ETV Bharat / sports

আজই দুবাই উড়ে যাচ্ছে ভারতীয় দল, করোনার কারণে নেই সুনীল - ভারতীয় ফুটবল দল

27 জনের দলে এটিকে মোহনবাগানের প্রীতম কোটাল, সন্দেশ ঝিঙ্গান, মনবীর সিং জায়গা পেয়েছেন । বাংলার গোলরক্ষক শুভাশিস রায়চৌধুরীকেও রাখা হয়েছে ।

indian-football-team-is-flying-to-dubai-today-to-play-two-friendly-matches
indian-football-team-is-flying-to-dubai-today-to-play-two-friendly-matches
author img

By

Published : Mar 15, 2021, 10:11 AM IST

নয়াদিল্লি, 15 মার্চ : 27 জনের ভারতীয় দল ঘোষণা করলেন কোচ ইগর স্টিমাচ । চলতি মাসের 25 এবং 29 মার্চ ভারতীয় দল ওমান এবং সংযুক্ত আরব আমীরশাহীর বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচ খেলবে । সেই ম্যাচের জন্য 35 জনের সম্ভাব্য দল থেকে চূড়ান্ত 27 জনকে বেছে নিলেন ভারতীয় দলের কোচ ।

দলে নেই অধিনায়ক সুনীল ছেত্রী । তিনি সম্প্রতি কোভিড আক্রান্ত হয়েছেন । ফলে ভারতীয় দলের আক্রমণ ভাগ ধাক্কা খেল বলা যায় । 2019-এর নভেম্বরে শেষবার ভারতীয় দল ম্যাচ খেলেছিল । তার পর করোনা ভাইরাসের কারণে বিশ্বজুড়ে খেলা বন্ধ ছিল । এর পর অন্যান্য দেশ মাঠে নামলেও ভারতীয় ফুটবল দল এতদিনে মাঠে নামতে চলেছে ।

আরও পড়ুন: দেশের জার্সিতে 15 বছর, সুনীলের প্রশংসায় সুখবিন্দার-স্টিমাচ

27 জনের যে দল ঘোষণা করা হয়েছে সেই দলে এটিকে মোহনবাগানের প্রীতম কোটাল, সন্দেশ ঝিঙ্গান, মনবীর সিং জায়গা পেয়েছেন । বাংলার গোলরক্ষক শুভাশিস রায়চৌধুরিকে রাখা হয়েছে দলে । তবে আইএসএলে গোল্ডেন গ্লাভসের মালিক হওয়া অরিন্দম ভট্টাচার্যকে বিবেচনা করা হয়নি । 35 জনের প্রাথমিক দল থেকে বাদ পড়েছেন প্রবীর দাস, সার্থক গলুই । ব্র্রান্ডন ফার্নান্দেজ, রাহুল ভেকে, সহাল আব্দুল সামাদ, আশিস রাই চোট সারিয়ে রিহ্যাব করছেন । তাই তাঁদের নাম বিবেচিত হয়নি ।

ভারতীয় দলের ক্রোয়েশিয়ান কোচ বলেছেন, "অবশেষে আর্ন্তজাতিক ম্যাচ খেলব আমরা । সেই জন্য একজোট হব । পুরোটাই আনন্দের । সৌভাগ্যের ব্যাপার । দলে অনেক নতুন মুখ রয়েছে । ওদের পরিশ্রম করতে হবে । ওরা কতটা তৈরি অর্থাৎ কতটা আমাদের ফুটবল ভবিষ্যৎ প্রস্তুত তা পরখ করার সুযোগ রয়েছে ।"

নয়াদিল্লি, 15 মার্চ : 27 জনের ভারতীয় দল ঘোষণা করলেন কোচ ইগর স্টিমাচ । চলতি মাসের 25 এবং 29 মার্চ ভারতীয় দল ওমান এবং সংযুক্ত আরব আমীরশাহীর বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচ খেলবে । সেই ম্যাচের জন্য 35 জনের সম্ভাব্য দল থেকে চূড়ান্ত 27 জনকে বেছে নিলেন ভারতীয় দলের কোচ ।

দলে নেই অধিনায়ক সুনীল ছেত্রী । তিনি সম্প্রতি কোভিড আক্রান্ত হয়েছেন । ফলে ভারতীয় দলের আক্রমণ ভাগ ধাক্কা খেল বলা যায় । 2019-এর নভেম্বরে শেষবার ভারতীয় দল ম্যাচ খেলেছিল । তার পর করোনা ভাইরাসের কারণে বিশ্বজুড়ে খেলা বন্ধ ছিল । এর পর অন্যান্য দেশ মাঠে নামলেও ভারতীয় ফুটবল দল এতদিনে মাঠে নামতে চলেছে ।

আরও পড়ুন: দেশের জার্সিতে 15 বছর, সুনীলের প্রশংসায় সুখবিন্দার-স্টিমাচ

27 জনের যে দল ঘোষণা করা হয়েছে সেই দলে এটিকে মোহনবাগানের প্রীতম কোটাল, সন্দেশ ঝিঙ্গান, মনবীর সিং জায়গা পেয়েছেন । বাংলার গোলরক্ষক শুভাশিস রায়চৌধুরিকে রাখা হয়েছে দলে । তবে আইএসএলে গোল্ডেন গ্লাভসের মালিক হওয়া অরিন্দম ভট্টাচার্যকে বিবেচনা করা হয়নি । 35 জনের প্রাথমিক দল থেকে বাদ পড়েছেন প্রবীর দাস, সার্থক গলুই । ব্র্রান্ডন ফার্নান্দেজ, রাহুল ভেকে, সহাল আব্দুল সামাদ, আশিস রাই চোট সারিয়ে রিহ্যাব করছেন । তাই তাঁদের নাম বিবেচিত হয়নি ।

ভারতীয় দলের ক্রোয়েশিয়ান কোচ বলেছেন, "অবশেষে আর্ন্তজাতিক ম্যাচ খেলব আমরা । সেই জন্য একজোট হব । পুরোটাই আনন্দের । সৌভাগ্যের ব্যাপার । দলে অনেক নতুন মুখ রয়েছে । ওদের পরিশ্রম করতে হবে । ওরা কতটা তৈরি অর্থাৎ কতটা আমাদের ফুটবল ভবিষ্যৎ প্রস্তুত তা পরখ করার সুযোগ রয়েছে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.