ETV Bharat / sports

উইলিয়ামসের চোখ ধাঁধানো গোল, বেঙ্গালুরুকে 1-0 গোলে হারাল মোহনবাগান

author img

By

Published : Dec 21, 2020, 10:23 PM IST

দুই দলে একাধিক গোলের সুযোগ পেয়েছে বলা যাবে না । কিন্তু যেটুকু পেয়েছে, তার থেকেই কাজের কাজটি করে গিয়েছে সবুজ মেরুন । চলতি আইএসএলে প্রথমবার বিরতির আগে গোল করল এটিকে মোহনবাগান । 33 মিনিটে নিজেদের অর্ধ থেকে কার্ল ম্যাকহিউজ়ের লম্বা পাস ধরে ডেভিড উইলিয়ামসের দুরন্ত শটে গোল দলকে এগিয়ে দেয় ।

বল দখলের লড়াইয়ে উইলিয়ামস
বল দখলের লড়াইয়ে উইলিয়ামস

পানাজি, 21 ডিসেম্বর : রয় কৃষ্ণ, মনবীর সিং গোলের মধ্যে ছিলেন । এবার সেই তালিকায় যোগ দিলেন ডেভিড উইলিয়ামস । তাঁর দুরন্ত গোলে জয়ের ধারাবাহিকতা বজায় রাখল হাবাসের ছেলেরা । এটিকে-মোহনবাগান বনাম বেঙ্গালুরু এফসির ম্যাচের ফল 1-0 । গোলদাতা ও ম্যাচের সেরা ডেভিড উইলিয়ামস ।

এই জয়ের ফলে 16পয়েন্ট নিয়ে বর্তমানে টেবিলের দ্বিতীয় স্থানে এটিকে মোহনবাগান । গোল পার্থক্যের সুবিধা কাজে লাগিয়ে মগডালে মুম্বই সিটি এফসি । ফুটবল বুদ্ধির দ্বৈরথে বেঙ্গালুরু এফসিকে টেক্কা দিলেন আন্তেনিও লোপেজ হাবাস । অভিজ্ঞ স্প্যানিশ কোচ আইএসএলের মঞ্চটিকে হাতের তালুর চেয়ে বেশি চেনেন । তাই আগেই বলেছিলেন বেঙ্গালুরু এফসির আক্রমণের উৎসস্থলটাই ভেঙে দিতে চান । এবং সেই পরিকল্পনা বাস্তবায়নে তাঁর ভরসা আক্রমণাত্মক ফুটবল । এদিন মাঝমাঠের দখল এটিকে-মোহনবাগান শুধু নিজেদের পায়ে রাখেনি । প্রেসিং ফুটবলে ভর দিয়ে সুনীল ছেত্রীদের ব্যাকফুটে ঠেলে রেখেছিল । এবং এই কাজে দলের সব ফুটবলার মরিয়া প্রয়াস হাবাসের কাজ সহজ করে দিল ।

দুই দল একাধিক গোলের সুযোগ পেয়েছে বলা যাবে না । কিন্তু যেটুকু পেয়েছে, তার থেকেই কাজের কাজটি করে গিয়েছে সবুজ মেরুন । চলতি আইএসএলে প্রথমবার বিরতির আগে গোল করল এটিকে মোহনবাগান । 33 মিনিটে নিজেদের অর্ধ থেকে কার্ল ম্যাকহিউজ়ের লম্বা পাস ধরে ডেভিড উইলিয়ামসের দুরন্ত শটে গোল দলকে এগিয়ে দেয় । বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে খেলা হলেই ডেভিড উইলিয়ামসের গোল করার সুঅভ্যাস রয়েছে । চলতি আইএসএলে তিনি নিজের গোলের খাতাও খুললেন বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে গোল করে । দূরপাল্লার পাস অসাধারণভাবে রিসিভ করার পরে বেঙ্গালুরুর দুই ডিফেন্ডারের আড়াল টপকে জোরাল শটে গোল । যার হদিস গুরপ্রীত সিং সান্ধুর কাছে ছিল না ।

