ETV Bharat / sports

ATK Mohun Bagan in ISL : ডার্বি অতীত, জোড়া হারের ধাক্কায় লণ্ডভণ্ড বাগান

পাঁচ গোলের ধাক্কা কাটিয়ে জয়ের সরণিতে ফিরতে মরিয়া ছিল এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan looks back to winning way against Jamshedpur FC)। কিন্তু, মুম্বই ম্যাচের পর ফের হারতে হল গঙ্গাপাড়ের ক্লাবকে (Jamshedpur fc beats ATK Mohun Bagan) ৷

ATK Mohun Bagan in ISL
জোড়া হারের ধাক্কায় লণ্ডভণ্ড বাগান
author img

By

Published : Dec 6, 2021, 9:52 PM IST

Updated : Dec 6, 2021, 10:20 PM IST

পানাজি, 6 ডিসেম্বর : ডার্বির পরে জোড়া হার, লণ্ডভণ্ড হাবাসের সাজানো বাগান । মুম্বই সিটি এফসি-র পরে জামশেদপুর এফসি-র বিরুদ্ধেও হারল হাবাসের ছেলেরা (Jamshedpur fc beats ATK Mohun Bagan) । 2-1 গোলে হেরে লিগ তালিকায় পাঁচ নম্বরে নেমে গেলেন রয় কৃষ্ণারা । জামশেদপুর এফসি-র হয়ে গোল করেন লেন এবং অ্যালেক্স । মোহনবাগানের হয়ে ম্যাচের একমাত্র গোলটি করেন প্রীতম কোটাল ।

ট্রেভর জেমস মর্গ্যানের কোচিংয়ে লাল-হলুদ জার্সিতে প্রতিশ্রুতিমান ফুটবলার হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন লেন ৷ ফলে কলকাতা ময়দানে তিনি পরিচিত নাম ৷ এদিন ম্যাচের 37 মিনিটের মাথায় জোরাল শটে জামশেদপুর এফসি-কে এগিয়ে দেন তিনি । তারপরে চোট পেয়ে মাঠের বাইরে চলে গেলেও জামশেদপুরের আক্রমণভাগ গোটা ম্যাচেই সচল থাকল । যার ফল, 84 মিনিটে পরিবর্ত হিসেবে মাঠে নামা অ্যালেক্স লিমার দলের হয়ে ব্যবধান বাড়ান ।

আরও পড়ুন : Ex-footballers back SC East Bengal : ইস্টবেঙ্গল ঘুরে দাঁড়াবে, আশাবাদী প্রাক্তনরা

লিগ যত এগোচ্ছে, সবুজ-মেরুন রক্ষণে সন্দেশ ঝিঙ্গানের অভাব ততই প্রকট হয়ে উঠছে ৷ অতিরিক্ত তালিকায় থাকলেও এদিন মাঠে নামানো হয়নি সদ্য চোট থেকে ফেরা তিরিকে ।

পানাজি, 6 ডিসেম্বর : ডার্বির পরে জোড়া হার, লণ্ডভণ্ড হাবাসের সাজানো বাগান । মুম্বই সিটি এফসি-র পরে জামশেদপুর এফসি-র বিরুদ্ধেও হারল হাবাসের ছেলেরা (Jamshedpur fc beats ATK Mohun Bagan) । 2-1 গোলে হেরে লিগ তালিকায় পাঁচ নম্বরে নেমে গেলেন রয় কৃষ্ণারা । জামশেদপুর এফসি-র হয়ে গোল করেন লেন এবং অ্যালেক্স । মোহনবাগানের হয়ে ম্যাচের একমাত্র গোলটি করেন প্রীতম কোটাল ।

ট্রেভর জেমস মর্গ্যানের কোচিংয়ে লাল-হলুদ জার্সিতে প্রতিশ্রুতিমান ফুটবলার হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন লেন ৷ ফলে কলকাতা ময়দানে তিনি পরিচিত নাম ৷ এদিন ম্যাচের 37 মিনিটের মাথায় জোরাল শটে জামশেদপুর এফসি-কে এগিয়ে দেন তিনি । তারপরে চোট পেয়ে মাঠের বাইরে চলে গেলেও জামশেদপুরের আক্রমণভাগ গোটা ম্যাচেই সচল থাকল । যার ফল, 84 মিনিটে পরিবর্ত হিসেবে মাঠে নামা অ্যালেক্স লিমার দলের হয়ে ব্যবধান বাড়ান ।

আরও পড়ুন : Ex-footballers back SC East Bengal : ইস্টবেঙ্গল ঘুরে দাঁড়াবে, আশাবাদী প্রাক্তনরা

লিগ যত এগোচ্ছে, সবুজ-মেরুন রক্ষণে সন্দেশ ঝিঙ্গানের অভাব ততই প্রকট হয়ে উঠছে ৷ অতিরিক্ত তালিকায় থাকলেও এদিন মাঠে নামানো হয়নি সদ্য চোট থেকে ফেরা তিরিকে ।

Last Updated : Dec 6, 2021, 10:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.