কলকাতা, ৫ মার্চ : ছয় ম্যাচের জন্য নির্বাসিত হলেন ইস্টবেঙ্গলের স্ট্রাইকার জোবি জাস্টিন। পাশাপাশি এক লাখ টাকার আর্থিক জরিমানাও দিতে হবে তাঁকে। আজ দিল্লিতে ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটির সদস্যরা এই শাস্তির সিদ্ধান্ত নিয়েছেন। এছাড়া গোকুলাম FC-র ফিলিপ ডি কোস্টাকে এক বছরের জন্য নির্বাসিত করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে আজকের সভায়। সঙ্গে দুই লাখ টাকা জরিমানাও করা হয়েছে তাঁকে। রেফারিকে থুতু দেওয়ার জন্য এই শাস্তি দেওয়া হয়েছে।
যুবভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গল বনাম আইজ়ল FC ম্যাচে জোবি জাস্টিন থুতু দিয়েছিলেন করিমকে। রেফারির চোখ এড়ালেও পরে তা ক্যামেরায় দেখা যায়। ঘটনাটি সামনে আসতেই ইস্টবেঙ্গলের স্ট্রাইকারকে সাময়িক নির্বাসনে পাঠানো হয়েছিল। আজকের বৈঠকে শৃঙ্খলারক্ষা কমিটির সদস্যরা এই কাজের জন্য ন্যূনতম শাস্তির যা বিধান রয়েছে সেটাই বলবৎ করেন। এরফলে জোবি জাস্টিন খেলতে পারবেন না আসন্ন সুপার কাপের শুরুর ম্যাচেও।
আজকের সভায় অভিযুক্ত ফুটবলারদের প্রত্যেককে ডেকে পাঠিয়ে বক্তব্য শোনা হয়। তারপরই এই শাস্তির বিধান দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শৃঙ্খলারক্ষা কমিটির চেয়ারম্যান আইনজীবী উষানাথ ব্যানার্জি। তবে শাস্তিপ্রাপ্ত ফুটবলারদের আপিলের সুযোগ থাকলেও শাস্তি কমার সম্ভাবনা নেই বললেই চলে।
কোয়েস ইস্টবেঙ্গলের CEO সঞ্জিত সেন বলেছেন, তাঁরা সরকারিভাবে জানার পরে সংশ্লিষ্ট ফুটবলারের সঙ্গে কথা বলবেন। তারপরই যাবতীয় পদক্ষেপ করবেন। তবে জোবি জাস্টিনকে ছাড়াই আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়াকে আই লিগের শেষ ম্যাচ ও সুপার কাপে দল সাজাতে হবে তা বলাই বাহুল্য।