ETV Bharat / sports

প্রত্যাবর্তন স্মরণীয় করতে মরিয়া জেজে - মিজোরাম

লালহলুদ শিবিরে যোগ দেওয়া জেজে বলছেন, কারো কাছে প্রমাণের কিছু নেই তাঁর । তিনি নিজেকে নিজের কাছে প্রমাণ করতে চান । ইস্টবেঙ্গল তাঁর কাছে নতুন ক্লাব, নতুন চ্যালেঞ্জ । তাই নিজেকে উজাড় করে দিতে চাইছেন পাহাড়ি এই স্ট্রাইকার । সমর্থকদের সামনে নতুন ক্লাবের প্রথম বছর স্মরণীয় করে রাখতে চান বলে জানিয়েছেন মিজো স্নাইপার ।

jj_lalpeklahua_wants_his_com_bake_will_be_a_memorable_with_east_bengal
মাঠে নামতে মরিয়া জেজে, স্মরণীয় করতে চান তাঁর প্রত্যাবর্তন
author img

By

Published : Nov 13, 2020, 10:33 PM IST

কলকাতা, 13 নভেম্বর : চোটের কারণে ফর্মে থাকলেও ছিটকে গিয়েছিলেন । একটা বছর মিজোরামের তারকা স্ট্রাইকারকে মাঠের বাইরে বসে কেবলমাত্র অন্য়দের খেলা দেখতে হয়েছে । যার নাম একটা সময় সুনীল ছেত্রীর সঙ্গে প্রায় এক নিশ্বাসে উচ্চারিত হত ৷ চেন্নাইয়িন FC-র দুবারের চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম নেপথ্য কারিগর জেজে লালপেকলুহা এই মরসুমে লাল হলুদ জার্সিতে । কলকাতার দলে তাঁর চুক্তিবদ্ধ হওয়া আদতে নিজেকে প্রমাণ করার চেষ্টা । যদিও তিনি বলছেন কারো কাছে প্রমাণ করার দায় তাঁর নেই।

লালহলুদ শিবিরে যোগ দেওয়া জেজে বলছেন, কারো কাছে প্রমাণের কিছু নেই তাঁর । তিনি নিজেকে নিজের কাছে প্রমাণ করতে চান । ইস্টবেঙ্গল তাঁর কাছে নতুন ক্লাব, নতুন চ্যালেঞ্জ । তাই নিজেকে উজাড় করে দিতে চাইছেন পাহাড়ি এই স্ট্রাইকার । সমর্থকদের সামনে নতুন ক্লাবের প্রথম বছর স্মরণীয় করে রাখতে চান বলে জানিয়েছেন মিজো স্নাইপার । ছ’টি মরসুম চেন্নাইয়িন FC-র হয়ে খেলেছেন ।ISL-র ইতিহাসে 23টি গোল করে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতার সম্মান তাঁর ঝুলিতে রয়েছে । সেই জেজে গতবছর তার দল চেন্নাইয়িন FC-কে ফাইনালে ATK-র কাছে পরাজিত হতে দেখেছেন । বিছানায় শুয়ে থেকে দলের হার দেখা সুখকর অভিজ্ঞতা ছিল না বলে জানিয়েছেন তিনি । লিগামেন্টের চোট নিয়ে খেলার মাশুল দিতে হয়েছে তাঁকে । ইতালির চিকিৎসক সিলো মুসা তাকে সুস্থ হতে সাহায্য করেছেন । দীর্ঘ রিহ্যাব মোটেই সুখকর ছিল না । তবুও মানসিকভাবে শক্ত থেকে চোট সারিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছেন জেজে লালপেকলুহা । 29 বছর বয়সি অভিজ্ঞ স্ট্রাইকার দলের অন্যতম সিনিয়র সদস্য । নিজের অভিজ্ঞতার নিরিখে তরুণদের বলেছেন ছোটো সমস্যা থাকলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত ৷

প্রত্যাবর্তনের আনন্দ জেজের মনে । সবুজ ঘাসে বল নিয়ে দৌড়নোর আনন্দের অনুভূতি কোনও কিছুর সঙ্গে তুলনীয় নয়। তিনি জানান, কোনও শব্দ দিয়ে এই অনুভূতি প্রকাশ করা সম্ভব নয় । এখন কোন অভিযোগ তুলতে রাজি নন তিনি । অনুশীলনে বেশি দৌড়তে হলে অনেকে বিরক্ত হয় । তাঁর ক্ষেত্রে সেই প্রশ্ন তোলা অনর্থক । প্রতিটি প্র্যাকটিস সেশনকে জীবনের সেশন মনে করে খাটছেন বলে জানিয়েছেন জেজে । ইস্টবেঙ্গল দলে যোগ দিয়ে মিজোরামের তারকা স্ট্রাইকার বলেছিলেন সবার স্বপ্ন থাকে লাল হলুদ জার্সি পরে মাঠে নামার । সেই স্বপ্ন তাঁর সফল হয়েছে । 27 নভেম্বর ATK মোহনবাগানের বিরুদ্ধে ISL-র প্রথম ম্যাচ খেলতে নামবে SC ইস্টবেঙ্গল। সেই দিনের জন্য ছটফট করছেন দেশের অন্যতম সেরা স্ট্রাইকার ।

