ETV Bharat / sports

কার হাতে উঠবে ট্রফি, আইএসএল ফাইনালে নজরে কারা...

author img

By

Published : Mar 13, 2021, 4:57 PM IST

সবুজ মেরুন সাফল্যের অন্যতম কাণ্ডারি ফিজির রয় কৃষ্ণ । ইতিমধ্যে 14টি গোল করেছেন ৷ সাতটি করিয়েছেন ।

isl final
isl final

গোয়া, 13 মার্চ : সাত নম্বর আইএসএল ফাইনাল ঘিরে উত্তেজনার পারদ তুঙ্গে । সবুজ মেরুন জার্সিতে প্রথমবার আইএসএল ট্রফি ছোঁয়ার ইঙ্গিত রয়েছে ৷ তেমনই রয়েছে মুম্বই সিটি এফসি-র সামনে ট্রফি জয়ীদের তালিকায় ঢোকার মরিয়া মনোভাব ৷ ফাইনালে দুটো দলের মধ্যে কাদের উপর থাকবে নজর দেখে নেওয়া যাক ৷

অরিন্দম ভট্টাচার্য (এটিকে মোহনবাগান) : অরিন্দম ভট্টাচার্য এটিকে মোহনবাগানের সাফল্যের অন্যতম কারিগর । বাঙালি গোলরক্ষক চলতি আইএসএলে দুরন্ত ফর্মে রয়েছেন । ইতিমধ্যেই অরিন্দম ভট্টাচার্য 55 টি সেভ করেছেন । গোল না হজম করে দলের জয়ে বড় ভূমিকা নিয়েছেন দশটি ম্যাচে । গোল্ডেন গ্লাভসের দৌড়ে সবার আগে তিনি ।

অমরিন্দার সিং(মুম্বই সিটি এফসি): মুম্বই সিটি এফসির হয়ে অমরিন্দারের সেভের সংখ্যা 58 । অরিন্দমের মতো তিনিও 10টি ম্যাচে গোল না হজম দলের জয়ে বড় ভূমিকা নিয়েছেন । অরিন্দমের তুলনায় অমরিন্দার বেশি গোল খেয়েছেন । মুম্বই সিটি এফসির গোলরক্ষকও গোল্ডেন গ্লাভসের দৌড়ে রয়েছেন।

হুগো বুমোস বনাম রয় কৃষ্ণ

রয় কৃষ্ণ (এটিকে মোহনবাগান) : সবুজ মেরুন সাফল্যের অন্যতম কাণ্ডারি ফিজির রয় কৃষ্ণ । ইতিমধ্যে 14টি গোল করেছেন ৷ সাতটি করিয়েছেন । দলের 29টি গোলের মধ্যে 21টিতে অবদান রয়েছে তাঁর । ফাইনালের আগে বলা হচ্ছে রাখে কৃষ্ণ সবুজ মেরুনকে মারে কে । অন্যদিকে মুম্বই সিটি এফসির ফরাসি তারকা হুগো বুমোস ইতিমধ্যে 15টি ম্যাচ খেলে সাতটি গোল করিয়েছেন । তিনটি গোল করেছেন । তাই শনিবার সন্ধ্যায় ফরাসি বনাম ফিজিয়ানের দ্বৈরথ অন্যতম আকর্ষণ ।

সন্দেশ ঝিঙ্গান বনাম মুর্তাদা ফল

এটিকে মোহনবাগানের হয়ে চলতি আইএসএলে সন্দেশ ঝিঙ্গানের প্রত্যাবর্তন । চোট সারিয়ে কেরালা ব্লাস্টার্স থেকে সবুজ মেরুনের পক্ষে সই করে সন্দেশ নিজেকে পুরানো ছন্দে মেলে ধরেছেন । কোচ হাবাসের রক্ষণের নির্ভরতা তিরির সঙ্গে জুটি বেঁধে দিচ্ছেন পঞ্জাবের তরুণ ডিফেন্ডার ।

সেনেগালের মুর্তাদা ফল চলতি আইএসএলে শুধু রক্ষণ সামলে নয়, মুম্বই সিটি এফসিকে গোল করেও ভরসা দিয়েছেন । তাই শনিবার হুগো বুমোসকে সামনে দেওয়াল হয়ে দাঁড়ানো চ্যালেঞ্জ সন্দেশ ঝিঙ্গানের ৷ তেমনই রয় কৃষ্ণকে রোখার দায়িত্ব মুর্তাদা ফলের ।

