ETV Bharat / sports

ATK Mohun Bagan New Coach : বাগানের কোচ হওয়া নিশ্চিত গোয়ার ফেরান্দোর - ATK Mohun Bagan New Coach

পয়েন্ট খোয়ানোর ধাক্কায় এটিকে মোহনবাগানের কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হল আন্তোনিও লোপেজ হাবাসকে (Antonio Lopez Habas has been removed as ATK Mohun Bagan Coach)। বাগানের কোচের চেয়ারে বসা কার্যত নিশ্চিত জুয়ান ফেরান্দোর ৷

ATK Mohun Bagan
জুয়ান ফেরান্দো
author img

By

Published : Dec 20, 2021, 12:15 PM IST

পানাজি, 20 ডিসেম্বর : হাবাসের বদলি হিসেবে কার্যত জুয়ান ফেরান্দোকেই বেছে নিলেন এটিকে মোহনবাগান কর্তারা (juan ferrando is set to be the new coach of atk mohun bagan) । ক্লাবের তরফ থেকে সরকারি ঘোষণা না হলেও মোহনবাগানের কোচ হিসেবে জুয়ান ফেরান্দো চূড়ান্ত হয়ে গিয়েছে । টুইট করে জুয়ানের দলবদলের খবর নিশ্চিত করে দিয়েছেন এফসি গোয়ার মালিক অক্ষয় ট্যান্ডন ৷

গত বছর গোয়া দলের কোচের দায়িত্ব নিয়ে আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়েছিলেন জুয়ান । হুগো বুমোসদের নিয়ে বহু ম্যাচেই নাচিয়ে ছেড়েছিলেন প্রতিপক্ষকে ৷ ইন্ডিয়ান সুপার লিগ, ডুরান্ড কাপ, সুপার কাপে চ্যাম্পিয়ন করেছেন দলকে ৷ এএফসি চ্যাম্পিয়নস লিগে শক্তিশালী আল রায়ানকে রুখে দিয়েছেন ৷ অন্যদিকে সেই বুমোসকে পেয়েও এখনও কাজে লাগাতে পারেননি হাবাস ৷

রবিবার দুপুরেই এফসি গোয়ার থেকে রিলিজ অর্ডার চেয়েছেন জুয়ান । দলের কর্ণধার অক্ষয় ট‍্যান্ডন টুইটে জানিয়েছেন, ‘‘কোচের এই দলবদলে আমি বিরক্ত । কারণ জুয়ান কোনও আলোচনার জায়গার সুযোগ না দিয়েই রিলিজ চেয়েছেন । মোহনবাগানের তরফে অ্যাকাউন্টে রিলিজ মানি ঢুকলেই কোচকে ছেড়ে দেবে দল ৷’’

  • Poaching our coaches, staff and players is fair game but I hope better sense and sportsmanship prevails in the future. We would have at least liked the opportunity to inform our squad ourselves. To our fans, I'd like say, 'Do not worry'. This will in fact make us stronger.

    — Akshay Tandon (@akshaytandon117) December 19, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

যদিও এটিকে মোহনবাগান এখনও নতুন কোচ নিয়ে কিছু জানায়নি । কাল নর্থইস্টের বিরুদ্ধেও হাবাসের প্রাক্তন ডেপুটি ম্যানুয়েলই অর্ন্তবর্তীকালীন কোচ হিসেবে বেঞ্চে থাকবেন । সেক্ষেত্রে জুয়ানকে নিয়ে এলে স্প্যানিস হওয়ার দরুণ দলের স্প্যানিস স্টাফেদের সঙ্গে মানিয়ে নিতে কোনও সমস্যা হবে না ৷ দ্বিতীয়ত, গোয়া দলের সঙ্গে থাকায় আলাদা করে কোয়ারেন্টাইনে থাকতে হবে না তাঁকে ৷ ফলে সরাসরি দলের সঙ্গে যোগ দিতে পারবেন ৷

  • With disappointment I'd like to confirm that @JuanFerrandoF has triggered his release clause, obliging us to release him of his duties so that he can join @atkmohunbaganfc. As long the money gets deposited in our accounts, we do not have a choice in his decision.

    — Akshay Tandon (@akshaytandon117) December 19, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : ব্যর্থতার দায়ে বাগানের কোচের পদ থেকে সরানো হল হাবাসকে

এছাড়াও কানাঘুষো শোনা যাচ্ছে, হাবাসকে নিয়ে ফুটবলারদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছিল । সাজঘরের ব্যাটন রয় কৃষ্ণা, ডেভিড উইলিয়ামস, তিরিদের হাত থেকে দলে নতুন যোগ দেওয়া বুমোস,অমরিন্দারের হাতে চলে গিয়েছে । অন্যদিকে, পরপর কয়েকম্যাচে জয়ের মুখ দেখেনি গঙ্গাপাড়ের ক্লাব ৷ ফলে যা অবস্থা, মূলপর্বে যেতে হলে পরবর্তী ম্যাচগুলিতে ভাল ফল করতেই হবে রয় কৃষ্ণা-মনবীর সিংদের ৷ এই অবস্থায় জুয়ান দায়িত্ব নিয়ে বাগানে ফুল ফোটাতে পারেন কিনা, সেদিকেই তাকিয়ে রয়েছেন সবুজ-মেরুন সমর্থকরা ৷