কলকাতা, 13 নভেম্বর : চোটের কারণে ফর্মে থাকলেও ছিটকে গিয়েছিলেন । একটা বছর মিজোরামের তারকা স্ট্রাইকারকে মাঠের বাইরে বসে কেবলমাত্র অন্য়দের খেলা দেখতে হয়েছে । যার নাম একটা সময় সুনীল ছেত্রীর সঙ্গে প্রায় এক নিশ্বাসে উচ্চারিত হত ৷ চেন্নাইয়িন FC-র দুবারের চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম নেপথ্য কারিগর জেজে লালপেকলুহা এই মরসুমে লাল হলুদ জার্সিতে । কলকাতার দলে তাঁর চুক্তিবদ্ধ হওয়া আদতে নিজেকে প্রমাণ করার চেষ্টা । যদিও তিনি বলছেন কারো কাছে প্রমাণ করার দায় তাঁর নেই।

লালহলুদ শিবিরে যোগ দেওয়া জেজে বলছেন, কারো কাছে প্রমাণের কিছু নেই তাঁর । তিনি নিজেকে নিজের কাছে প্রমাণ করতে চান । ইস্টবেঙ্গল তাঁর কাছে নতুন ক্লাব, নতুন চ্যালেঞ্জ । তাই নিজেকে উজাড় করে দিতে চাইছেন পাহাড়ি এই স্ট্রাইকার । সমর্থকদের সামনে নতুন ক্লাবের প্রথম বছর স্মরণীয় করে রাখতে চান বলে জানিয়েছেন মিজো স্নাইপার । ছ’টি মরসুম চেন্নাইয়িন FC-র হয়ে খেলেছেন ।ISL-র ইতিহাসে 23টি গোল করে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতার সম্মান তাঁর ঝুলিতে রয়েছে । সেই জেজে গতবছর তার দল চেন্নাইয়িন FC-কে ফাইনালে ATK-র কাছে পরাজিত হতে দেখেছেন । বিছানায় শুয়ে থেকে দলের হার দেখা সুখকর অভিজ্ঞতা ছিল না বলে জানিয়েছেন তিনি । লিগামেন্টের চোট নিয়ে খেলার মাশুল দিতে হয়েছে তাঁকে । ইতালির চিকিৎসক সিলো মুসা তাকে সুস্থ হতে সাহায্য করেছেন । দীর্ঘ রিহ্যাব মোটেই সুখকর ছিল না । তবুও মানসিকভাবে শক্ত থেকে চোট সারিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছেন জেজে লালপেকলুহা । 29 বছর বয়সি অভিজ্ঞ স্ট্রাইকার দলের অন্যতম সিনিয়র সদস্য । নিজের অভিজ্ঞতার নিরিখে তরুণদের বলেছেন ছোটো সমস্যা থাকলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত ৷

প্রত্যাবর্তনের আনন্দ জেজের মনে । সবুজ ঘাসে বল নিয়ে দৌড়নোর আনন্দের অনুভূতি কোনও কিছুর সঙ্গে তুলনীয় নয়। তিনি জানান, কোনও শব্দ দিয়ে এই অনুভূতি প্রকাশ করা সম্ভব নয় । এখন কোন অভিযোগ তুলতে রাজি নন তিনি । অনুশীলনে বেশি দৌড়তে হলে অনেকে বিরক্ত হয় । তাঁর ক্ষেত্রে সেই প্রশ্ন তোলা অনর্থক । প্রতিটি প্র্যাকটিস সেশনকে জীবনের সেশন মনে করে খাটছেন বলে জানিয়েছেন জেজে । ইস্টবেঙ্গল দলে যোগ দিয়ে মিজোরামের তারকা স্ট্রাইকার বলেছিলেন সবার স্বপ্ন থাকে লাল হলুদ জার্সি পরে মাঠে নামার । সেই স্বপ্ন তাঁর সফল হয়েছে । 27 নভেম্বর ATK মোহনবাগানের বিরুদ্ধে ISL-র প্রথম ম্যাচ খেলতে নামবে SC ইস্টবেঙ্গল। সেই দিনের জন্য ছটফট করছেন দেশের অন্যতম সেরা স্ট্রাইকার ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.