ETV Bharat / sports

তিন ম্যাচে হারের কথা ভুলে যেতে বলছেন মাঘোমা

অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে সবার শেষে প্রস্তুতি শুরু করেছে এসসি ইস্টবেঙ্গল । মাঘোমা তাই মনে করেন অন্য দলগুলোর সঙ্গে পাল্লা দিতে হলে বাড়তি পরিশ্রম জরুরি । একটা জয় চলে আসলে ছবিটি বদলে যাবে এবং সেই ব্যাপারে তিনি আশাবাদী ।

মাঘোমা
মাঘোমা
author img

By

Published : Dec 7, 2020, 10:50 PM IST

কলকাতা, 7 ডিসেম্বর : নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ন্যায্য পেনাল্টি থেকে বঞ্চিত হয় এসসি ইস্টবেঙ্গল । এই নিয়ে ইতিমধ্যে ক্ষোভ গোপন করেননি কোচ রবি ফাওলার । যা নিয়ে বিতর্ক শুরু হয়েছে । লিভারপুলের প্রাক্তনীর এই রেফারি সংক্রান্ত ক্ষোভ প্রতিক্রিয়া তৈরি করেছে । যাকে পেনাল্টি বক্সে ফাউল করার জন্য বিতর্কিত সিদ্ধান্ত সেই মাঘোমা বলছেন , তাঁদের পক্ষে সিদ্ধান্ত দেওয়া হলে ছবিটা অন্যরকম হতে পারত । তবে লাল হলুদ মিডফিল্ডার কাঠগড়ায় না তুলে বরং আশা করছেন রেফারিরা ভুল শুধরে নেবেন ।

তিনটি ম্যাচে পরাজয়ের ফলে হতাশা লাল হলুদ সাজঘরে । কিন্তু দলের সিনিয়র ফুটবলার হিসেবে মাঘোমা বলছেন পিছনের দিকে তাকানোর দরকার নেই । সামনে কঠিন ম্যাচ । দলের জন্য ম্যাচটি গুরুত্বপূর্ণ । তাই ভুলত্রুটি শুধরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতে হবে । মাঘোমা নিজের পারফরম্যান্স কাটাছেঁড়া করে সেরাটা কীভাবে দিতে পারবেন তার পথ নিজের জন্য খুঁজে বের করেছেন বলে জানিয়েছেন ।

অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে সবার শেষে প্রস্তুতি শুরু করেছে এসসি ইস্টবেঙ্গল । মাঘোমা তাই মনে করেন অন্য দলগুলোর সঙ্গে পাল্লা দিতে হলে বাড়তি পরিশ্রম জরুরি । একটা জয় চলে আসলে ছবিটি বদলে যাবে এবং সেই ব্যাপারে তিনি আশাবাদী ।

মোহনবাগানকে হারিয়ে জামশেদপুর এফসি এখন আত্মবিশ্বাসী । দলের স্ট্রাইকার ভালকিস জোড়া গোল করে ম্যাচের নায়ক । তিনি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে একই ভূমিকা নিতে চাইবেন স্বাভাবিক । সেকথা মাথায় রেখে বৃহস্পতিবারের ম্যাচ নিয়ে প্রস্তুতি শুরু করেছে লাল হলুদে । মাঘোমা বলছেন, প্রতিযোগিতায় কোনও ম্যাচ সহজ নয় । তবে ম্যাচ জিততে হলে সুযোগ নষ্ট করা চলবে না । তাই ভুল শোধরাতে পারলে তিন পয়েন্ট পাওয়া কঠিন হবে না বলে মনে করেন । তবে ইস্টবেঙ্গল যে নিয়মিত পেনাল্টির সিদ্ধান্ত পাওয়ার থেকে বঞ্চিত হচ্ছেন তা মনে করিয়ে দিয়েছেন ।

