ETV Bharat / sports

খেলা এখনও শেষ হয়নি, অ্যাটলেটিকোকে হুঙ্কার পরাজিত ক্লপের - UCL

অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে 1-0 গোলে হেরেছে লিভারপুল ৷ যদিও এতে মোটেও দমে যাচ্ছেন না কোচ যুর্গেন ক্লপ ৷ বরং দ্বিতীয় লেগের ম্যাচে হারের বদলা নিতে তৈরি সালাহ-মানেরা, কথায় বুঝিয়ে দিয়েছেন তিনি ৷

atletico madrid vs liverpool
অ্যাটলেটিকো মাদ্রিদ-লিভারপুল
author img

By

Published : Feb 19, 2020, 12:46 PM IST

মাদ্রিদ, 19 ফেব্রুয়ারি: অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠ ওয়ান্ডা মেট্রোপলিটানোর সঙ্গে সুখের স্মৃতি জড়িয়ে রয়েছে লিভারপুলের ৷ টটেনহ্যামকে হারিয়ে এই মাঠেই গত মরশুমে ষষ্ঠ চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি ঘরে তুলেছিল দ্য রেডসরা ৷ তবে মঙ্গলবার অ্যাটলেটিকোর মাঠে হারের যন্ত্রণা ভোগ করতে হল লিভারপুলকে ৷ তাও আবার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ৷ শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে মঙ্গলবার অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে 1-0 গোলে হেরেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ৷ যদিও আশা ছাড়তে নারাজ ক্লপ ৷ বরং অ্যানফিল্ডে এই হারের বদলা নিতে মুখিয়ে তারা ৷

ইংলিশ প্রিমিয়র লিগে 76 পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে থাকা যুর্গেন ক্লপের দল বাকিদের ধরা ছোঁয়ার বাইরে ৷ আত্মবিশ্বাসে ভরপুর সেই দলটাকেই ইউরোপ সেরার লড়াইয়ে মাটিতে নামিয়ে এনেছে অ্যাটলেটিকো মাদ্রিদ ৷ ম্যাচের স্কোর অন্য কথা বললেও মাদ্রিদের মাঠে বল দখলের লড়াইতে কিন্তু এগিয়ে ছিল লিভারপুল ৷ যদিও লিভারপুলের কিন্তু মানে-সালাহদের নেওয়া শট গোলমুখ খুলতে ব্যর্থ ৷ অন্যদিকে যেটুকু সময় বল নিজেদের দখলে রেখেছিল অ্যাটলেটিকো তার মধ্যেই সফল তারা ৷ ম্যাচ শুরুর চার মিনিটের মধ্যে কর্নার থেকে ফাবিনহোর পা ছুঁয়ে গোলের সামনে বল পেয়ে গিয়েছিলেন সাউল নিগুয়েজ ৷ গোল করে অ্যাটলেটিকোকে এগিয়ে দিতেই উচ্ছাসে ফেটে পড়ে ওয়ান্ডা স্টেডিয়াম ৷ ম্যাচের বাকি সময়টা বারবার আক্রমণ হেনে ম্যাচে ফেরার চেষ্টা করেছে লিভারপুল ৷ অন্যদিকে দিয়েগো সিমিওনের দল ব্যস্ত ছিল রক্ষণভাগ সামলাতে ৷

jurgen klopp
হতাশ হচ্ছেন না ক্লপ

জয়ের ব্যবধান বাড়ানোর সুযোগ ছিল মোরাতার সামনে ৷ কিন্তু পা পিছলে পড়ে সেই সুযোগ হেলায় হারালেন ৷ এক গোলের লিড নিয়ে অ্যানফিল্ডে যাওয়াটা এমন বড় কোনও বিষয় নয়, তা ভালমতোই জানেন সিমিওনে ৷ দ্বিতীয় লেগে এই হার কড়ায় গণ্ডায় শোধ করতে পারে লিভারপুল ৷ ক্লপ তো ম্যাচ শেষে বলেই দিলেন, "পরের লেগে বেশি কিছু করার প্রয়োজন পড়বে না ৷ অ্যানফিল্ডে অ্যাটলেটিকোকে স্বাগত জানাচ্ছি ৷ এখনও কিছু শেষ হয়ে যায়নি ৷" অ্যাওয়ে গোলে কাঁটা না থাকলেও সিমিওনের দল খুব এটা নিশ্চিত হয়ে অ্যানফিল্ডে যাবে বলে মনে হয় না ৷

