ETV Bharat / sports

"ভেঙ্কটেশ স্যারের কাছে আমি কৃতজ্ঞ", বলছেন অ্যারোজ় অধিনায়ক বিক্রমপ্রতাপ - indian arrows captain Vikram Pratap singh is grateful to shanmugam Venkatesh

ইন্ডিয়ান অ্যারোজ়ের অধিনায়ক গত আই লিগের অন্যতম নজরকাড়া ফুটবলার । 18 বছরের এই ফুটবলারকে দলে নিতে অনেক ক্লাবই ঝাঁপিয়েছে ।

বিক্রমপ্রতাপ
বিক্রমপ্রতাপ
author img

By

Published : May 22, 2020, 8:43 PM IST

দিল্লি, 22 মে: গত মরশুমে আই লিগে নজর কেড়েছিলেন তিনি । ফলে নতুন মরশুমে ইন্ডিয়ান অ্যারোজ়ের অধিনায়ক বিক্রমপ্রতাপ সিংকে দলে নেওয়ার জন্য ঝাঁপিয়েছে বেশ কয়েকটি দল । আর নিজের খেলায় উন্নতির জন্য অ্যারোজ়ের হেড কোচ সম্মুগম ভেঙ্কটেশকে কৃতিত্ব দিচ্ছেন বিক্রমপ্রতাপ ।

ইন্ডিয়ান অ্যারোজ়ের অধিনায়ক গত আই লিগের অন্যতম নজরকাড়া ফুটবলার । 18 বছরের এই ফুটবলারকে দলে নিতে অনেক ক্লাবই ঝাঁপিয়েছে । নতুন মরশুমে বিক্রমপ্রতাপ সিং সম্ভবত মুম্বই সিটি FC-র হয়ে খেলতে চলেছেন । নিজের খেলায় উন্নতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, "ফুটবলের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিভাগে আমার উন্নতি হয়েছে । ম্যাচ রিডিং, ডিফেন্ডারদের দুর্বলতা খুঁজে বের করা, বিভিন্ন অবস্থায় বল দখলে রাখার বিষয়ে সড়গড় হয়েছি ।" AFC অনূর্ধ্ব-16 চ্যাম্পিয়নশিপে দেশকে নেতৃত্ব দিয়েছেন বিক্রম । ভারতীয় দল এই টুর্নামেন্টে শেষ আটে পৌঁছেছিল । ভিয়েতনামের বিরুদ্ধে গোলও করেছিলেন বিক্রম ।

বিক্রমপ্রতাপ
বিক্রমপ্রতাপ

2018-19 মরশুমে সিনিয়র দলের হয়েও খেলছেন । দুই মরশুম ধরে আই লিগে খেলার পর বিক্রমপ্রতাপ সিং বলেন, "যত বেশি খেলব তত বেশি শিখব । আই লিগে খেলার সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ । প্রথম মরশুমে আমি পরিণত ছিলাম না । ভালো ফুটবলারদের বিরুদ্ধে খেলে এখন অনেক কিছু শিখেছি ।" অনূর্ধ্ব-16 থেকে সিনিয়র দলে খেলার পার্থক্য যে অনেক তা বুঝেছেন । চণ্ডীগড়ের এই যুবক খেলায় যাবতীয় উন্নতির জন্য ইন্ডিয়ান অ্যারোজ়ের হেড কোচ সম্মুগম ভেঙ্কটেশকে কৃতিত্ব দিয়েছেন । তাঁর কথায়, "ভেঙ্কটেশ স্যার টিমওয়ার্কে বিশ্বাস করেন । দলকে গড়ে তুলতে অনেক কিছু করেছেন । দলের মধ্যে সংহতি গড়ে তোলায় জোর দেন তিনি । ফলে মাঠের পারফরম্যান্সে এর প্রভাব পড়ে । মাঠে একে অপরের সাহায্য করে থাকি আমরা ।" একাধিক পজ়িশনে খেলার দক্ষতা রয়েছে বিক্রমপ্রতাপের । ভবিষ্যতে আরও বড় সাফল্য পাওয়ার দিকে চোখ রেখে এগোতে চান তিনি । সেই লক্ষ্যে নিজেকে তৈরিও করছেন তিনি।

দিল্লি, 22 মে: গত মরশুমে আই লিগে নজর কেড়েছিলেন তিনি । ফলে নতুন মরশুমে ইন্ডিয়ান অ্যারোজ়ের অধিনায়ক বিক্রমপ্রতাপ সিংকে দলে নেওয়ার জন্য ঝাঁপিয়েছে বেশ কয়েকটি দল । আর নিজের খেলায় উন্নতির জন্য অ্যারোজ়ের হেড কোচ সম্মুগম ভেঙ্কটেশকে কৃতিত্ব দিচ্ছেন বিক্রমপ্রতাপ ।

ইন্ডিয়ান অ্যারোজ়ের অধিনায়ক গত আই লিগের অন্যতম নজরকাড়া ফুটবলার । 18 বছরের এই ফুটবলারকে দলে নিতে অনেক ক্লাবই ঝাঁপিয়েছে । নতুন মরশুমে বিক্রমপ্রতাপ সিং সম্ভবত মুম্বই সিটি FC-র হয়ে খেলতে চলেছেন । নিজের খেলায় উন্নতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, "ফুটবলের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিভাগে আমার উন্নতি হয়েছে । ম্যাচ রিডিং, ডিফেন্ডারদের দুর্বলতা খুঁজে বের করা, বিভিন্ন অবস্থায় বল দখলে রাখার বিষয়ে সড়গড় হয়েছি ।" AFC অনূর্ধ্ব-16 চ্যাম্পিয়নশিপে দেশকে নেতৃত্ব দিয়েছেন বিক্রম । ভারতীয় দল এই টুর্নামেন্টে শেষ আটে পৌঁছেছিল । ভিয়েতনামের বিরুদ্ধে গোলও করেছিলেন বিক্রম ।

বিক্রমপ্রতাপ
বিক্রমপ্রতাপ

2018-19 মরশুমে সিনিয়র দলের হয়েও খেলছেন । দুই মরশুম ধরে আই লিগে খেলার পর বিক্রমপ্রতাপ সিং বলেন, "যত বেশি খেলব তত বেশি শিখব । আই লিগে খেলার সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ । প্রথম মরশুমে আমি পরিণত ছিলাম না । ভালো ফুটবলারদের বিরুদ্ধে খেলে এখন অনেক কিছু শিখেছি ।" অনূর্ধ্ব-16 থেকে সিনিয়র দলে খেলার পার্থক্য যে অনেক তা বুঝেছেন । চণ্ডীগড়ের এই যুবক খেলায় যাবতীয় উন্নতির জন্য ইন্ডিয়ান অ্যারোজ়ের হেড কোচ সম্মুগম ভেঙ্কটেশকে কৃতিত্ব দিয়েছেন । তাঁর কথায়, "ভেঙ্কটেশ স্যার টিমওয়ার্কে বিশ্বাস করেন । দলকে গড়ে তুলতে অনেক কিছু করেছেন । দলের মধ্যে সংহতি গড়ে তোলায় জোর দেন তিনি । ফলে মাঠের পারফরম্যান্সে এর প্রভাব পড়ে । মাঠে একে অপরের সাহায্য করে থাকি আমরা ।" একাধিক পজ়িশনে খেলার দক্ষতা রয়েছে বিক্রমপ্রতাপের । ভবিষ্যতে আরও বড় সাফল্য পাওয়ার দিকে চোখ রেখে এগোতে চান তিনি । সেই লক্ষ্যে নিজেকে তৈরিও করছেন তিনি।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.