ETV Bharat / sports

নির্বাসন ? ট্রাও ম্যাচে কোলাডোর খেলা নিয়ে সংশয় - ইস্টবেঙ্গল

লুধিয়ানা থেকে ইস্টবেঙ্গল ইম্ফলে পৌঁছে নেরোকার বিরুদ্ধে চার গোলে জিতেছে। জোড়া গোল করে ম্যাচের নায়ক কোলাডো।

COLADO
নির্বাসন ? ট্রাও ম্যাচে কোলাডোর খেলা নিয়ে সংশয়
author img

By

Published : Dec 11, 2019, 10:39 PM IST

কলকাতা, 11 ডিসেম্বর : নির্বাসিত খাইমে সান্তোজ় কোলাডো । পঞ্জাব এফসি-র বিরুদ্ধে খেলার সময় মাঠের বাইরের ঘটনায় জড়িয়ে পড়ায় ইস্টবেঙ্গলের স্প্যানিশ উইঙ্গারকে 20 ডিসেম্বর অবধি সাময়িক নির্বাসিত করা হয়েছে ।

13 ডিসেম্বরের মধ্যে কারণ দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে কোলাডোকে । আত্মপক্ষ সমর্থনের জন্য শৃঙ্খলারক্ষা কমিটির সামনে 20 ডিসেম্বর উপস্থিত থাকতে হবে কোলাডোকে । যাত্রাবিভ্রাট সামলে লুধিয়ানায় পৌঁছেছিল ইস্টবেঙ্গল। সেই ম্যাচ লাল-হলুদ ব্রিগেড পিছিয়ে পড়ে ড্র করে। ওই ম্যাচে কোলাডো বল বয়কে ধাক্কা মেরেছিলেন, অভিযোগ এমনই । তাই এই নির্বাসন ৷

লুধিয়ানা থেকে ইস্টবেঙ্গল ইম্ফলে পৌঁছে নেরোকার বিরুদ্ধে চার গোলে জিতেছে। জোড়া গোল করে ম্যাচের নায়ক কোলাডো। শহরে ফিরে এবার ট্রাও এফসির বিরুদ্ধে ম্যাচ খেলার প্রস্তুতি শুরু করবেন আলেয়ান্দ্রো মেনেনদেজ় গার্সিয়া। ইতিমধ্যে তিনি বলেছেন দলের পারফরমেন্সে খুশি । আগামী ম্যচগুলোতে দল আরও ভালো খেলবে। 14 ডিসেম্বর ট্রাও এফসির বিরুদ্ধে ইস্টবেঙ্গল কল্যাণী স্টেডিয়ামে খেলবে ৷ তারপর 22 ডিসেম্বর আই লিগের প্রথম ডার্বি। সেই ম্যাচে কোলাডোকে ইস্টবেঙ্গল পাবে কি না তা নিয়ে সন্দেহ রয়েছে ।

AIFF-এর শৃঙ্খলারক্ষা কমিটি 20 ডিসেম্বর কী সিদ্ধান্ত নেয় তা দেখার। নিয়ম অনুসারে বল বয়কে কোন ফুটবলার ধাক্কা দিলে তিন ম্যাচ নির্বাসনের শাস্তি দেওয়ার নিয়ম । ফেডারেশন এই ঘটনায় কড়া পদক্ষেপ করতে চায় । তা যদি হয় তাহলে ডার্বির আগে বড় ধাক্কা পাবে ইস্টবেঙ্গল ৷

কলকাতা, 11 ডিসেম্বর : নির্বাসিত খাইমে সান্তোজ় কোলাডো । পঞ্জাব এফসি-র বিরুদ্ধে খেলার সময় মাঠের বাইরের ঘটনায় জড়িয়ে পড়ায় ইস্টবেঙ্গলের স্প্যানিশ উইঙ্গারকে 20 ডিসেম্বর অবধি সাময়িক নির্বাসিত করা হয়েছে ।

13 ডিসেম্বরের মধ্যে কারণ দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে কোলাডোকে । আত্মপক্ষ সমর্থনের জন্য শৃঙ্খলারক্ষা কমিটির সামনে 20 ডিসেম্বর উপস্থিত থাকতে হবে কোলাডোকে । যাত্রাবিভ্রাট সামলে লুধিয়ানায় পৌঁছেছিল ইস্টবেঙ্গল। সেই ম্যাচ লাল-হলুদ ব্রিগেড পিছিয়ে পড়ে ড্র করে। ওই ম্যাচে কোলাডো বল বয়কে ধাক্কা মেরেছিলেন, অভিযোগ এমনই । তাই এই নির্বাসন ৷

