ঁর বিরুদ্ধে ঘুরে দাঁড়াবে দল ৷ কিন্তু অ্যাওয়ে ম্যাচে গোল করার সুবাদে ইউরোপ সেরার লড়াইয়ে সিরি এ চ্যাম্পিয়নদের হটিয়ে শেষ আটে পা দিয়েছে লিয়ঁ ৷ ফরাসি লিগে যারা শেষ করেছে সপ্তম স্থানে ৷ পাশাপাশি কোপা ইট্যালিয়ার ফাইনালে নাপোলির বিরুদ্ধে পেনাল্টি শুট আউটে হারতে হয়েছে জুভেন্তাসকে ৷ সব মিলিয়ে সারিকে নিয়ে মোটেও সন্তুষ্ট ছিলেন না জুভে কর্তারা ৷ 2019 সালে তিন বছরের চুক্তিতে জুভেন্তাসের কোচ হিসেবে এসেছিলেন মৌরিসিও সারি ৷ একটি মরশুম পরই তাঁকে বিদায় নিতে হল ৷

সারি তো বিদায় নিলেন ৷ তাঁর পরিবর্তে রোনাল্ডোদের কোচ হিসেবে কে আসবেন, এটাই এখন বড় প্রশ্ন জুভে সমর্থকদের ৷ মৌরিসিও পচেত্তিনি, আন্দ্রে পিরলো, রবার্তো মানচিনি, ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি, সিমিওনের মতো ইউরোপ সেরা কোচেদের নাম উঠছে ৷

তুরিন, 8 অগাস্ট: 24 ঘণ্টাও কাটেনি ৷ তার আগেই চাকরি খোয়ালেন জুভেন্তাসের কোচ মৌরিসিও সারি ৷ শুক্রবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো থেকে বিদায় নিয়েছে জুভেন্তাস ৷ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো একাকুম্ভ হয়েও দলকে রক্ষা করতে পারেননি ৷ আর এই ব্যর্থতার পরই সারিকে বরখাস্ত করল তুরিনের ক্লাবটি ৷

লিগের ম্যাচ থেকেই জুভেন্তাসের খারাপ পারফরম্যান্স চোখে পড়েছে ৷ সিরি এ খেতাব জিতলেও লিগের শেষ আটটি ম্যাচের মধ্যে মাত্র দুটিতে জিতেছে তারা ৷ আশা ছিল চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় লেগের ম্যাচে লিয়ঁর বিরুদ্ধে ঘুরে দাঁড়াবে দল ৷ কিন্তু অ্যাওয়ে ম্যাচে গোল করার সুবাদে ইউরোপ সেরার লড়াইয়ে সিরি এ চ্যাম্পিয়নদের হটিয়ে শেষ আটে পা দিয়েছে লিয়ঁ ৷ ফরাসি লিগে যারা শেষ করেছে সপ্তম স্থানে ৷ পাশাপাশি কোপা ইট্যালিয়ার ফাইনালে নাপোলির বিরুদ্ধে পেনাল্টি শুট আউটে হারতে হয়েছে জুভেন্তাসকে ৷ সব মিলিয়ে সারিকে নিয়ে মোটেও সন্তুষ্ট ছিলেন না জুভে কর্তারা ৷ 2019 সালে তিন বছরের চুক্তিতে জুভেন্তাসের কোচ হিসেবে এসেছিলেন মৌরিসিও সারি ৷ একটি মরশুম পরই তাঁকে বিদায় নিতে হল ৷

সারি তো বিদায় নিলেন ৷ তাঁর পরিবর্তে রোনাল্ডোদের কোচ হিসেবে কে আসবেন, এটাই এখন বড় প্রশ্ন জুভে সমর্থকদের ৷ মৌরিসিও পচেত্তিনি, আন্দ্রে পিরলো, রবার্তো মানচিনি, ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি, সিমিওনের মতো ইউরোপ সেরা কোচেদের নাম উঠছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.