ETV Bharat / sports

ফাওলারের চ্যালেঞ্জ সামলাতে তৈরি ইনমান - ব্র্যাড ইনমান

ভারতের সেরা লিগে খেলার উত্তাপ অনুভব করতে শুরু করেছেন ইনমান । 20 নভেম্বর ISL ও এটিকে মোহনবাগানের প্রথম ম্যাচ । দ্বিতীয় ম্যাচে এটিকে-মোহনবাগানের সামনে ইস্টবেঙ্গল । 27 নভেম্বর ডার্বি ঘিরে ইতিমধ্যে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে । ফুটবলাররা নিজের মতো করে চ্যালেঞ্জ সাজাচ্ছেন । সেই তালিকায় ব্র্যাড ইনমান রয়েছেন ।

ব্র্যাড ইনমান
ব্র্যাড ইনমান
author img

By

Published : Nov 13, 2020, 10:59 PM IST

কলকাতা, 13 নভেম্বর : রবি ফাওলারকে হারিয়ে গুরুদক্ষিণা দিতে চান এটিকে-মোহনবাগানের ব্র্যাড ইনমান । অস্ট্রেলিয়ার A লিগের খেলার অভিঞ্জতা সম্পন্ন ইনমান এবছর প্রথমবার ইন্ডিয়ান সুপার লিগে খেলতে এসেছেন । সবুজ মেরুন কোচ আন্তেনিও লোপেজ হাবাস তাঁকে পছন্দ করে নিয়ে এসেছেন ।

ভারতের সেরা লিগে খেলার উত্তাপ অনুভব করতে শুরু করেছেন ইনমান । 20 নভেম্বর ISL ও এটিকে মোহনবাগানের প্রথম ম্যাচ । দ্বিতীয় ম্যাচে এটিকে-মোহনবাগানের সামনে ইস্টবেঙ্গল । 27 নভেম্বর ডার্বি ঘিরে ইতিমধ্যে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে । ফুটবলাররা নিজের মতো করে চ্যালেঞ্জ সাজাচ্ছেন । সেই তালিকায় ব্র্যাড ইনমান রয়েছেন ।

গতবছর অস্ট্রেলিয়ার A লিগে ব্রিসবেন রোর হয়ে রবি ফাওলারের কোচিংয়ে খেলেছেন তিনি । বছর ঘুরতেই ভিন্ন লিগে যুযুধান দুই শিবিরে রবি ফাওলার এবং ব্র্যাড ইনমান । প্রতিপক্ষ শিবিরের ডাগ আউটে নিজের চেনা কোচ । তাই শ্রদ্ধার মানসিকতা থাকলেও একই সঙ্গে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার কথা বলছেন এটিকে-মোহনবাগানের অজ়ি ফুটবলার ।

"ফাওলার ভালো এবং শ্রদ্ধেয় কোচ । কিন্তু ডার্বির 90 মিনিট তিনি আমার প্রতিপক্ষ । ডার্বি খেলার জন্য মুখিয়ে রয়েছি । মানসিকভাবে তৈরি হচ্ছি । যেকোনও মূল্যে ওর দলের বিরুদ্ধে তিন পয়েন্ট পেতে চাই,’’ ঘোষণা ইনমানের । তাই বলে ডার্বি নিয়ে কোনও বাড়তি চাপ নিতে রাজি নন । ইংল্যান্ডে খেলার সময় ডার্বি খেলার অভিঞ্জতা রয়েছে । ডার্বির গুরুত্ব এবং তাঁকে ঘিরে তৈরি হওয়া আবেগের বিস্ফোরণের সঙ্গে ইনমান পরিচিত । তাঁর মতে,"আমাদের দল গতবছরের চ্যাম্পিয়ন । তাই শুধু ইস্টবেঙ্গল নয়,প্রতিটি দলই আমাদের বিরুদ্ধে বাড়তি মোটিভেশন নিয়ে খেলতে নামবে । মরিয়া হয়ে লড়াই করবে । সেটা মাথায় রেখে আমাদেরও বাড়তি 20 শতাংশ মোটিভেশন নিয়ে মাঠে নামতে হবে ।"

গতবছরের দলে দু’জন নয়া বিদেশি । তিরি এবং ব্র্যাড ইনমান এটিকে-মোহনবাগানের জার্সিতে প্রমাণ করতে মরিয়া । হাবাসের দলে যে সাতজন বিদেশি নথিভুক্ত হয়েছেন তারমধ্যে ইনমান একমাত্র অজ়ি । নিউক্যাসেল ইউনাইটেড, পিটাসবুর্গ ইউনাইটেডের হয়ে চুটিয়ে খেলা ইনমান ইংল্যান্ডে খেলার পরে গতবছর ব্রিসবেন রো এর হয়ে খেলেছেন । সেখানেই তাঁর কোচ ছিলেন SC ইস্টবেঙ্গলের বর্তমান কোচ । ফলে দুজনেই পরস্পরকে জানেন । তাই ফাওলারের রণনীতির পালটা দেওয়ার কথা বলছেন ইনমানও ।

