কলকাতা, 28 ডিসেম্বর : বুধবার নিজের পুরনো দলের বিরুদ্ধে খেলতে নামছেন জুয়ান ফেরান্দো । আন্তোনিও লোপেজ হাবাস দায়িত্ব থেকে সরে যাওয়ার পর ফেরান্দো দায়িত্ব নিতেই নেমে পড়তে হয়েছিল নর্থ ইস্টের বিরুদ্ধে । চার ম্যাচ পরে অবশেষে সেই ম্যাচে জয় পায় সবুজ-মেরুন শিবির । সেই দিক থেকে দেখতে গেলে রয় কৃষ্ণাদের হেডস্যার হিসেবে দ্বিতীয় ম্যাচে নামতে চলেছেন ফেরান্দো (Juan Ferrando shares his thoughts on the next game of ATKMB) । প্রাক্তন দলের বিরুদ্ধে নামার আগে কিছুটা আবেগপ্রবণও হয়ে পড়েছেন তিনি।
ফেরান্দো বলেন, ''গত এক সপ্তাহ ধরে আমার অদ্ভুত লাগছে । যা ভাষায় প্রকাশ করা মুশকিল । তবে আমি পেশাদার কোচ । তাই আমার সেরাটা দিয়ে চেষ্টা করে যাব । এই কয়েকদিনে অনেক কিছু বদলে গিয়েছে । সবটা মেনে নেওয়া কিছুটা কঠিন ছিল । এখন আমি এটিকে মোহনবাগানের হয়ে কাজ করছি । এফসি গোয়াকে আমার শুভেচ্ছা রইল । এই ম্যাচ থেকে তিন পয়েন্ট পাওয়াই আমার লক্ষ্য ।''প্রতিপক্ষের কোচ ডেরেক পেরেরাকেও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তিনি । ফেরান্দো বলেন, '' ডেরেক এফসি গোয়ার প্রথম দলের খুব কাছাকাছি থেকেছেন দীর্ঘদিন । উনিও পরিকল্পনা সাজাবেন । তবে প্রতিপক্ষের পরিকল্পনা নিয়ে ভাবছি না । নিজের পরিকল্পনায় সফল হওয়া নিয়েই ভাবছি ।''
কোচিং স্টাইলের ক্ষেত্রে হাবাসের তুলনায় অনেকটাই আলাদা ফেরান্দো ৷ অতিরিক্ত রক্ষণাত্মক নয় বরং আক্রমাণত্মক খেলাই পছন্দ করেন তিনি । এটিকে মোহনবাগানেও একই ভাবে দলকে খেলাতে চান নতুন হেডমাস্টার । ফেরান্দো বলেন, ''আমার লক্ষ্য আক্রমণ করে যাওয়া । সেন্ট্রাল ডিফেন্ডার, সাইডব্যাকরা যদি আক্রমণের সময় অংশ নেয় তা হলে খুব ভাল হয় । চাইব দলের সকলে আমার পরিকল্পনা বুঝে সেই অনুযায়ী খেলুক ।'' বারবার সেট পিস থেকে গোল খেতে হচ্ছে এটিকে মোহনবাগানকে । তবে ফেরান্দো মনে করেন, দলে আত্মবিশ্বাসের অভাব থাকলে এই ধরনের সমস্যা হতে পারে । এটিকে মোহনবাগান কোচ বলেন, '' সেট পিস থেকে তখনই একটা দল গোল খায়, যখন তারা ভাবতে শুরু করে তারা খুব ভাল নয় । তবে, এই জায়গাটা নিয়ে আমাদের ভাবতে হবে । আমাদের দল যথেষ্ট ভাল । যদিও ভাল ফুটবলার থাকলেই দল যে সবসময় ভাল খেলবে এমন কোনও কথা নেই । দল হিসেবে আমাদের প্রত্যেকদিন উন্নতি করতে হবে । পরিকল্পনা মত খেলতে হবে ।''
আরও পড়ুন : সুযোগ মিলছে না প্রথম দলে, সবুজ-মেরুন ছাড়তে পারেন উইলিয়ামস
শুধু আইএসএল চ্যাম্পিয়ন হওয়াই নয়, এএফসি চ্যাম্পিয়ন্স লিগেও ভাল খেলতে চান ফেরান্দো । তিনি বলেন, ''আমাদের লক্ষ্য থাকবে, সমস্ত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়া । আইএসএল-এর পাশাপাশি এএফসি চ্যাম্পিয়ন্স লিগেও জিততে চাই ।''এটিকে মোহনবাগানের দায়িত্ব নেওয়া সবসময়ই বেশ চাপের । তা ভাল ভাবেই বুঝতে পারছেন নতুন কোচ । তবে সেই চাপ বেশ উপভোগ করছেন বলেই দাবি করছেন তিনি । তিনি বলেন, ''আমার এই চাপটা বেশ ভাল লাগছে । এটা দারুণ একটা চ্যালেঞ্জ । এটিকে মোহনবাগানের কর্তাদের ভরসা রয়েছে আমার উপর । সেই কারণেই তাঁরা আমাকে ডেকেছেন । আমি দারুণ খুশি এই সুযোগ পেয়ে ।'' তিনি আরও বলেন, ''এটা ঠিক যে প্রি-সিজনে দলের সঙ্গে থাকলে অনেক সুবিধা হয় । আমি মাঝপথে যোগ দিয়েছি । তবে ফুটবলাদের শেখার খিদে দেখে আমি খুশি হয়েছি ।'' রয় কৃষ্ণ ও হুগো বুমোসকে বারবার কড়া মার্কিংয়ের সামনে পড়তে হচ্ছে । ফলে গোল করার ক্ষেত্রে অনেক সময়ই সমস্যা হচ্ছে । যদিও এই সমস্যাকে খুব বেশি গুরুত্ব দিতে রাজি নন কোচ । তিনি বলেন, ''আমার মনে হয় রয়, প্রীতম কোটাল, ডেভিড উইলিয়ামস, হুগো বা জনি সকলেই একই মানের ফুটবলার । ফলে আলাদা করে দুই ফুটবলারকে নিয়ে কথা বলার মানে হয় না ।'