ETV Bharat / sports

ছন্দে ফিরতে মরিয়া হায়দরাবাদের বিরুদ্ধে প্রথম জয়ের অপেক্ষায় লাল হলুদ - প্রথম জয়ের অপেক্ষায় লাল হলুদ

আজ ভাস্কোর তিলক ময়দানে আই এস এলের ম্যাচ 29-এ মুখোমুখি হায়দরাবাদ বনাম ইস্টবেঙ্গল

হায়দরাবাদে
হায়দরাবাদে
author img

By

Published : Dec 15, 2020, 6:27 PM IST

গোয়া, 15 ডিসেম্বর : প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করলেও পরপর তিনটি ম্যাচ ড্র করে পয়েন্ট টেবিলের সাত নম্বরে হায়দরাবাদ । অন্যদিকে এখনও জয়ের মুখ না দেখে টেবিলের তলানিতে এস সি ইস্টবেঙ্গল । এই অবস্থায় আজ ভাস্কোর তিলক ময়দানে আই এস এলের ম্যাচ যে আলাদা উত্তেজনা তৈরি করবে তা বলার অপেক্ষা রাখে না ।

নিজামের শহর এই মরশুমে একটি ম্যাচ না হারলেও গোল করার দক্ষতার অভাব তাদের বেশ চিন্তার বিষয় । অন্যদিকে তাদের 20.68 শতাংশ শট অ্যকুরেসি যা সব দলের মধ্যে সব থেকে কম । এছাড়া চারটি খেলা থেকে মোট 3টি গোল এবং তার মধ্যে ওপেন খেলা থেকে মাত্র একটি গোল ভাবনায় রাখছে হায়দরাবাদ শিবিরকে । তবে এই ব্যাপারে দলকে বাড়তি চাপ দিতে নারাজ কোচ ম্যানুয়েল মারকুইজ় । তিনি বলেন ,"আমরা যদি টেবিলের শেষে বা ওইরকম অবস্থায় থাকতাম তবে চিন্তার বিষয় ছিল । আমাদের দল ভালো ফুটবল খেলছে । আমাদের চাপ নেওয়ার কিছু নেই ।" অনেক বিদেশি ফুটবলার চোটের কারণে বাদ পড়ায় ভারতীয় খেলোয়াড়দের উপর ভরসা করেছিলেন মারকুইজ় । তাঁদের পারফরমেন্সে আপ্লুত কোচ । তিনি টিমের আরও উন্নতি সম্পর্কে আশাবাদী ।

প্রতিপক্ষ ইস্টবেঙ্গল সম্বন্ধে মারকুইজ় বলেন, "এটিকে মোহনবাগান, মুম্বই কিংবা নর্থ ইস্টের বিরুদ্ধে ইস্টবেঙ্গল অনেক সুযোগ নষ্ট করেছে। ইস্টবেঙ্গল কোনও গোল করেনি এটা ভেবে যদি আমরা নিজেদের খেলার ধরন বদলে দিই সেটা ভুল হবে । আমরা আমাদের নিজেদের খেলার শৈলীতে অবিচল থাকলে জয় আসবে । "

একদিকে হায়দরাবাদ জেতার জন্য মুখিয়ে, অন্যদিকে লাল হলুদ শিবির এখনও তাদের প্রথম জয়ের অপেক্ষায় ।

গোয়া, 15 ডিসেম্বর : প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করলেও পরপর তিনটি ম্যাচ ড্র করে পয়েন্ট টেবিলের সাত নম্বরে হায়দরাবাদ । অন্যদিকে এখনও জয়ের মুখ না দেখে টেবিলের তলানিতে এস সি ইস্টবেঙ্গল । এই অবস্থায় আজ ভাস্কোর তিলক ময়দানে আই এস এলের ম্যাচ যে আলাদা উত্তেজনা তৈরি করবে তা বলার অপেক্ষা রাখে না ।

নিজামের শহর এই মরশুমে একটি ম্যাচ না হারলেও গোল করার দক্ষতার অভাব তাদের বেশ চিন্তার বিষয় । অন্যদিকে তাদের 20.68 শতাংশ শট অ্যকুরেসি যা সব দলের মধ্যে সব থেকে কম । এছাড়া চারটি খেলা থেকে মোট 3টি গোল এবং তার মধ্যে ওপেন খেলা থেকে মাত্র একটি গোল ভাবনায় রাখছে হায়দরাবাদ শিবিরকে । তবে এই ব্যাপারে দলকে বাড়তি চাপ দিতে নারাজ কোচ ম্যানুয়েল মারকুইজ় । তিনি বলেন ,"আমরা যদি টেবিলের শেষে বা ওইরকম অবস্থায় থাকতাম তবে চিন্তার বিষয় ছিল । আমাদের দল ভালো ফুটবল খেলছে । আমাদের চাপ নেওয়ার কিছু নেই ।" অনেক বিদেশি ফুটবলার চোটের কারণে বাদ পড়ায় ভারতীয় খেলোয়াড়দের উপর ভরসা করেছিলেন মারকুইজ় । তাঁদের পারফরমেন্সে আপ্লুত কোচ । তিনি টিমের আরও উন্নতি সম্পর্কে আশাবাদী ।

প্রতিপক্ষ ইস্টবেঙ্গল সম্বন্ধে মারকুইজ় বলেন, "এটিকে মোহনবাগান, মুম্বই কিংবা নর্থ ইস্টের বিরুদ্ধে ইস্টবেঙ্গল অনেক সুযোগ নষ্ট করেছে। ইস্টবেঙ্গল কোনও গোল করেনি এটা ভেবে যদি আমরা নিজেদের খেলার ধরন বদলে দিই সেটা ভুল হবে । আমরা আমাদের নিজেদের খেলার শৈলীতে অবিচল থাকলে জয় আসবে । "

একদিকে হায়দরাবাদ জেতার জন্য মুখিয়ে, অন্যদিকে লাল হলুদ শিবির এখনও তাদের প্রথম জয়ের অপেক্ষায় ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.