নয়াদিল্লি, 21 জুলাই : সর্বভারতীয় ফুটবল সংস্থা এআইএফএফ-র বর্ষসেরা পুরুষ ফুটবলার হলেন সন্দেশ ঝিংগান ৷ বুধবার এআইএফএফের তরফে ভারতীয় এই ডিফেন্ডারের নাম ঘোষণা করা হয় ৷ একইসঙ্গে সুরেশ সিং ওয়াংজামের নাম এমারজিং ফুটবলার অফ দ্য ইয়ার হিসেবে ঘোষণা করা হয়েছে ৷
এবারই প্রথম বর্ষসেরা ফুটবলারের পুরস্কার পাচ্ছেন সন্দেশ ৷ এর আগে 2014 সালে তিনি এমারজিং ফুটবলার অফ দ্য ইয়ার হয়েছিলেন ৷ ইন্ডিয়ান সুপার লিগ ও আই লিগের কোচেদের ভোটে এই বর্ষসেরা ফুটবলার নির্ধারণ করা হয় ৷
তাঁর নাম ঘোষণা হওয়ার পর ঝিংগান বলেন, ‘‘এই পুরস্কারটি আমাকে আরও ভাল খেলার জন্য উৎসাহিত করবে ৷ এবং অন্যদেরও উৎসাহিত করবে ভবিষ্যতে কিছু ভাল করার জন্য ৷ এই পুরস্কারের সঙ্গে সঙ্গে আরও দায়িত্বও বাড়ল ৷’’
-
Sandesh named AIFF Men's Footballer of the Year, Suresh wins Emerging Player award 🏆
— Indian Football Team (@IndianFootball) July 21, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Read here 👉 https://t.co/Ype2O0WCzo#IndianFootball ⚽ #IndianFootballForwardTogether 💪 #BlueTigers 🐯 #BackTheBlue 💙 pic.twitter.com/mmcePYGQDI
">Sandesh named AIFF Men's Footballer of the Year, Suresh wins Emerging Player award 🏆
— Indian Football Team (@IndianFootball) July 21, 2021
Read here 👉 https://t.co/Ype2O0WCzo#IndianFootball ⚽ #IndianFootballForwardTogether 💪 #BlueTigers 🐯 #BackTheBlue 💙 pic.twitter.com/mmcePYGQDISandesh named AIFF Men's Footballer of the Year, Suresh wins Emerging Player award 🏆
— Indian Football Team (@IndianFootball) July 21, 2021
Read here 👉 https://t.co/Ype2O0WCzo#IndianFootball ⚽ #IndianFootballForwardTogether 💪 #BlueTigers 🐯 #BackTheBlue 💙 pic.twitter.com/mmcePYGQDI
গুয়াহাটিতে 2015 সালে জাতীয় দলের হয়ে অভিষেক হয় ঝিংগানের ৷ তারপর থেকে ভারতীয় নীল জার্সিতে 40টি ম্যাচ খেলেছেন ৷ করেছেন 4টি গোল ৷ 2018 সালে ইন্টারকন্টিনেন্টাল কাপ জেতা ভারতীয় দলের সদস্যও ছিলেন তিনি ৷
জাতীয় দলের অধিনায়ক হিসেবে 5 বার মাঠে নেমেছেন ঝিংগান ৷ আন্তর্জাতিক ফ্রেন্ডলিতে ওমানের বিরুদ্ধেও দলের অধিনায়কের আর্মব্যান্ড ছিল সন্দেশের হাতে ৷ গত বছরই সম্মানীয় অর্জুন পুরস্কারে ভূষিত হন তিনি ৷
আরও পড়ুন : সমর্থকদের বিক্ষোভে উত্তপ্ত ইস্টবেঙ্গল
বছর 20-র সুরেশ এই বছরই ব্লু টাইগারদের হয়ে ওমানের বিরুদ্ধে অভিষেক করেন ৷ এছাড়া 2017 সালে ফিফা অনূর্ধ্ব 17 বিশ্বকাপের দলেও ছিলেন সুরেশ ৷