ETV Bharat / sports

টাফ ফুটবল খেলছে রিয়াল কাশ্মীর, আজ মোহনবাগানের সামনে কঠিন লড়াই - Real kashmir

গত বছরের আই লিগে ডিপান্ডা ডিকার গোলে মোহনবাগান কাশ্মীর জয় করলেও ফিরতি ম্যাচে কলকাতায় মধুর প্রতিশোধ নিয়েছিল উপত্যকার ক্লাব দলটি ।

ভিকুনা
author img

By

Published : Aug 21, 2019, 1:05 PM IST

কলকাতা, 21 অগাস্ট : আই লিগে দুই দলের দ্বৈরথের স্কোরশিট 1-1 । গতবছরের অভিজ্ঞতা থেকে এবার ডুরান্ডের সেমিফাইনালের অঙ্ক কষতে নারাজ মোহনবাগানের কোচ কিবু ভিকুনা । বুধসন্ধ্যার যুবভারতী ক্রীড়াঙ্গনে সবুজ মেরুনের প্রতিপক্ষ ডেভিড রবার্টসন । ভারতীয় ক্লাব কোচিংয়ে এখন স্প্যানিশ কোচের যে ধারা চলছে সেখানে স্কটিশ কোচ মূর্তিমান ব্যতিক্রম । বাবা কোচ ও ছেলে রিয়াল কাশ্মীর দলের অন্যতম ভরসার নাম । গত বছরের আই লিগে ডিপান্ডা ডিকার গোলে মোহনবাগান কাশ্মীর জয় করলেও ফিরতি ম্যাচে কলকাতায় মধুর প্রতিশোধ নিয়েছিল উপত্যকার ক্লাব দলটি ।

ডুরান্ড সেমিফাইনালে নামার আগে কিবু ভিকুনার নোটবুকে প্রতিপক্ষ সম্বন্ধে যাবতীয় তথ্য রয়েছে । তারই ভিত্তিতে মোহনবাগান কোচের আশ্বাস, দল তৈরি । নব্বই মিনিটের মধ্যে ম্যাচ শেষ করার কথা বললেন । কিন্তু সবুজ মেরুন হেডস্যারের গলায় প্রত্যাশিত ঝাঁজ নেই । চোট সারিয়ে মিডফিল্ডার বেইটা ও স্ট্রাইকার সালভো চামারো মাঠে ফিরেছেন । মঙ্গলবার বিকেলের প্র্যাকটিসে পুরোদমে অনুশীলন করলেন । তবুও কাশ্মীরের দলের বিরুদ্ধে নামার আগে মোহনবাগানে সেই চনমনে ছবিটা দেখা গেল না ।

রবার্টসনের ছেলেরা চলতি ডুরান্ড কাপে প্রতিপক্ষের ওপর কার্যত স্টিম রোলার চালাচ্ছে । গোল হজম তো তারা করেইনি, উলটে বড় ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছে । তাদের টাফ ফুটবল প্রতিপক্ষের ডাগ আউটে আতঙ্ক ছড়াচ্ছে । কিবু ভিকুনা বলছেন," রিয়াল কাশ্মীরের ম্যাচ তিনি দেখেছেন । গত আই লিগে দুই দলের লড়াইয়ের স্কোরশিট জানা । সেই ম্যাচের কয়েকজন ফুটবলার বর্তমান দলেও রয়েছেন । রবার্টসনের দল যথেষ্ট টাফ ফুটবল খেলে । তাই একটা কঠিন লড়াই আমাদের জন্যে অপেক্ষা করছে ।"

রাজনৈতিক অস্থিরতা রয়েছে । কেন্দ্রীয় শাসিত রাজ্য হয়েও স্বস্তি এসেছে বলা যাবে না । সময় যত এগোচ্ছে বদলের হাওয়ায় অভ্যস্ত হচ্ছেন উপত্যকাবাসী । পরিজনদের সঙ্গে দূরাভাষে কথা বলতে পেরে রিয়াল কাশ্মীর দলের ভূমিপুত্ররা স্বস্তিতে । কোচ রবার্টসন বলেছেন ফুটবল উপত্যকায় মুক্তির পথ । কিন্তু তাকে ঘিরেও অনিশ্চয়তার বাতাবরণ । তাই দেশ ঘুরে আই লিগের জন্যে প্রিসিজ়ন ট্রেনিং করছেন । কলকাতায় খেলে মুম্বই যাবেন । সেখানেই দু'মাসের প্রস্তুতি নেওয়া হবে । ডুরান্ড কাপ ছুঁতে দুটো ধাপ পেরোতে হবে । খেতাবের আনন্দ সবসময় আলাদা । জিততে পারলে তা বোনাস হবে বলছেন রবার্টসন ।

