কলকাতা, 21 অগাস্ট : আই লিগে দুই দলের দ্বৈরথের স্কোরশিট 1-1 । গতবছরের অভিজ্ঞতা থেকে এবার ডুরান্ডের সেমিফাইনালের অঙ্ক কষতে নারাজ মোহনবাগানের কোচ কিবু ভিকুনা । বুধসন্ধ্যার যুবভারতী ক্রীড়াঙ্গনে সবুজ মেরুনের প্রতিপক্ষ ডেভিড রবার্টসন । ভারতীয় ক্লাব কোচিংয়ে এখন স্প্যানিশ কোচের যে ধারা চলছে সেখানে স্কটিশ কোচ মূর্তিমান ব্যতিক্রম । বাবা কোচ ও ছেলে রিয়াল কাশ্মীর দলের অন্যতম ভরসার নাম । গত বছরের আই লিগে ডিপান্ডা ডিকার গোলে মোহনবাগান কাশ্মীর জয় করলেও ফিরতি ম্যাচে কলকাতায় মধুর প্রতিশোধ নিয়েছিল উপত্যকার ক্লাব দলটি ।
ডুরান্ড সেমিফাইনালে নামার আগে কিবু ভিকুনার নোটবুকে প্রতিপক্ষ সম্বন্ধে যাবতীয় তথ্য রয়েছে । তারই ভিত্তিতে মোহনবাগান কোচের আশ্বাস, দল তৈরি । নব্বই মিনিটের মধ্যে ম্যাচ শেষ করার কথা বললেন । কিন্তু সবুজ মেরুন হেডস্যারের গলায় প্রত্যাশিত ঝাঁজ নেই । চোট সারিয়ে মিডফিল্ডার বেইটা ও স্ট্রাইকার সালভো চামারো মাঠে ফিরেছেন । মঙ্গলবার বিকেলের প্র্যাকটিসে পুরোদমে অনুশীলন করলেন । তবুও কাশ্মীরের দলের বিরুদ্ধে নামার আগে মোহনবাগানে সেই চনমনে ছবিটা দেখা গেল না ।
রবার্টসনের ছেলেরা চলতি ডুরান্ড কাপে প্রতিপক্ষের ওপর কার্যত স্টিম রোলার চালাচ্ছে । গোল হজম তো তারা করেইনি, উলটে বড় ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছে । তাদের টাফ ফুটবল প্রতিপক্ষের ডাগ আউটে আতঙ্ক ছড়াচ্ছে । কিবু ভিকুনা বলছেন," রিয়াল কাশ্মীরের ম্যাচ তিনি দেখেছেন । গত আই লিগে দুই দলের লড়াইয়ের স্কোরশিট জানা । সেই ম্যাচের কয়েকজন ফুটবলার বর্তমান দলেও রয়েছেন । রবার্টসনের দল যথেষ্ট টাফ ফুটবল খেলে । তাই একটা কঠিন লড়াই আমাদের জন্যে অপেক্ষা করছে ।"
রাজনৈতিক অস্থিরতা রয়েছে । কেন্দ্রীয় শাসিত রাজ্য হয়েও স্বস্তি এসেছে বলা যাবে না । সময় যত এগোচ্ছে বদলের হাওয়ায় অভ্যস্ত হচ্ছেন উপত্যকাবাসী । পরিজনদের সঙ্গে দূরাভাষে কথা বলতে পেরে রিয়াল কাশ্মীর দলের ভূমিপুত্ররা স্বস্তিতে । কোচ রবার্টসন বলেছেন ফুটবল উপত্যকায় মুক্তির পথ । কিন্তু তাকে ঘিরেও অনিশ্চয়তার বাতাবরণ । তাই দেশ ঘুরে আই লিগের জন্যে প্রিসিজ়ন ট্রেনিং করছেন । কলকাতায় খেলে মুম্বই যাবেন । সেখানেই দু'মাসের প্রস্তুতি নেওয়া হবে । ডুরান্ড কাপ ছুঁতে দুটো ধাপ পেরোতে হবে । খেতাবের আনন্দ সবসময় আলাদা । জিততে পারলে তা বোনাস হবে বলছেন রবার্টসন ।
প্রথম ট্রফির জন্যে দুটো জয় দরকার । কিবু ভিকুনা তা জানেন বলেই শেষ দুই ধাপে নতুন মোচড় দিতে চান । দুপুরে খেলা, ছোটোমাঠের অসুবিধা এখন অতীত । বুধবারের সন্ধ্যায় যুবভারতী ক্রীড়াঙ্গনের রিয়াল কাশ্মীর ম্যাচ তাই মোহনবাগানের সামনে অন্য লড়াই।