এদিকে চোট সারিয়ে সুস্থ হয়ে মাঠে ফেরার পথে হালওয়ে । অনুশীলন শুরু করেছেন । একই কথা প্রযেজ্যো চুলোভা সম্পর্কে । ড্যানি ফক্সের চোট সারতে আরও কিছুদিন সময় দরকার । বিদেশি স্ট্রাইকার দলবদলের দ্বিতীয় উইনডোতে নিয়ে আসা হবে । দেরীতে হলেও ঘুরে দাঁড়ানোর চেষ্টা লাল হলুদে ।

কলকাতা, 7 ডিসেম্বর : নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ন্যায্য পেনাল্টি থেকে বঞ্চিত হয় এসসি ইস্টবেঙ্গল । এই নিয়ে ইতিমধ্যে ক্ষোভ গোপন করেননি কোচ রবি ফাওলার । যা নিয়ে বিতর্ক শুরু হয়েছে । লিভারপুলের প্রাক্তনীর এই রেফারি সংক্রান্ত ক্ষোভ প্রতিক্রিয়া তৈরি করেছে । যাকে পেনাল্টি বক্সে ফাউল করার জন্য বিতর্কিত সিদ্ধান্ত সেই মাঘোমা বলছেন , তাঁদের পক্ষে সিদ্ধান্ত দেওয়া হলে ছবিটা অন্যরকম হতে পারত । তবে লাল হলুদ মিডফিল্ডার কাঠগড়ায় না তুলে বরং আশা করছেন রেফারিরা ভুল শুধরে নেবেন ।

তিনটি ম্যাচে পরাজয়ের ফলে হতাশা লাল হলুদ সাজঘরে । কিন্তু দলের সিনিয়র ফুটবলার হিসেবে মাঘোমা বলছেন পিছনের দিকে তাকানোর দরকার নেই । সামনে কঠিন ম্যাচ । দলের জন্য ম্যাচটি গুরুত্বপূর্ণ । তাই ভুলত্রুটি শুধরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতে হবে । মাঘোমা নিজের পারফরম্যান্স কাটাছেঁড়া করে সেরাটা কীভাবে দিতে পারবেন তার পথ নিজের জন্য খুঁজে বের করেছেন বলে জানিয়েছেন ।

অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে সবার শেষে প্রস্তুতি শুরু করেছে এসসি ইস্টবেঙ্গল । মাঘোমা তাই মনে করেন অন্য দলগুলোর সঙ্গে পাল্লা দিতে হলে বাড়তি পরিশ্রম জরুরি । একটা জয় চলে আসলে ছবিটি বদলে যাবে এবং সেই ব্যাপারে তিনি আশাবাদী ।

মোহনবাগানকে হারিয়ে জামশেদপুর এফসি এখন আত্মবিশ্বাসী । দলের স্ট্রাইকার ভালকিস জোড়া গোল করে ম্যাচের নায়ক । তিনি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে একই ভূমিকা নিতে চাইবেন স্বাভাবিক । সেকথা মাথায় রেখে বৃহস্পতিবারের ম্যাচ নিয়ে প্রস্তুতি শুরু করেছে লাল হলুদে । মাঘোমা বলছেন, প্রতিযোগিতায় কোনও ম্যাচ সহজ নয় । তবে ম্যাচ জিততে হলে সুযোগ নষ্ট করা চলবে না । তাই ভুল শোধরাতে পারলে তিন পয়েন্ট পাওয়া কঠিন হবে না বলে মনে করেন । তবে ইস্টবেঙ্গল যে নিয়মিত পেনাল্টির সিদ্ধান্ত পাওয়ার থেকে বঞ্চিত হচ্ছেন তা মনে করিয়ে দিয়েছেন ।

এদিকে চোট সারিয়ে সুস্থ হয়ে মাঠে ফেরার পথে হালওয়ে । অনুশীলন শুরু করেছেন । একই কথা প্রযেজ্যো চুলোভা সম্পর্কে । ড্যানি ফক্সের চোট সারতে আরও কিছুদিন সময় দরকার । বিদেশি স্ট্রাইকার দলবদলের দ্বিতীয় উইনডোতে নিয়ে আসা হবে । দেরীতে হলেও ঘুরে দাঁড়ানোর চেষ্টা লাল হলুদে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.