পানাজি, 20 ডিসেম্বর : হাবাসের বদলি হিসেবে কার্যত জুয়ান ফেরান্দোকেই বেছে নিলেন এটিকে মোহনবাগান কর্তারা (juan ferrando is set to be the new coach of atk mohun bagan) । ক্লাবের তরফ থেকে সরকারি ঘোষণা না হলেও মোহনবাগানের কোচ হিসেবে জুয়ান ফেরান্দো চূড়ান্ত হয়ে গিয়েছে । টুইট করে জুয়ানের দলবদলের খবর নিশ্চিত করে দিয়েছেন এফসি গোয়ার মালিক অক্ষয় ট্যান্ডন ৷

গত বছর গোয়া দলের কোচের দায়িত্ব নিয়ে আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়েছিলেন জুয়ান । হুগো বুমোসদের নিয়ে বহু ম্যাচেই নাচিয়ে ছেড়েছিলেন প্রতিপক্ষকে ৷ ইন্ডিয়ান সুপার লিগ, ডুরান্ড কাপ, সুপার কাপে চ্যাম্পিয়ন করেছেন দলকে ৷ এএফসি চ্যাম্পিয়নস লিগে শক্তিশালী আল রায়ানকে রুখে দিয়েছেন ৷ অন্যদিকে সেই বুমোসকে পেয়েও এখনও কাজে লাগাতে পারেননি হাবাস ৷

রবিবার দুপুরেই এফসি গোয়ার থেকে রিলিজ অর্ডার চেয়েছেন জুয়ান । দলের কর্ণধার অক্ষয় ট‍্যান্ডন টুইটে জানিয়েছেন, ‘‘কোচের এই দলবদলে আমি বিরক্ত । কারণ জুয়ান কোনও আলোচনার জায়গার সুযোগ না দিয়েই রিলিজ চেয়েছেন । মোহনবাগানের তরফে অ্যাকাউন্টে রিলিজ মানি ঢুকলেই কোচকে ছেড়ে দেবে দল ৷’’

  • Poaching our coaches, staff and players is fair game but I hope better sense and sportsmanship prevails in the future. We would have at least liked the opportunity to inform our squad ourselves. To our fans, I'd like say, 'Do not worry'. This will in fact make us stronger.

    — Akshay Tandon (@akshaytandon117) December 19, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

যদিও এটিকে মোহনবাগান এখনও নতুন কোচ নিয়ে কিছু জানায়নি । কাল নর্থইস্টের বিরুদ্ধেও হাবাসের প্রাক্তন ডেপুটি ম্যানুয়েলই অর্ন্তবর্তীকালীন কোচ হিসেবে বেঞ্চে থাকবেন । সেক্ষেত্রে জুয়ানকে নিয়ে এলে স্প্যানিস হওয়ার দরুণ দলের স্প্যানিস স্টাফেদের সঙ্গে মানিয়ে নিতে কোনও সমস্যা হবে না ৷ দ্বিতীয়ত, গোয়া দলের সঙ্গে থাকায় আলাদা করে কোয়ারেন্টাইনে থাকতে হবে না তাঁকে ৷ ফলে সরাসরি দলের সঙ্গে যোগ দিতে পারবেন ৷

  • With disappointment I'd like to confirm that @JuanFerrandoF has triggered his release clause, obliging us to release him of his duties so that he can join @atkmohunbaganfc. As long the money gets deposited in our accounts, we do not have a choice in his decision.

    — Akshay Tandon (@akshaytandon117) December 19, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : ব্যর্থতার দায়ে বাগানের কোচের পদ থেকে সরানো হল হাবাসকে

এছাড়াও কানাঘুষো শোনা যাচ্ছে, হাবাসকে নিয়ে ফুটবলারদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছিল । সাজঘরের ব্যাটন রয় কৃষ্ণা, ডেভিড উইলিয়ামস, তিরিদের হাত থেকে দলে নতুন যোগ দেওয়া বুমোস,অমরিন্দারের হাতে চলে গিয়েছে । অন্যদিকে, পরপর কয়েকম্যাচে জয়ের মুখ দেখেনি গঙ্গাপাড়ের ক্লাব ৷ ফলে যা অবস্থা, মূলপর্বে যেতে হলে পরবর্তী ম্যাচগুলিতে ভাল ফল করতেই হবে রয় কৃষ্ণা-মনবীর সিংদের ৷ এই অবস্থায় জুয়ান দায়িত্ব নিয়ে বাগানে ফুল ফোটাতে পারেন কিনা, সেদিকেই তাকিয়ে রয়েছেন সবুজ-মেরুন সমর্থকরা ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.