প্রথম ট্রফির জন্যে দুটো জয় দরকার । কিবু ভিকুনা তা জানেন বলেই শেষ দুই ধাপে নতুন মোচড় দিতে চান । দুপুরে খেলা, ছোটোমাঠের অসুবিধা এখন অতীত । বুধবারের সন্ধ্যায় যুবভারতী ক্রীড়াঙ্গনের রিয়াল কাশ্মীর ম্যাচ তাই মোহনবাগানের সামনে অন্য লড়াই।

কলকাতা, 21 অগাস্ট : আই লিগে দুই দলের দ্বৈরথের স্কোরশিট 1-1 । গতবছরের অভিজ্ঞতা থেকে এবার ডুরান্ডের সেমিফাইনালের অঙ্ক কষতে নারাজ মোহনবাগানের কোচ কিবু ভিকুনা । বুধসন্ধ্যার যুবভারতী ক্রীড়াঙ্গনে সবুজ মেরুনের প্রতিপক্ষ ডেভিড রবার্টসন । ভারতীয় ক্লাব কোচিংয়ে এখন স্প্যানিশ কোচের যে ধারা চলছে সেখানে স্কটিশ কোচ মূর্তিমান ব্যতিক্রম । বাবা কোচ ও ছেলে রিয়াল কাশ্মীর দলের অন্যতম ভরসার নাম । গত বছরের আই লিগে ডিপান্ডা ডিকার গোলে মোহনবাগান কাশ্মীর জয় করলেও ফিরতি ম্যাচে কলকাতায় মধুর প্রতিশোধ নিয়েছিল উপত্যকার ক্লাব দলটি ।

ডুরান্ড সেমিফাইনালে নামার আগে কিবু ভিকুনার নোটবুকে প্রতিপক্ষ সম্বন্ধে যাবতীয় তথ্য রয়েছে । তারই ভিত্তিতে মোহনবাগান কোচের আশ্বাস, দল তৈরি । নব্বই মিনিটের মধ্যে ম্যাচ শেষ করার কথা বললেন । কিন্তু সবুজ মেরুন হেডস্যারের গলায় প্রত্যাশিত ঝাঁজ নেই । চোট সারিয়ে মিডফিল্ডার বেইটা ও স্ট্রাইকার সালভো চামারো মাঠে ফিরেছেন । মঙ্গলবার বিকেলের প্র্যাকটিসে পুরোদমে অনুশীলন করলেন । তবুও কাশ্মীরের দলের বিরুদ্ধে নামার আগে মোহনবাগানে সেই চনমনে ছবিটা দেখা গেল না ।

রবার্টসনের ছেলেরা চলতি ডুরান্ড কাপে প্রতিপক্ষের ওপর কার্যত স্টিম রোলার চালাচ্ছে । গোল হজম তো তারা করেইনি, উলটে বড় ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছে । তাদের টাফ ফুটবল প্রতিপক্ষের ডাগ আউটে আতঙ্ক ছড়াচ্ছে । কিবু ভিকুনা বলছেন," রিয়াল কাশ্মীরের ম্যাচ তিনি দেখেছেন । গত আই লিগে দুই দলের লড়াইয়ের স্কোরশিট জানা । সেই ম্যাচের কয়েকজন ফুটবলার বর্তমান দলেও রয়েছেন । রবার্টসনের দল যথেষ্ট টাফ ফুটবল খেলে । তাই একটা কঠিন লড়াই আমাদের জন্যে অপেক্ষা করছে ।"

রাজনৈতিক অস্থিরতা রয়েছে । কেন্দ্রীয় শাসিত রাজ্য হয়েও স্বস্তি এসেছে বলা যাবে না । সময় যত এগোচ্ছে বদলের হাওয়ায় অভ্যস্ত হচ্ছেন উপত্যকাবাসী । পরিজনদের সঙ্গে দূরাভাষে কথা বলতে পেরে রিয়াল কাশ্মীর দলের ভূমিপুত্ররা স্বস্তিতে । কোচ রবার্টসন বলেছেন ফুটবল উপত্যকায় মুক্তির পথ । কিন্তু তাকে ঘিরেও অনিশ্চয়তার বাতাবরণ । তাই দেশ ঘুরে আই লিগের জন্যে প্রিসিজ়ন ট্রেনিং করছেন । কলকাতায় খেলে মুম্বই যাবেন । সেখানেই দু'মাসের প্রস্তুতি নেওয়া হবে । ডুরান্ড কাপ ছুঁতে দুটো ধাপ পেরোতে হবে । খেতাবের আনন্দ সবসময় আলাদা । জিততে পারলে তা বোনাস হবে বলছেন রবার্টসন ।

প্রথম ট্রফির জন্যে দুটো জয় দরকার । কিবু ভিকুনা তা জানেন বলেই শেষ দুই ধাপে নতুন মোচড় দিতে চান । দুপুরে খেলা, ছোটোমাঠের অসুবিধা এখন অতীত । বুধবারের সন্ধ্যায় যুবভারতী ক্রীড়াঙ্গনের রিয়াল কাশ্মীর ম্যাচ তাই মোহনবাগানের সামনে অন্য লড়াই।

