ETV Bharat / sports

ATK Mohun Bagan vs Hyderabad FC : জয়ের হ্যাটট্রিকের সঙ্গে লিগ টেবিলে শীর্ষস্থান লক্ষ্য ফেরান্দোর - Juan Ferrando eyes on table top against Hyderabad FC

বুধবার হায়দরাবাদ এফসি'র বিরুদ্ধে বছরের প্রথম ম্যাচ খেলতে নামছে বাগান (ATK Mohun Bagan will take on Hyderabad FC tomorrow) ৷ এই ম্য়াচ জিতলেই চলতি মরশুমে প্রথমবারের জন্য লিগ টেবিলের শীর্ষে পৌঁছে যাবে এটিকে মোহনবাগান।

ATK Mohun Bagan vs Hyderabad FC
জয়ের হ্যাটট্রিকের সঙ্গে লিগ টেবিলে শীর্ষস্থান লক্ষ্য ফেরান্দোর
author img

By

Published : Jan 4, 2022, 8:53 PM IST

পানাজি, 4 জানুয়ারি : হায়দরাবাদ এফসি'র বিরুদ্ধে দরকার তিন পয়েন্ট। বছরের প্রথম ম্যাচে জয় তুলে নিতে পারলেই লিগ টেবিলের শীর্ষে পৌঁছে যাবে এটিকে মোহনবাগান। আর চলতি মরশুমে প্রথমবার দলকে শীর্ষে নিয়ে আসাই লক্ষ্য কোচ জুয়ান ফেরান্দোর (Juan Ferrando eyes on top)। তাঁর তৈরি পরিকল্পনা অনুযায়ী খেলার চেষ্টা করছেন রয় কৃষ্ণা, লিস্টন কোলাসোরা। যা খুশি করেছে বাগানের নয়া কোচকে। নিজামদের বিরুদ্ধে নামার আগে সাংবাদিক সম্মেলনে ফেরান্দো বলেন, ''আমরা যে পরিকল্পনা নিয়ে খেলি সেটা সহজ নয়। তবে ফুটবলাররা চেষ্টা করছে। নতুন এই ধরনের ফুটবলের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে। হায়দরাবাদের বিরুদ্ধে তিন পয়েন্ট পাওয়া খুব জরুরি। আশা করব আমরা আরও ভাল খেলব।''

ভাল খেললেও মাঝে মধ্যেই ডিফেন্সের ভুলে গোল খেতে হচ্ছে এটিকে মোহনবাগানকে। তাই ডিফেন্ডারদের সতর্ক করছেন ফেরান্দো। এটিকে মোহনবাগান কোচ এ বিষয়ে বলেন, ''ওদের দুই সেন্ট্রাল ডিফেন্ডার বেশ ভাল। বার্থোলোমিউ ওগবেচে স্ট্রাইকার হিসেবে দারুণ।'' পাশাপাশি চোট-আঘাত সমস্যা নিয়েও চিন্তিত বাগানের স্প্যানিশ কোচ। শুভাশিস বসুকে এখনই পাচ্ছে না তারা। চোট রয়েছে আরও কয়েকজন ফুটবলারের।

এদিকে জনি কাউকোকে নিয়ে প্রশ্ন উঠেছে নানা মহলে। ফিনল্যান্ডের হয়ে ইউরো কাপ খেলে ফেললেও গোয়ার মাটিতে এখনও বিশেষ কার্যকরী হতে পারেননি ফিনিশ মিডিও। তবে ফিনিশ ফুটবলারের উপর আস্থা রাখছেন কোচ (Ferrando keeps his faith on Joni Kauko)। ফেরান্দো বলেন, ''ও পেশাদার ফুটবলার। ম্যাচের পরদিন সবার আগে ওই অনুশীলনে প্রবেশ করে। আমাদের খেলার ধরনের সঙ্গে ওর মানিয়ে নিতে কিছুটা সময় লাগছে। তবে ও সেরাটা দিতে তৈরি।''

আরও পড়ুন : I-League 2021-22 : রাজ্যে বাড়ছে করোনা সংক্রমণ, ছ'সপ্তাহ পিছিয়ে গেল আই লিগ