আরও পড়ুন :- ভালো স্ট্রাইকারের দরকার, কেরালার কাছে হারের পর বললেন ফাওলার

ডেভিড উইলিয়ামসের এই গোলটি আইএসএলের বিজ্ঞাপন হতে পারে । বেঙ্গালুরু এফসির মরশুমের প্রথম হারের দিনে পাঁচ ম্যাচ গোল না খাওয়ার রেকর্ড করল এটিকে মোহনবাগান । বলা হয়েছিল ম্যাচটি রয় কৃষ্ণ এবং সুনীল ছেত্রীর গোল শিকারের দ্বৈরথ । দু’জনেই সেভাবে চোখে পড়লেন না । বরং অসাধারণ গোল করে মঞ্চ নিয়ে গেলেন ডেভিড উইলিয়ামস ।

পানাজি, 21 ডিসেম্বর : রয় কৃষ্ণ, মনবীর সিং গোলের মধ্যে ছিলেন । এবার সেই তালিকায় যোগ দিলেন ডেভিড উইলিয়ামস । তাঁর দুরন্ত গোলে জয়ের ধারাবাহিকতা বজায় রাখল হাবাসের ছেলেরা । এটিকে-মোহনবাগান বনাম বেঙ্গালুরু এফসির ম্যাচের ফল 1-0 । গোলদাতা ও ম্যাচের সেরা ডেভিড উইলিয়ামস ।

এই জয়ের ফলে 16পয়েন্ট নিয়ে বর্তমানে টেবিলের দ্বিতীয় স্থানে এটিকে মোহনবাগান । গোল পার্থক্যের সুবিধা কাজে লাগিয়ে মগডালে মুম্বই সিটি এফসি । ফুটবল বুদ্ধির দ্বৈরথে বেঙ্গালুরু এফসিকে টেক্কা দিলেন আন্তেনিও লোপেজ হাবাস । অভিজ্ঞ স্প্যানিশ কোচ আইএসএলের মঞ্চটিকে হাতের তালুর চেয়ে বেশি চেনেন । তাই আগেই বলেছিলেন বেঙ্গালুরু এফসির আক্রমণের উৎসস্থলটাই ভেঙে দিতে চান । এবং সেই পরিকল্পনা বাস্তবায়নে তাঁর ভরসা আক্রমণাত্মক ফুটবল । এদিন মাঝমাঠের দখল এটিকে-মোহনবাগান শুধু নিজেদের পায়ে রাখেনি । প্রেসিং ফুটবলে ভর দিয়ে সুনীল ছেত্রীদের ব্যাকফুটে ঠেলে রেখেছিল । এবং এই কাজে দলের সব ফুটবলার মরিয়া প্রয়াস হাবাসের কাজ সহজ করে দিল ।

দুই দল একাধিক গোলের সুযোগ পেয়েছে বলা যাবে না । কিন্তু যেটুকু পেয়েছে, তার থেকেই কাজের কাজটি করে গিয়েছে সবুজ মেরুন । চলতি আইএসএলে প্রথমবার বিরতির আগে গোল করল এটিকে মোহনবাগান । 33 মিনিটে নিজেদের অর্ধ থেকে কার্ল ম্যাকহিউজ়ের লম্বা পাস ধরে ডেভিড উইলিয়ামসের দুরন্ত শটে গোল দলকে এগিয়ে দেয় । বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে খেলা হলেই ডেভিড উইলিয়ামসের গোল করার সুঅভ্যাস রয়েছে । চলতি আইএসএলে তিনি নিজের গোলের খাতাও খুললেন বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে গোল করে । দূরপাল্লার পাস অসাধারণভাবে রিসিভ করার পরে বেঙ্গালুরুর দুই ডিফেন্ডারের আড়াল টপকে জোরাল শটে গোল । যার হদিস গুরপ্রীত সিং সান্ধুর কাছে ছিল না ।

আরও পড়ুন :- ভালো স্ট্রাইকারের দরকার, কেরালার কাছে হারের পর বললেন ফাওলার

ডেভিড উইলিয়ামসের এই গোলটি আইএসএলের বিজ্ঞাপন হতে পারে । বেঙ্গালুরু এফসির মরশুমের প্রথম হারের দিনে পাঁচ ম্যাচ গোল না খাওয়ার রেকর্ড করল এটিকে মোহনবাগান । বলা হয়েছিল ম্যাচটি রয় কৃষ্ণ এবং সুনীল ছেত্রীর গোল শিকারের দ্বৈরথ । দু’জনেই সেভাবে চোখে পড়লেন না । বরং অসাধারণ গোল করে মঞ্চ নিয়ে গেলেন ডেভিড উইলিয়ামস ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.