ETV Bharat / sports

জেজের চোখে ধোনি

ভারতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন কুল সদ্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন । তার ক্রিকেটগাথা নিয়ে এখন ঝড় বইছে । চেন্নায়িন FC -র অনুশীলনে যোগ দিয়ে "থালাইভা" ধোনি কীভাবে ফুটবল খেলা নিয়ে মেতে উঠেছিলেন তা বর্ণনা করলেন ভারতীয় স্ট্রাইকার জেজে ৷

মহেন্দ্র সিং ধোনি
মহেন্দ্র সিং ধোনি
author img

By

Published : Aug 17, 2020, 9:45 PM IST

কলকাতা, 17 অগাস্ট : মহেন্দ্র সিং ধোনি যদি ফুটবলার হতেন, তাহলে একইরকম সফল হতেন ৷ মনে করেন জেজে লালপেকলুহয়া । চেন্নায়িন FC হয়ে ইন্ডিয়ান সুপার লিগ খেলার সময় ভারতীয় ক্রিকেট দলের কিংবদন্তি অধিনায়ককে সামনে থেকে দেখেছেন । তারই নিরিখে ভারতীয় স্ট্রাইকার মনে করেন ধোনির ফুটবল নৈপুণ্যও যথেষ্ট ।

ভারতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন কুল সদ্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন । তার ক্রিকেটগাথা নিয়ে এখন ঝড় বইছে । চেন্নায়িন FC -র অনুশীলনে যোগ দিয়ে "থালাইভা" ধোনি কীভাবে ফুটবল খেলা নিয়ে মেতে উঠেছিলেন তা বর্ণনা করলেন ভারতীয় স্ট্রাইকার । ‘‘ফুটবল খেলতে ধোনি ভীষণ ভালোবাসে । আমরা যখন ছোটো মাঠে খেলতাম তখন ও যোগ দিত,’’ বলেছেন মণিপুরি স্ট্রাইকার । একই সঙ্গে তিনি যোগ করেছেন, ‘‘বল পায়ে ধোনি যথেষ্ট ভালো । স্কুল জীবনে গোলকিপার ছিলেন । কিন্তু যখন ধোনি খেলত বোঝা যেত পায়ে যথেষ্ট স্কিল রয়েছে ।’’

একটি ম্যাচে জেজে চোট পেয়েছিলেন । মাঠে খোঁড়াচ্ছিলেন । দর্শকাসন থেকে তা দেখেছিলেন ধোনি । ম্যাচের পরে জেজের কাছ থেকে খোঁড়াচ্ছিলেন কেন জানতে চান মাহি । শোনার পরে কীভাবে চোট সারাতে হবে তা বলে দিয়েছিলেন । অনিরুদ্ধ থাপার মতো তরুণ ফুটবলারের স্মৃতিতেও রয়েছেন ধোনি । ভারত অধিনায়ক মধ্যাহ্ন ভোজের টেবিলে নিজের ক্রিকেট শিক্ষার দিন এবং সংগ্রামের কথা শোনাতেন । অন্যরা ডাকলেও ধোনি ফুটবলারদের সঙ্গে বসতে ভালোবাসতেন । প্রাক্তন ভারত অধিনায়ককে মাটির মানুষ মনে হয়েছে ফুটবলারদের ।

কলকাতা, 17 অগাস্ট : মহেন্দ্র সিং ধোনি যদি ফুটবলার হতেন, তাহলে একইরকম সফল হতেন ৷ মনে করেন জেজে লালপেকলুহয়া । চেন্নায়িন FC হয়ে ইন্ডিয়ান সুপার লিগ খেলার সময় ভারতীয় ক্রিকেট দলের কিংবদন্তি অধিনায়ককে সামনে থেকে দেখেছেন । তারই নিরিখে ভারতীয় স্ট্রাইকার মনে করেন ধোনির ফুটবল নৈপুণ্যও যথেষ্ট ।

ভারতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন কুল সদ্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন । তার ক্রিকেটগাথা নিয়ে এখন ঝড় বইছে । চেন্নায়িন FC -র অনুশীলনে যোগ দিয়ে "থালাইভা" ধোনি কীভাবে ফুটবল খেলা নিয়ে মেতে উঠেছিলেন তা বর্ণনা করলেন ভারতীয় স্ট্রাইকার । ‘‘ফুটবল খেলতে ধোনি ভীষণ ভালোবাসে । আমরা যখন ছোটো মাঠে খেলতাম তখন ও যোগ দিত,’’ বলেছেন মণিপুরি স্ট্রাইকার । একই সঙ্গে তিনি যোগ করেছেন, ‘‘বল পায়ে ধোনি যথেষ্ট ভালো । স্কুল জীবনে গোলকিপার ছিলেন । কিন্তু যখন ধোনি খেলত বোঝা যেত পায়ে যথেষ্ট স্কিল রয়েছে ।’’

একটি ম্যাচে জেজে চোট পেয়েছিলেন । মাঠে খোঁড়াচ্ছিলেন । দর্শকাসন থেকে তা দেখেছিলেন ধোনি । ম্যাচের পরে জেজের কাছ থেকে খোঁড়াচ্ছিলেন কেন জানতে চান মাহি । শোনার পরে কীভাবে চোট সারাতে হবে তা বলে দিয়েছিলেন । অনিরুদ্ধ থাপার মতো তরুণ ফুটবলারের স্মৃতিতেও রয়েছেন ধোনি । ভারত অধিনায়ক মধ্যাহ্ন ভোজের টেবিলে নিজের ক্রিকেট শিক্ষার দিন এবং সংগ্রামের কথা শোনাতেন । অন্যরা ডাকলেও ধোনি ফুটবলারদের সঙ্গে বসতে ভালোবাসতেন । প্রাক্তন ভারত অধিনায়ককে মাটির মানুষ মনে হয়েছে ফুটবলারদের ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.