ETV Bharat / sports

ফুটবল এখন দূরে, চেন্নাইয়ের পথে খাকি পোশাকে কর্তব্য় পালন ইন্দুমতীর

পুলিশের চিরাচরিত খাকি পোশাক এবং কোরোনা সুরক্ষায় মুখে মাস্ক ও হাতে গ্লাভস পরিহিত ইন্দুমতীকে চেনার মোটেও উপায় নেই ৷ চেন্নাইয়ের আন্নানগরে চেকিংয়ের জন্য তিনি যখন গাড়ি থামান তখন তাঁর আসল পরিচয় বোঝার উপায় নেই কারও ৷

ফুটবল এখন দূরে, চেন্নাইয়ের পথে খাকি পোশাকে কর্তব্য় পালন ইন্দুমতীর
ফুটবল এখন দূরে, চেন্নাইয়ের পথে খাকি পোশাকে কর্তব্য় পালন ইন্দুমতীর
author img

By

Published : May 26, 2020, 9:19 PM IST

চেন্নাই, 26 মে: তাঁর সতীর্থরা লকডাউনে নিজেদের বাড়িতে আটকে রেখেছে ৷ কিন্তু তিনি পারেননি ৷ দেশের এই সংকটজনক পরিস্থিতিতে নিজেকে বাড়িতে বন্দী না রেখে পথে নেমে কাজ করছেন ইন্দুমতী কাথিরেসন ৷ কোরোনা থেকে বাঁচতে জাতীয় মহিলা ফুটবল টিমের এই মিডফিল্ডার খাকি পোশাকে পথচলতি মানুষদের সরকারি নির্দেশিকা মেনে চলার অনুরোধ করেছন ৷

পুলিশের চিরাচরিত খাকি পোশাক এবং কোরোনা সুরক্ষায় মুখে মাস্ক ও হাতে গ্লাভস পরিহিত ইন্দুমতীকে চেনার মোটেও উপায় নেই ৷ চেন্নাইয়ের আন্নানগরে চেকিংয়ের জন্য তিনি যখন গাড়ি থামান তখন তাঁর আসল পরিচয় বোঝার উপায় নেই কারও ৷ এমনিতে জাতীয় দলের সতীর্থরা ইন্দুর নিয়মনুবর্তিতা সম্পর্কে জানেন ৷ কিন্তু এই লকডাউনের মধ্যে নিজের প্রাত্যহিক রুটিনকে আরও কড়া নিয়মে মুড়ে ফেলেছেন জাতীয় দলের এই মিডিও ৷ প্রতিদিন সকাল সাতটার মধ্যে তাঁকে রিপোর্ট করতে হয় ৷ এরপর সারাদিন ধরে চলে পেট্রোলিং ৷ কখনও কখনও আবার সারারাত ধরেও চেন্নাইয়ের রাস্তায় পেট্রোলিংয়ে ব্যস্ত থাকেন উইমেন ইন ব্লু-র সদস্য ৷

  • My heart swells with pride when I see our players like Indumathi who plays football for India and also perform duty wearing khaki uniform during #COVID19 pandemic! https://t.co/DRyJKTyJZB

    — Kiren Rijiju (@KirenRijiju) May 26, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তামিলনাড়ু পুলিশের সাব ইন্সপেক্টর হিসেবে কর্মরত ইন্দুমতী বলেছেন, "গোটা দেশ কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে ৷ তাই সকলে যাতে সরকারি নির্দেশিকা মেনে চলেন তা নিশ্চিত করা প্রয়োজন ৷ আর ব্যক্তিগতভাবে এই সময়টা আমার কাছে খুব ব্যস্ততার সময় ৷ অন্য কিছু করার সময়ই পাই না ৷ দেশের জন্য কাজ করছি ৷ কোভিড-19 প্যানডেমিকের মধ্যে আমাকে রোজ দেশের জন্য খেলতে হচ্ছে ৷ ইন্দুমতীর এই কাজে আপ্লুত ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু ৷" টুইটারে তিনি লিখেছেন, "ইন্দুমতীর মতো খেলোয়াড়রা যাঁরা দেশের হয়ে খেলার পাশাপাশি এই প্যানডেমিকের মধ্যে খাকি পোশাকে কর্তব্য পালন করেন তাদের দেখে আমার হৃদয় গর্বে ফুলে উঠেছে ৷"

চেন্নাই, 26 মে: তাঁর সতীর্থরা লকডাউনে নিজেদের বাড়িতে আটকে রেখেছে ৷ কিন্তু তিনি পারেননি ৷ দেশের এই সংকটজনক পরিস্থিতিতে নিজেকে বাড়িতে বন্দী না রেখে পথে নেমে কাজ করছেন ইন্দুমতী কাথিরেসন ৷ কোরোনা থেকে বাঁচতে জাতীয় মহিলা ফুটবল টিমের এই মিডফিল্ডার খাকি পোশাকে পথচলতি মানুষদের সরকারি নির্দেশিকা মেনে চলার অনুরোধ করেছন ৷

পুলিশের চিরাচরিত খাকি পোশাক এবং কোরোনা সুরক্ষায় মুখে মাস্ক ও হাতে গ্লাভস পরিহিত ইন্দুমতীকে চেনার মোটেও উপায় নেই ৷ চেন্নাইয়ের আন্নানগরে চেকিংয়ের জন্য তিনি যখন গাড়ি থামান তখন তাঁর আসল পরিচয় বোঝার উপায় নেই কারও ৷ এমনিতে জাতীয় দলের সতীর্থরা ইন্দুর নিয়মনুবর্তিতা সম্পর্কে জানেন ৷ কিন্তু এই লকডাউনের মধ্যে নিজের প্রাত্যহিক রুটিনকে আরও কড়া নিয়মে মুড়ে ফেলেছেন জাতীয় দলের এই মিডিও ৷ প্রতিদিন সকাল সাতটার মধ্যে তাঁকে রিপোর্ট করতে হয় ৷ এরপর সারাদিন ধরে চলে পেট্রোলিং ৷ কখনও কখনও আবার সারারাত ধরেও চেন্নাইয়ের রাস্তায় পেট্রোলিংয়ে ব্যস্ত থাকেন উইমেন ইন ব্লু-র সদস্য ৷

  • My heart swells with pride when I see our players like Indumathi who plays football for India and also perform duty wearing khaki uniform during #COVID19 pandemic! https://t.co/DRyJKTyJZB

    — Kiren Rijiju (@KirenRijiju) May 26, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তামিলনাড়ু পুলিশের সাব ইন্সপেক্টর হিসেবে কর্মরত ইন্দুমতী বলেছেন, "গোটা দেশ কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে ৷ তাই সকলে যাতে সরকারি নির্দেশিকা মেনে চলেন তা নিশ্চিত করা প্রয়োজন ৷ আর ব্যক্তিগতভাবে এই সময়টা আমার কাছে খুব ব্যস্ততার সময় ৷ অন্য কিছু করার সময়ই পাই না ৷ দেশের জন্য কাজ করছি ৷ কোভিড-19 প্যানডেমিকের মধ্যে আমাকে রোজ দেশের জন্য খেলতে হচ্ছে ৷ ইন্দুমতীর এই কাজে আপ্লুত ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু ৷" টুইটারে তিনি লিখেছেন, "ইন্দুমতীর মতো খেলোয়াড়রা যাঁরা দেশের হয়ে খেলার পাশাপাশি এই প্যানডেমিকের মধ্যে খাকি পোশাকে কর্তব্য পালন করেন তাদের দেখে আমার হৃদয় গর্বে ফুলে উঠেছে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.