ETV Bharat / sports

দুরন্ত অ্যালবিনো গোমস, চেন্নাইনের বিরুদ্ধে 1 পয়েন্ট ধরে রাখল কেরালা ব্লাস্টার্স - চেন্নাইন FC বনাম কেরালা ব্লাস্টার্স

জামশেদপুর FC-র বিরুদ্ধে যে দল খেলেছিল, সেই একই দল নিয়ে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে নামে চেন্নাইন ৷ অন্যদিকে দলে তিনটি পরিবর্তন করেন কেরালা ব্লাস্টার্স কোচ কিবু ভিকুনা ৷ ইন্ডিয়ান সুপার লিগে অভিষেক হয় ধ্যানচন্দ্রা মিতেইয়ের ৷

Kerala Blaster vs Chennaiyin FC
Kerala Blaster vs Chennaiyin FC
author img

By

Published : Nov 30, 2020, 8:39 AM IST

পানাজি, 30 নভেম্বর : দুরন্ত অ্যালবিনো গোমস ৷ গোলরক্ষকের সৌজন্যে চেন্নাইন FC-র বিরুদ্ধে গোলশূন্য ড্র করল কেরালা ব্লাস্টার্স ৷ গোয়ার GMC স্টেডিয়ামে দুরন্ত পেনাল্টি বাঁচিয়ে ম্যাচের নায়ক গোমস ৷

জামশেদপুর FC-র বিরুদ্ধে যে দল খেলেছিল, সেই একই দল নিয়ে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে নামে চেন্নাইন ৷ অন্যদিকে দলে তিনটি পরিবর্তন করেন কেরালা ব্লাস্টার্স কোচ কিবু ভিকুনা ৷ ইন্ডিয়ান সুপার লিগে অভিষেক হয় ধ্যানচন্দ্রা মিতেইয়ের ৷ দুই দলেরই গোল মিসের বহরে প্রথমার্ধ গোলশূন্যই থেকে যায় ৷ যদিও ম্যাচের রাশ হাতে রেখেই খেলে চেন্নাইন ৷ কিন্তু, গোলের দরজা খুলতে পারেনি তারা ৷ অন্যদিকে কেরালা গোলরক্ষক অ্যালবিনো গোমসকে ম্যাচের তিন মিনিটের মধ্যেই প্রথম সেভ করতে হয় ৷ রাফায়েল ক্লিভেলারোর দুরন্ত ফ্রি-কিক আটকে দেন তিনি ৷ অবশ্য গোমসের একটি ভুল চেন্নাইনকে এগিয়ে দিতেই পারত ৷ 18 গজ বক্সের মধ্যে বল ক্লিয়ার করতে গিয়ে তা মিস করেন গোমস ৷ বাকেরি কোনে এক্ষেত্রে কেরালা ব্লাস্টার্সের ত্রাতা হিসেবে সামনে আসেন ৷

অন্যদিকে চেন্নাইন গোলরক্ষক বিশাল কাইথও দুরন্ত সেভ করেন ৷ রোহিত কুমারের একটি দূরপাল্লার শট অসাধারণ ক্ষিপ্রতায় বাঁচিয়ে দেন তিনি ৷ প্রথমার্ধে এটিই ছিল গোলমুখে কেরালার একমাত্র শট ৷ যদিও দ্বিতীয়ার্ধের গল্পটাও একই ছিল ৷ খেলার রাশ নিজেদের হাতেই রেখেছিল চেন্নাইন FC ৷ তবে তেকাঠির নীচে অসাধারণ খেলেন গোমস ৷ ফাটখুল্লো ফাটখুলোভের ফ্রি-কিক দুরন্ত দক্ষতায় আটকে দেন তিনি ৷ এবং দলের বিপদ এড়ান ৷

ম্যাচের 74 মিনিটে নিজের সেরাটা দেন গোমস ৷ পেনাল্টি সেভ করেন তিনি ৷ বক্সের মধ্যে রাফায়েল ক্লিভেলারোকে ফাউল করেন সার্জিও সিডোঞ্চা ৷ পেনাল্টি নিতে আসেন জেকুব স্লাইভেস্টর ৷ কিন্তু গোমসের কাছে আটকে যান তিনি ৷

পানাজি, 30 নভেম্বর : দুরন্ত অ্যালবিনো গোমস ৷ গোলরক্ষকের সৌজন্যে চেন্নাইন FC-র বিরুদ্ধে গোলশূন্য ড্র করল কেরালা ব্লাস্টার্স ৷ গোয়ার GMC স্টেডিয়ামে দুরন্ত পেনাল্টি বাঁচিয়ে ম্যাচের নায়ক গোমস ৷

জামশেদপুর FC-র বিরুদ্ধে যে দল খেলেছিল, সেই একই দল নিয়ে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে নামে চেন্নাইন ৷ অন্যদিকে দলে তিনটি পরিবর্তন করেন কেরালা ব্লাস্টার্স কোচ কিবু ভিকুনা ৷ ইন্ডিয়ান সুপার লিগে অভিষেক হয় ধ্যানচন্দ্রা মিতেইয়ের ৷ দুই দলেরই গোল মিসের বহরে প্রথমার্ধ গোলশূন্যই থেকে যায় ৷ যদিও ম্যাচের রাশ হাতে রেখেই খেলে চেন্নাইন ৷ কিন্তু, গোলের দরজা খুলতে পারেনি তারা ৷ অন্যদিকে কেরালা গোলরক্ষক অ্যালবিনো গোমসকে ম্যাচের তিন মিনিটের মধ্যেই প্রথম সেভ করতে হয় ৷ রাফায়েল ক্লিভেলারোর দুরন্ত ফ্রি-কিক আটকে দেন তিনি ৷ অবশ্য গোমসের একটি ভুল চেন্নাইনকে এগিয়ে দিতেই পারত ৷ 18 গজ বক্সের মধ্যে বল ক্লিয়ার করতে গিয়ে তা মিস করেন গোমস ৷ বাকেরি কোনে এক্ষেত্রে কেরালা ব্লাস্টার্সের ত্রাতা হিসেবে সামনে আসেন ৷

অন্যদিকে চেন্নাইন গোলরক্ষক বিশাল কাইথও দুরন্ত সেভ করেন ৷ রোহিত কুমারের একটি দূরপাল্লার শট অসাধারণ ক্ষিপ্রতায় বাঁচিয়ে দেন তিনি ৷ প্রথমার্ধে এটিই ছিল গোলমুখে কেরালার একমাত্র শট ৷ যদিও দ্বিতীয়ার্ধের গল্পটাও একই ছিল ৷ খেলার রাশ নিজেদের হাতেই রেখেছিল চেন্নাইন FC ৷ তবে তেকাঠির নীচে অসাধারণ খেলেন গোমস ৷ ফাটখুল্লো ফাটখুলোভের ফ্রি-কিক দুরন্ত দক্ষতায় আটকে দেন তিনি ৷ এবং দলের বিপদ এড়ান ৷

ম্যাচের 74 মিনিটে নিজের সেরাটা দেন গোমস ৷ পেনাল্টি সেভ করেন তিনি ৷ বক্সের মধ্যে রাফায়েল ক্লিভেলারোকে ফাউল করেন সার্জিও সিডোঞ্চা ৷ পেনাল্টি নিতে আসেন জেকুব স্লাইভেস্টর ৷ কিন্তু গোমসের কাছে আটকে যান তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.