ETV Bharat / sports

নতুন বছরে আরও ধারালো এটিকে মোহনবাগান, 2-0 গোলে নর্থ ইস্টকে হারালেন কৃষ্ণরা

author img

By

Published : Jan 3, 2021, 10:02 PM IST

নর্থ ইস্ট ইউনাইটেড দলটি গোল করায় যতটা দক্ষ, গোল হজম করার ক্ষেত্রেও তার সমান দুর্নাম রয়েছে । বিরতির আগে যাদের টপকানো কঠিন হবে মনে হচ্ছিল তারাই দ্বিতীয়ার্ধে প্রথম দশ মিনিটে দুটো গোল হজম করে রাশ হাতছাড়া করে ফেলল ।

2-0 গোলে নর্থ ইস্টকে হারাল কৃষ্ণরা
2-0 গোলে নর্থ ইস্টকে হারাল কৃষ্ণরা

পানাজি, 3 জানুয়ারি : নতুন বছরের প্রথম রবিবারে হ্যাপি এন্ডিং কলকাতার । আইএসএলে এসসি ইস্টবেঙ্গলের পর এবার জয় তুলে নিল এটিকে মোহনবাগান ৷ প্রতিপক্ষ নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে 2-0 গোলে জয় তুলে নিলেন প্রবীর-সন্দেশরা । গোলে ফিরলেন রয় কৃষ্ণ ৷ অন্য গোলটি ল্যাম্বোর্ডের আত্মঘাতী ৷

এডু গার্সিয়ার কর্নার তিরির মাথা ছুঁয়ে দুরুহ কোণে চলে যাওয়ার পর কেউ ভাবেনি তা থেকে গোল হতে পারে । নর্থ ইস্ট ইউনাইটেডের ডিফেন্ডাররা বোধ হয় আত্মতুষ্টিতে ভুগছিলেন । তাঁদের ক্ষণিকের ভুল কাজে লাগিয়ে শরীর ছুড়ে হেড করে গোল তুলে নেন রয় কৃষ্ণ । দ্বিতীয়ার্ধে প্রথম পাঁচ মিনিটের মধ্যে এটিকে মোহনবাগানের প্রথম গোল আসে রয় কৃষ্ণের সৌজন্যে । যা প্রমাণ করে ফিজ়ির স্ট্রাইকারের মরিয়া মনোভাব এবং অনুমান ক্ষমতা । গত কয়েকটি ম্যাচে গোল করার ধারাবাহিকতায় প্রশ্ন দেখা গিয়েছিল । রবিবার রয় কৃষ্ণ দেখালেন তাঁর স্কোরিং বুট ছন্দ হারায়নি ।

প্রথম গোলের পাঁচ মিনিটের মধ্যে দ্বিতীয় গোল ৷ গোলটি আত্মঘাতী হলেও কৃতিত্ব প্রাপ্য সন্দেশ ঝিঙ্গানের । চোট সারিয়ে মাঠে ফেরার পর নয়া অবতারে ভারতীয় ডিফেন্ডার । চলতি মরশুমে জার্সি বদল করেছেন । এখন দেখা যাচ্ছে রক্ষণ সামলানোর পাশাপাশি গোল করার অভ্যাস রপ্ত করেছেন । কর্ণার থেকে এই আত্মঘাতী গোল তাঁর সুযোগসন্ধানী মনোভাবের পরিচয় ।

আরও পড়ুন :- আইএসএলে প্রথম জয় এসসি ইস্টবেঙ্গলের

নর্থ ইস্ট ইউনাইটেড দলটি গোল করায় যতটা দক্ষ, গোল হজম করার ক্ষেত্রেও তার সমান দুর্নাম রয়েছে । বিরতির আগে যাদের টপকানো কঠিন হবে মনে হচ্ছিল তারাই দ্বিতীয়ার্ধে প্রথম দশ মিনিটে দুটো গোল হজম করে রাশ হাতছাড়া করে ফেলল । টানা পাঁচ ম্যাচে পয়েন্ট নষ্টের ধারাবাহিকতা বজায় রাখল তারা ।