একইদিনে অন্য একটি ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ড 2-1 গোলে হারিয়েছে নেইমার-এমবাপে সমৃদ্ধ PSG-কে ৷

মাদ্রিদ, 19 ফেব্রুয়ারি: অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠ ওয়ান্ডা মেট্রোপলিটানোর সঙ্গে সুখের স্মৃতি জড়িয়ে রয়েছে লিভারপুলের ৷ টটেনহ্যামকে হারিয়ে এই মাঠেই গত মরশুমে ষষ্ঠ চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি ঘরে তুলেছিল দ্য রেডসরা ৷ তবে মঙ্গলবার অ্যাটলেটিকোর মাঠে হারের যন্ত্রণা ভোগ করতে হল লিভারপুলকে ৷ তাও আবার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ৷ শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে মঙ্গলবার অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে 1-0 গোলে হেরেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ৷ যদিও আশা ছাড়তে নারাজ ক্লপ ৷ বরং অ্যানফিল্ডে এই হারের বদলা নিতে মুখিয়ে তারা ৷

ইংলিশ প্রিমিয়র লিগে 76 পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে থাকা যুর্গেন ক্লপের দল বাকিদের ধরা ছোঁয়ার বাইরে ৷ আত্মবিশ্বাসে ভরপুর সেই দলটাকেই ইউরোপ সেরার লড়াইয়ে মাটিতে নামিয়ে এনেছে অ্যাটলেটিকো মাদ্রিদ ৷ ম্যাচের স্কোর অন্য কথা বললেও মাদ্রিদের মাঠে বল দখলের লড়াইতে কিন্তু এগিয়ে ছিল লিভারপুল ৷ যদিও লিভারপুলের কিন্তু মানে-সালাহদের নেওয়া শট গোলমুখ খুলতে ব্যর্থ ৷ অন্যদিকে যেটুকু সময় বল নিজেদের দখলে রেখেছিল অ্যাটলেটিকো তার মধ্যেই সফল তারা ৷ ম্যাচ শুরুর চার মিনিটের মধ্যে কর্নার থেকে ফাবিনহোর পা ছুঁয়ে গোলের সামনে বল পেয়ে গিয়েছিলেন সাউল নিগুয়েজ ৷ গোল করে অ্যাটলেটিকোকে এগিয়ে দিতেই উচ্ছাসে ফেটে পড়ে ওয়ান্ডা স্টেডিয়াম ৷ ম্যাচের বাকি সময়টা বারবার আক্রমণ হেনে ম্যাচে ফেরার চেষ্টা করেছে লিভারপুল ৷ অন্যদিকে দিয়েগো সিমিওনের দল ব্যস্ত ছিল রক্ষণভাগ সামলাতে ৷

jurgen klopp
হতাশ হচ্ছেন না ক্লপ

জয়ের ব্যবধান বাড়ানোর সুযোগ ছিল মোরাতার সামনে ৷ কিন্তু পা পিছলে পড়ে সেই সুযোগ হেলায় হারালেন ৷ এক গোলের লিড নিয়ে অ্যানফিল্ডে যাওয়াটা এমন বড় কোনও বিষয় নয়, তা ভালমতোই জানেন সিমিওনে ৷ দ্বিতীয় লেগে এই হার কড়ায় গণ্ডায় শোধ করতে পারে লিভারপুল ৷ ক্লপ তো ম্যাচ শেষে বলেই দিলেন, "পরের লেগে বেশি কিছু করার প্রয়োজন পড়বে না ৷ অ্যানফিল্ডে অ্যাটলেটিকোকে স্বাগত জানাচ্ছি ৷ এখনও কিছু শেষ হয়ে যায়নি ৷" অ্যাওয়ে গোলে কাঁটা না থাকলেও সিমিওনের দল খুব এটা নিশ্চিত হয়ে অ্যানফিল্ডে যাবে বলে মনে হয় না ৷

একইদিনে অন্য একটি ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ড 2-1 গোলে হারিয়েছে নেইমার-এমবাপে সমৃদ্ধ PSG-কে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.