গোয়া, 13 মার্চ : সাত নম্বর আইএসএল ফাইনাল ঘিরে উত্তেজনার পারদ তুঙ্গে । সবুজ মেরুন জার্সিতে প্রথমবার আইএসএল ট্রফি ছোঁয়ার ইঙ্গিত রয়েছে ৷ তেমনই রয়েছে মুম্বই সিটি এফসি-র সামনে ট্রফি জয়ীদের তালিকায় ঢোকার মরিয়া মনোভাব ৷ ফাইনালে দুটো দলের মধ্যে কাদের উপর থাকবে নজর দেখে নেওয়া যাক ৷

অরিন্দম ভট্টাচার্য (এটিকে মোহনবাগান) : অরিন্দম ভট্টাচার্য এটিকে মোহনবাগানের সাফল্যের অন্যতম কারিগর । বাঙালি গোলরক্ষক চলতি আইএসএলে দুরন্ত ফর্মে রয়েছেন । ইতিমধ্যেই অরিন্দম ভট্টাচার্য 55 টি সেভ করেছেন । গোল না হজম করে দলের জয়ে বড় ভূমিকা নিয়েছেন দশটি ম্যাচে । গোল্ডেন গ্লাভসের দৌড়ে সবার আগে তিনি ।

অমরিন্দার সিং(মুম্বই সিটি এফসি): মুম্বই সিটি এফসির হয়ে অমরিন্দারের সেভের সংখ্যা 58 । অরিন্দমের মতো তিনিও 10টি ম্যাচে গোল না হজম দলের জয়ে বড় ভূমিকা নিয়েছেন । অরিন্দমের তুলনায় অমরিন্দার বেশি গোল খেয়েছেন । মুম্বই সিটি এফসির গোলরক্ষকও গোল্ডেন গ্লাভসের দৌড়ে রয়েছেন।

হুগো বুমোস বনাম রয় কৃষ্ণ

রয় কৃষ্ণ (এটিকে মোহনবাগান) : সবুজ মেরুন সাফল্যের অন্যতম কাণ্ডারি ফিজির রয় কৃষ্ণ । ইতিমধ্যে 14টি গোল করেছেন ৷ সাতটি করিয়েছেন । দলের 29টি গোলের মধ্যে 21টিতে অবদান রয়েছে তাঁর । ফাইনালের আগে বলা হচ্ছে রাখে কৃষ্ণ সবুজ মেরুনকে মারে কে । অন্যদিকে মুম্বই সিটি এফসির ফরাসি তারকা হুগো বুমোস ইতিমধ্যে 15টি ম্যাচ খেলে সাতটি গোল করিয়েছেন । তিনটি গোল করেছেন । তাই শনিবার সন্ধ্যায় ফরাসি বনাম ফিজিয়ানের দ্বৈরথ অন্যতম আকর্ষণ ।

সন্দেশ ঝিঙ্গান বনাম মুর্তাদা ফল

এটিকে মোহনবাগানের হয়ে চলতি আইএসএলে সন্দেশ ঝিঙ্গানের প্রত্যাবর্তন । চোট সারিয়ে কেরালা ব্লাস্টার্স থেকে সবুজ মেরুনের পক্ষে সই করে সন্দেশ নিজেকে পুরানো ছন্দে মেলে ধরেছেন । কোচ হাবাসের রক্ষণের নির্ভরতা তিরির সঙ্গে জুটি বেঁধে দিচ্ছেন পঞ্জাবের তরুণ ডিফেন্ডার ।

সেনেগালের মুর্তাদা ফল চলতি আইএসএলে শুধু রক্ষণ সামলে নয়, মুম্বই সিটি এফসিকে গোল করেও ভরসা দিয়েছেন । তাই শনিবার হুগো বুমোসকে সামনে দেওয়াল হয়ে দাঁড়ানো চ্যালেঞ্জ সন্দেশ ঝিঙ্গানের ৷ তেমনই রয় কৃষ্ণকে রোখার দায়িত্ব মুর্তাদা ফলের ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.