জয়ের সরণিতে ফের এটিকে-মোহনবাগান । একই সঙ্গে 20 পয়েন্ট নিয়ে টেবিলের এক নম্বর জায়গাটা আরও জোরালোভাবে দখলে রাখল তারা । এবার তাদের সামনে মুম্বই সিটি এফসি । নতুন বছরে সাফল্য পাওয়ার অঙ্কটা আরও নিখুঁত করতে চান হাবাস ।

পানাজি, 3 জানুয়ারি : নতুন বছরের প্রথম রবিবারে হ্যাপি এন্ডিং কলকাতার । আইএসএলে এসসি ইস্টবেঙ্গলের পর এবার জয় তুলে নিল এটিকে মোহনবাগান ৷ প্রতিপক্ষ নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে 2-0 গোলে জয় তুলে নিলেন প্রবীর-সন্দেশরা । গোলে ফিরলেন রয় কৃষ্ণ ৷ অন্য গোলটি ল্যাম্বোর্ডের আত্মঘাতী ৷

এডু গার্সিয়ার কর্নার তিরির মাথা ছুঁয়ে দুরুহ কোণে চলে যাওয়ার পর কেউ ভাবেনি তা থেকে গোল হতে পারে । নর্থ ইস্ট ইউনাইটেডের ডিফেন্ডাররা বোধ হয় আত্মতুষ্টিতে ভুগছিলেন । তাঁদের ক্ষণিকের ভুল কাজে লাগিয়ে শরীর ছুড়ে হেড করে গোল তুলে নেন রয় কৃষ্ণ । দ্বিতীয়ার্ধে প্রথম পাঁচ মিনিটের মধ্যে এটিকে মোহনবাগানের প্রথম গোল আসে রয় কৃষ্ণের সৌজন্যে । যা প্রমাণ করে ফিজ়ির স্ট্রাইকারের মরিয়া মনোভাব এবং অনুমান ক্ষমতা । গত কয়েকটি ম্যাচে গোল করার ধারাবাহিকতায় প্রশ্ন দেখা গিয়েছিল । রবিবার রয় কৃষ্ণ দেখালেন তাঁর স্কোরিং বুট ছন্দ হারায়নি ।

প্রথম গোলের পাঁচ মিনিটের মধ্যে দ্বিতীয় গোল ৷ গোলটি আত্মঘাতী হলেও কৃতিত্ব প্রাপ্য সন্দেশ ঝিঙ্গানের । চোট সারিয়ে মাঠে ফেরার পর নয়া অবতারে ভারতীয় ডিফেন্ডার । চলতি মরশুমে জার্সি বদল করেছেন । এখন দেখা যাচ্ছে রক্ষণ সামলানোর পাশাপাশি গোল করার অভ্যাস রপ্ত করেছেন । কর্ণার থেকে এই আত্মঘাতী গোল তাঁর সুযোগসন্ধানী মনোভাবের পরিচয় ।

আরও পড়ুন :- আইএসএলে প্রথম জয় এসসি ইস্টবেঙ্গলের

নর্থ ইস্ট ইউনাইটেড দলটি গোল করায় যতটা দক্ষ, গোল হজম করার ক্ষেত্রেও তার সমান দুর্নাম রয়েছে । বিরতির আগে যাদের টপকানো কঠিন হবে মনে হচ্ছিল তারাই দ্বিতীয়ার্ধে প্রথম দশ মিনিটে দুটো গোল হজম করে রাশ হাতছাড়া করে ফেলল । টানা পাঁচ ম্যাচে পয়েন্ট নষ্টের ধারাবাহিকতা বজায় রাখল তারা ।

জয়ের সরণিতে ফের এটিকে-মোহনবাগান । একই সঙ্গে 20 পয়েন্ট নিয়ে টেবিলের এক নম্বর জায়গাটা আরও জোরালোভাবে দখলে রাখল তারা । এবার তাদের সামনে মুম্বই সিটি এফসি । নতুন বছরে সাফল্য পাওয়ার অঙ্কটা আরও নিখুঁত করতে চান হাবাস ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.