Intro:আই লিগের দুই দলের দ্বৈরথে র স্কোরশিট 1-1। গতবছরের হিসাব নিয়ে ডুরান্ডের সেমিফাইনালের অঙ্ক কষতে নারাজ মোহনবাগান কোচ কিবু ভিকুনা। বুধসন্ধ্যার যুবভারতী ক্রীড়াঙ্গনে সবুজ মেরুনের প্রতিপক্ষ ডেভিড রবার্টসন। ভারতীয় ক্লাব কোচিংয়ে স্প্যানিশ কোচের যে ধারনা চলছে সেখানে স্কটিশ কোচ মূর্তি মান ব্যাতিক্রম। বাবা কোচ ও ছেলে রিয়াল কাশ্মীর দলের অন্যতম ভরসার নাম। গত বছরের আই লিগে ডিপান্ডা ডিকার গোলে মোহনবাগান কাশ্মীর জয় করলেও ফিরতি ম্যাচে কলকাতায় মধুর প্রতিশোধ নিয়েছিল উপত্যকার ক্লাব দলটি।
ডুরান্ড সেমিফাইনালে নামার আগে কিবু ভিকুনা র নোটবুকে প্রতিপক্ষ সম্বন্ধে যাবতীয় তথ্য রয়েছে। তারই ভিত্তিতে মোহনবাগান কোচের আশ্বাস,দল তৈরি। নব্বই মিনিটের মধ্যে ম্যাচ শেষ করার কথা বললেন। কিন্তু সবুজ মেরুন হেডস্যারের গলায় প্রত্যাশিত ঝাজ নেই। চোট সারিয়ে মিডফিল্ডার বেইটা ও স্ট্রাইকার সালভো চামারো মাঠে ফিরেছেন। মঙ্গলবার বিকেলে র প্র্যাকটিসে পুরো দমে অনুশীলন করলেন। তবুও কাশ্মীরের দলের বিরুদ্ধে নামার আগে মোহনবাগানে চনমনে ছবিটা দেখা গেল না।
রবার্টসন এর ছেলেরা চলতি ডুরান্ড কাপে প্রতিপক্ষের ওপর কার্যত স্টিম রোলার চালাচ্ছে। গোল হজম তো তারা করেইনি উলটে বড় ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছে। তাদের টাফ ফুটবল প্রতিপক্ষ ডাগ আউটে আতঙ্ক ছড়াচ্ছে। কিবু ভিকুনা বলছেন," রিয়াল কাশ্মীরের ম্যাচ তিনি দেখেছেন। গত আই লিগে দুই দলের পারস্পরিক লড়াইয়ের স্কোরশিট জানা। সেই ম্যাচের কয়েকজন ফুটবলার বর্তমান দলে রয়েছেন। রবার্টসনের দল যথেষ্ট টাফ ফুটবল খেলে। তাই একটা কঠিন লড়াই আমাদের জন্যে অপেক্ষা করছে।"
রাজনৈতিক অস্থিরতা রয়েছে। কেন্দ্রীয় শাসিত রাজ্য হয়েও স্বস্তি এসেছে বলা যাবেনা। সময় যত এগোচ্ছে বদলের হাওয়ায় অভ্যস্ত হচ্ছেন উপত্যকা বাসী। পরিজনদের সঙ্গে দূরাভাষে কথা বলতে পেরে রিয়াল কাশ্মীর দলের ভূমিপুত্ররা স্বস্তিতে। কোচ রবার্টসন বলেছেন ফুটবল উপত্যকায় মুক্তির পথ। কিন্তু তাকে ঘিরেও অনিশ্চয়তার বাতাবরন। তাই দেশ ঘুরে আই লিগের জন্যে প্রিসিজন ট্রেনিং করছেন। কলকাতায় খেলে মুম্বই যাবেন। সেখানেই দুমাসের প্রস্তুতি নেওয়া হবে। ডুরান্ড কাপ ছুতে দুটো ধাপ পেরোতে হবে। খেতাবের আনন্দ সবসময় আলাদা। জিততে পারলে তা বোনাস হবে বলছেন রবার্টসন।
প্রথম ট্রফির জন্যে দুটো জয় দরকার। কিবু ভিকুনা তা জানেন বলেই শেষ দুই ধাপে নতুন মোচড় দিতে চান। দুপুরে খেলা, ছোটমাঠের অসুবিধা এখন অতীত। বুধবারের সন্ধ্যায় যুবভারতী ক্রীড়াঙ্গনের রিয়াল কাশ্মীর ম্যাচ তাই মোহনবাগানের সামনে অন্য লড়াই।


Body:মোহনবাগান


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.