কলকাতা, 5 মার্চ : ইস্টবেঙ্গলের অনুশীলনে যোগ দিলেন জনি অ্যাকোস্টা । দিন তিনেক আগে কলকাতায় এসেছেন কোস্টারিকার ডিফেন্ডার । ইস্টবেঙ্গলের নড়বড়ে ডিফেন্সকে ভরসা দিতেই ফের তাঁকে দলে নেওয়া হয়েছে ।
গোকুলাম FC-র বিরুদ্ধে ম্যাচ খেলে শহরে ফিরে বৃহস্পতিবার সকালে অনুশীলন শুরু করল ইস্টবেঙ্গল । 9 মার্চ ইস্টবেঙ্গলের পরের খেলা । শ্রীনগরে প্রতিপক্ষ রিয়াল কাশ্মীর । তার আগে দলের অনুশীলনে জনি অ্যাকোস্টা । তবে তিনি কবে নথিভুক্ত হবেন বা কীভাবে নথিভুক্ত হবেন তা নিয়ে জল্পনা চলছে ।
বিশ্বকাপার ডিফেন্ডারকে নিতে হলে বর্তমান দলের ছয় বিদেশির মধ্যে একজনকে বাদ দিতে হবে । সেই বাদের তালিকায় মার্কোস, ক্রোমা, কাশিম আইদারার মধ্যে কাকে বাদ দেওয়া হবে তা নিয়ে দ্বিধায় ইস্টবেঙ্গল কোচ মারিও রিবেরা । আই লিগের পয়েন্ট টেবিলে 15 ম্যাচে 20 পয়েন্ট নিয়ে আপাতত পাঁচ নম্বরে লাল-হলুদ ।