কলকাতা, 13 নভেম্বর : রবি ফাওলারকে হারিয়ে গুরুদক্ষিণা দিতে চান এটিকে-মোহনবাগানের ব্র্যাড ইনমান । অস্ট্রেলিয়ার A লিগের খেলার অভিঞ্জতা সম্পন্ন ইনমান এবছর প্রথমবার ইন্ডিয়ান সুপার লিগে খেলতে এসেছেন । সবুজ মেরুন কোচ আন্তেনিও লোপেজ হাবাস তাঁকে পছন্দ করে নিয়ে এসেছেন ।

ভারতের সেরা লিগে খেলার উত্তাপ অনুভব করতে শুরু করেছেন ইনমান । 20 নভেম্বর ISL ও এটিকে মোহনবাগানের প্রথম ম্যাচ । দ্বিতীয় ম্যাচে এটিকে-মোহনবাগানের সামনে ইস্টবেঙ্গল । 27 নভেম্বর ডার্বি ঘিরে ইতিমধ্যে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে । ফুটবলাররা নিজের মতো করে চ্যালেঞ্জ সাজাচ্ছেন । সেই তালিকায় ব্র্যাড ইনমান রয়েছেন ।

গতবছর অস্ট্রেলিয়ার A লিগে ব্রিসবেন রোর হয়ে রবি ফাওলারের কোচিংয়ে খেলেছেন তিনি । বছর ঘুরতেই ভিন্ন লিগে যুযুধান দুই শিবিরে রবি ফাওলার এবং ব্র্যাড ইনমান । প্রতিপক্ষ শিবিরের ডাগ আউটে নিজের চেনা কোচ । তাই শ্রদ্ধার মানসিকতা থাকলেও একই সঙ্গে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার কথা বলছেন এটিকে-মোহনবাগানের অজ়ি ফুটবলার ।

"ফাওলার ভালো এবং শ্রদ্ধেয় কোচ । কিন্তু ডার্বির 90 মিনিট তিনি আমার প্রতিপক্ষ । ডার্বি খেলার জন্য মুখিয়ে রয়েছি । মানসিকভাবে তৈরি হচ্ছি । যেকোনও মূল্যে ওর দলের বিরুদ্ধে তিন পয়েন্ট পেতে চাই,’’ ঘোষণা ইনমানের । তাই বলে ডার্বি নিয়ে কোনও বাড়তি চাপ নিতে রাজি নন । ইংল্যান্ডে খেলার সময় ডার্বি খেলার অভিঞ্জতা রয়েছে । ডার্বির গুরুত্ব এবং তাঁকে ঘিরে তৈরি হওয়া আবেগের বিস্ফোরণের সঙ্গে ইনমান পরিচিত । তাঁর মতে,"আমাদের দল গতবছরের চ্যাম্পিয়ন । তাই শুধু ইস্টবেঙ্গল নয়,প্রতিটি দলই আমাদের বিরুদ্ধে বাড়তি মোটিভেশন নিয়ে খেলতে নামবে । মরিয়া হয়ে লড়াই করবে । সেটা মাথায় রেখে আমাদেরও বাড়তি 20 শতাংশ মোটিভেশন নিয়ে মাঠে নামতে হবে ।"

গতবছরের দলে দু’জন নয়া বিদেশি । তিরি এবং ব্র্যাড ইনমান এটিকে-মোহনবাগানের জার্সিতে প্রমাণ করতে মরিয়া । হাবাসের দলে যে সাতজন বিদেশি নথিভুক্ত হয়েছেন তারমধ্যে ইনমান একমাত্র অজ়ি । নিউক্যাসেল ইউনাইটেড, পিটাসবুর্গ ইউনাইটেডের হয়ে চুটিয়ে খেলা ইনমান ইংল্যান্ডে খেলার পরে গতবছর ব্রিসবেন রো এর হয়ে খেলেছেন । সেখানেই তাঁর কোচ ছিলেন SC ইস্টবেঙ্গলের বর্তমান কোচ । ফলে দুজনেই পরস্পরকে জানেন । তাই ফাওলারের রণনীতির পালটা দেওয়ার কথা বলছেন ইনমানও ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.