দারুণ শুরু করলেও মনবীর সিং সেভাবে নিজেকে মেলে ধরতে পারছেন না। ভারতীয় স্ট্রাইকারের গোল খরা নিয়েও চিন্তিত নন ফেরান্দো। তিনি বলেন, ''ও ভাল খেলছে। তবে বুঝতে হবে আক্রমণে যাওয়ার সময়জ্ঞানটা ওকে বুঝতে হবে। ধাপে-ধাপে সেটা ও আয়ত্ত করছে। আক্রমণে ওঠার সময় দায়িত্ব সম্পর্কে আরও সচেতন হতে হবে।''

পানাজি, 4 জানুয়ারি : হায়দরাবাদ এফসি'র বিরুদ্ধে দরকার তিন পয়েন্ট। বছরের প্রথম ম্যাচে জয় তুলে নিতে পারলেই লিগ টেবিলের শীর্ষে পৌঁছে যাবে এটিকে মোহনবাগান। আর চলতি মরশুমে প্রথমবার দলকে শীর্ষে নিয়ে আসাই লক্ষ্য কোচ জুয়ান ফেরান্দোর (Juan Ferrando eyes on top)। তাঁর তৈরি পরিকল্পনা অনুযায়ী খেলার চেষ্টা করছেন রয় কৃষ্ণা, লিস্টন কোলাসোরা। যা খুশি করেছে বাগানের নয়া কোচকে। নিজামদের বিরুদ্ধে নামার আগে সাংবাদিক সম্মেলনে ফেরান্দো বলেন, ''আমরা যে পরিকল্পনা নিয়ে খেলি সেটা সহজ নয়। তবে ফুটবলাররা চেষ্টা করছে। নতুন এই ধরনের ফুটবলের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে। হায়দরাবাদের বিরুদ্ধে তিন পয়েন্ট পাওয়া খুব জরুরি। আশা করব আমরা আরও ভাল খেলব।''

ভাল খেললেও মাঝে মধ্যেই ডিফেন্সের ভুলে গোল খেতে হচ্ছে এটিকে মোহনবাগানকে। তাই ডিফেন্ডারদের সতর্ক করছেন ফেরান্দো। এটিকে মোহনবাগান কোচ এ বিষয়ে বলেন, ''ওদের দুই সেন্ট্রাল ডিফেন্ডার বেশ ভাল। বার্থোলোমিউ ওগবেচে স্ট্রাইকার হিসেবে দারুণ।'' পাশাপাশি চোট-আঘাত সমস্যা নিয়েও চিন্তিত বাগানের স্প্যানিশ কোচ। শুভাশিস বসুকে এখনই পাচ্ছে না তারা। চোট রয়েছে আরও কয়েকজন ফুটবলারের।

এদিকে জনি কাউকোকে নিয়ে প্রশ্ন উঠেছে নানা মহলে। ফিনল্যান্ডের হয়ে ইউরো কাপ খেলে ফেললেও গোয়ার মাটিতে এখনও বিশেষ কার্যকরী হতে পারেননি ফিনিশ মিডিও। তবে ফিনিশ ফুটবলারের উপর আস্থা রাখছেন কোচ (Ferrando keeps his faith on Joni Kauko)। ফেরান্দো বলেন, ''ও পেশাদার ফুটবলার। ম্যাচের পরদিন সবার আগে ওই অনুশীলনে প্রবেশ করে। আমাদের খেলার ধরনের সঙ্গে ওর মানিয়ে নিতে কিছুটা সময় লাগছে। তবে ও সেরাটা দিতে তৈরি।''

আরও পড়ুন : I-League 2021-22 : রাজ্যে বাড়ছে করোনা সংক্রমণ, ছ'সপ্তাহ পিছিয়ে গেল আই লিগ

দারুণ শুরু করলেও মনবীর সিং সেভাবে নিজেকে মেলে ধরতে পারছেন না। ভারতীয় স্ট্রাইকারের গোল খরা নিয়েও চিন্তিত নন ফেরান্দো। তিনি বলেন, ''ও ভাল খেলছে। তবে বুঝতে হবে আক্রমণে যাওয়ার সময়জ্ঞানটা ওকে বুঝতে হবে। ধাপে-ধাপে সেটা ও আয়ত্ত করছে। আক্রমণে ওঠার সময় দায়িত্ব সম্পর্কে আরও সচেতন হতে হবে।''

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.