কলকাতা, 23 অগস্ট : চুক্তির টানাপোড়েনে বিরক্ত ইস্টবেঙ্গলের লগ্নিকারী সংস্থা । তাই কোনওরকম অর্থ ছাড়াই ইস্টবেঙ্গলকে স্পোর্টিং রাইটস ফেরাতে চলেছে লগ্নিকারী সংস্থা শ্রী সিমেন্ট ৷ সম্ভবত আজই ক্লাবকে বিচ্ছেদের বার্তা পাঠিয়ে দিতে চলেছে তারা । স্পোর্টিং রাইটস ফেরানোর জন্য ইস্টবেঙ্গলের কাছে গত একবছরে খরচ হওয়া 60 কোটির বেশি টাকা দাবি করেছিল লগ্নিকারী সংস্থা ৷ শোনা যাচ্ছে, সেই টাকার দাবি না করেই ক্লাবের হাতে স্পোর্টিং রাইটস ফিরিয়ে দিচ্ছে সংস্থা ৷ এই ব্যাপারে সংস্থার কর্ণধার হরিমোহন বাঙ্গুরের সবুজ সংকেত মিলেছে বলে খবর ।
ইস্টবেঙ্গলের অগণিত সমর্থকের মত লগ্নিকারীরাও চায় ইস্টবেঙ্গল এবছর আইএসএলে খেলুক । এবং সেক্ষেত্রে তারা কোনওভাবেই বাধা হতে নারাজ । স্পোর্টিং রাইটস ফেরত এবং আর্থিক দায়ভার মুক্ত পরিস্থিতির মধ্যে লাল হলুদ কর্তারা দল গঠন করে ফেলতে পারবেন বলে আশাবাদী লগ্নিকারীরা । এদিকে দলবদলের বাকি মাত্র আট দিন হাতে রয়েছে । এই অবস্থায় সোমবার যদি বিচ্ছেদের চিঠি লেসলি ক্লডিয়াস সরণিতে চলে আসে তাহলে অপেক্ষা এবং শর্তের টানাপোড়েন নতুন মাত্রা নেবে । নতুন বিনিয়োগকারী জোগাড় করে আইএসএলে অংশগ্রহণ করাটা ইস্টবেঙ্গলের কর্তাদের কাছে কার্যত বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে ৷
মাথা বিকিয়ে ফুটবল নয়, কতটা ছাড়তে হয় ইস্টবেঙ্গল জানে-- এই সব বিবৃতি দেওয়া কর্তারা এখন হরিমোহন বাঙ্গুরের চাপের খেলায় বেকায়দায় ৷ এমনটাই মনে করছে ময়দান । কারণ এই চিঠি হাতে আসার পরে "ফুটবল রাইটস হাতে নিয়েও লগ্নিকারী কেন দল গড়ছে না" এই প্রশ্ন তোলা যাবে না । বরং সমর্থকদের সামনে কাঠগড়ায় ক্লাব কর্তাদের দাঁড়াতে হবে ।
অথচ চুক্তি জট সমাধানের দিকে এগোচ্ছিল ৷ 16 অগস্ট ক্লাবকে চুক্তির মূল খসড়া পাঠিয়ে দিয়েছিল লগ্নিকারী সংস্থা ৷ তারপরও কেন চুক্তি স্বাক্ষরের ক্ষেত্রে গড়িমসি করা হল তা বুঝতে পারেনি লগ্নিকারী সংস্থা । ক্লাবের আপত্তির ধারাগুলো নিয়ে নমনীয় হওয়ার পরেও কর্তারা বায়নাক্কা করে চলেছেন বলে তাদের মনে হয়েছে । লগ্নিকারী সংস্থার চেয়ারম্যান হরিমোহন বাঙ্গুর বলেই দিয়েছিলেন যে ক্লাবের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ না পাওয়া গেলে তিনি পুনরায় লগ্নি করবেন না ।
আরও পড়ুন : Former Indian Footballer Died : প্রয়াত প্রাক্তন ভারতীয় ফুটবলার ‘দ্রোণাচার্য’ সৈয়দ শাহিদ হাকিম
চুক্তির মূল খসড়া মুখ্যমন্ত্রী এবং ক্লাবকেও পাঠানো হয়েছে । তারপর তারা আর কোনও পরিবর্তন করতে রাজি হননি । তিনি যে কতটা নিজের সিদ্ধান্তে অনড় তা বিনামূল্যে স্পোর্টিং রাইটস ফেরত দেওয়ার সিদ্ধান্তে প্রমাণ হতে চলেছে । পুরো ব্যয়কে নিজের ক্ষতি বলে ধরছেন হরিমোহন বাঙ্গুর । শনিবার লগ্নিকারীর পক্ষের এক কর্তা বলেছিলেন, তারা উপযাচক হয়ে বিনিয়োগ করতে আসেননি । তাদের আমন্ত্রণ জানানো হয়েছিল । এখন তারা মনে করছেন সেই আমন্ত্রণ গ্রহণ করে ভুল হয়েছে । তাই বিরক্ত হয়ে বিনামূল্যেই স্বত্ব ফিরিয়ে দিতে রাজি হয়ে গিয়েছেন ।