লুধিয়ানা থেকে ইস্টবেঙ্গল ইম্ফলে পৌঁছে নেরোকার বিরুদ্ধে চার গোলে জিতেছে। জোড়া গোল করে ম্যাচের নায়ক কোলাডো। শহরে ফিরে এবার ট্রাও এফসির বিরুদ্ধে ম্যাচ খেলার প্রস্তুতি শুরু করবেন আলেয়ান্দ্রো মেনেনদেজ় গার্সিয়া। ইতিমধ্যে তিনি বলেছেন দলের পারফরমেন্সে খুশি । আগামী ম্যচগুলোতে দল আরও ভালো খেলবে। 14 ডিসেম্বর ট্রাও এফসির বিরুদ্ধে ইস্টবেঙ্গল কল্যাণী স্টেডিয়ামে খেলবে ৷ তারপর 22 ডিসেম্বর আই লিগের প্রথম ডার্বি। সেই ম্যাচে কোলাডোকে ইস্টবেঙ্গল পাবে কি না তা নিয়ে সন্দেহ রয়েছে ।

AIFF-এর শৃঙ্খলারক্ষা কমিটি 20 ডিসেম্বর কী সিদ্ধান্ত নেয় তা দেখার। নিয়ম অনুসারে বল বয়কে কোন ফুটবলার ধাক্কা দিলে তিন ম্যাচ নির্বাসনের শাস্তি দেওয়ার নিয়ম । ফেডারেশন এই ঘটনায় কড়া পদক্ষেপ করতে চায় । তা যদি হয় তাহলে ডার্বির আগে বড় ধাক্কা পাবে ইস্টবেঙ্গল ৷

Intro:নির্বাসিত জাইমে স্যান্টোস কোলাডো। পঞ্জাব এফসি র বিরুদ্ধে খেলার সময় মাঠের বাইরের ঘটনায় জড়িয়ে পড়ায় ইস্টবেঙ্গলের স্প্যানিশ উইঙ্গারকে 20ডিসেম্বর অবধি সাময়িক নির্বাসিত করা হয়েছে।13 ডিসেম্বরের মধ্যে কারন দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। আত্মপক্ষ সমর্থনের জন্য শৃঙ্খলারক্ষা কমিটির সামনে 20ডিসেম্বর উপস্থিত হতে হবে। যাত্রা বিভ্রাট সামলে লুধিয়ানায় পৌছেছিল ইস্টবেঙ্গল।সেই ম্যাচ লাল হলুদ ব্রিগেড পিছিয়ে পড়ে ড্র করে। শোনা যাচ্ছে ওই ম্যাচে কোলাডো বলবয়কে ধাক্কা মেরেছিলেন। লুধিয়ানা থেকে ইস্টবেঙ্গল ইম্ফলে পৌঁছে নেরোকার বিরুদ্ধে চার গোলে জিতেছে।জোড়া গোল করে ম্যাচের নায়ক কোলাডো।শহরে ফিরে এবার ট্রাও এফসির বিরুদ্ধে ম্যাচ খেলার প্রস্তুতি শুরু করবেন আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়া।ইতিমধ্যে তিনি বলেছেন দলের পারফরম্যান্সে খুশি।আগামী ম্যচগুলোতে দল আরও ভালো খেলবে।14ডিসেম্বর ট্রাও এফসির বিরুদ্ধে ইস্টবেঙ্গল কল্যানী স্টেডিয়ামে খেলবে।তারপরেই 22ডিসেম্বর আই লিগের প্রথম ডার্বি। সেই ম্যাচে কোলাডোকে ইস্টবেঙ্গল পাবে কি না তা নিয়ে সন্দেহ রয়েছে।কারন এআইএফএফ এর ডিসেপ্লিনারি কমিটি 20 ডিসেম্বর কি সিদ্ধান্ত নেয় তা দেখার।নিয়ম অনুসারে বলবয়কে কোন ফুটবলার ধাক্কা দিলে তিন ম্যাচ নির্বাসনের শাস্তি দেওয়ার নিয়ম। ফেডারেশন এই ঘটনায় কড়া পদক্ষেপ নিতে চায়।যাতে ভবিষ্যতে দৃষ্টান্ত হয়ে থাকে।তা যদি হয় তাহলে ডার্বির আগে বড় ধাক্কা লাগবে।


Body:ইস্টবেঙ্গল


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.