ETV Bharat / sports

কাল কিংস কাপে অভিযান শুরু ভারতের, নতুন নজিরের সামনে সুনীল

দায়িত্ব নেওয়ার পর ইগর স্টিমাচের প্রথম পরীক্ষা । অন্যদিকে রেকর্ডের সামনে দাঁড়িয়ে সুনীল ছেত্রী ।

kings
author img

By

Published : Jun 4, 2019, 10:33 PM IST

কলকাতা, 4 জুন : ইংল্যান্ডে বিরাট কোহলি বিশ্বকাপ অভিযানে নামার দিনে ফুটবলে কিংস কাপে জয়ের লক্ষ্যে মাঠে নামছেন সুনীল ছেত্রীরা । কুরাকাওয়ের বিরুদ্ধে ম্যাচ দিয়ে কিংস কাপে অভিযান শুরু করছে ভারত । থাইল্যান্ডের বুরিরামে প্রথম ম্যাচ খেলার আগে আত্মবিশ্বাসে ফুটছে মেন ইন ব্লু । নবাগত কোচ ইগর স্টিমাচের পাশে বসে অধিনায়ক সুনীল ছেত্রী বলছেন, দলের 23 জন ফুটবলারের মধ্যে ইতিবাচক মানসিকতা রয়েছে । প্রত্যেকেই নিজেদের সেরাটা দিতে মুখিয়ে রয়েছেন ।

a
কিংস কাপের প্রস্তুতিতে ভারত

কোচ ইগর স্টিমাচ ভারতের দায়িত্ব নেওয়ার পরে প্রথম টুর্নামেন্টে ডাগ আউটে বসবেন । স্বাভাবিকভাবে সাফল্য এনে দেওয়ার তাগিদ তাঁর মধ্যে রয়েছে । প্রথম ম্যাচের আগে স্টিমাচ বলেছেন, তিনি ফুটবলারদের মধ্যে মাঠে নামার তাগিদ লক্ষ্য করেছেন । আশা করছেন ফুটবলাররা সকলেই প্রথম ম্যাচ থেকে নিজেদের খেলা উপভোগ করবে । কিংস কাপের দলে ছয় জন নতুন ফুটবলার রয়েছেন যাঁরা প্রথমবার জাতীয় দলের জার্সি পড়বেন । নতুন ফুটবলারদের মধ্যে বেশ কয়েকজন মাঠে নামার সুযোগ প্রথম ম্যাচে পাবেন ।

কুরাকাওয়ের বিরুদ্ধে তাঁদের অভিষেক ঘিরে উন্মাদনা দেখে অধিনায়ক সুনীল ছেত্রী নিজেও নস্টালজিক । কিংস কাপে প্রথম ম্যাচে মাঠে নামার সঙ্গে ভারত অধিনায়ক সুনীল ছেত্রী দেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার নজির গড়বেন । তবে ব্যক্তিগত রেকর্ড নিয়ে ভাবতে রাজি নন সুনীল ছেত্রী স্বয়ং । যদিও কোচ স্টিমাচ দলের অধিনায়কের কীর্তি নিয়ে উচ্ছ্বসিত । তিনি আশা করছেন অধিনায়ক নিজের সেরাটা নিংড়ে দেবেন ।

প্রতিপক্ষ কুরাকাও দল হিসেবে যথেষ্ট শক্তিশালী । একাধিক ফুটবলার ইউরোপের লিগে খেলেন । তাই লড়াইটা সহজ হবে না বলে মনে করেন স্টিমাচ । তাই ব্যক্তিগত নৈপুণ্যের চেয়ে দলগত সংহতির উপর জোর দেওয়ার কথা ভারতের কোচের মুখে ।

কলকাতা, 4 জুন : ইংল্যান্ডে বিরাট কোহলি বিশ্বকাপ অভিযানে নামার দিনে ফুটবলে কিংস কাপে জয়ের লক্ষ্যে মাঠে নামছেন সুনীল ছেত্রীরা । কুরাকাওয়ের বিরুদ্ধে ম্যাচ দিয়ে কিংস কাপে অভিযান শুরু করছে ভারত । থাইল্যান্ডের বুরিরামে প্রথম ম্যাচ খেলার আগে আত্মবিশ্বাসে ফুটছে মেন ইন ব্লু । নবাগত কোচ ইগর স্টিমাচের পাশে বসে অধিনায়ক সুনীল ছেত্রী বলছেন, দলের 23 জন ফুটবলারের মধ্যে ইতিবাচক মানসিকতা রয়েছে । প্রত্যেকেই নিজেদের সেরাটা দিতে মুখিয়ে রয়েছেন ।

a
কিংস কাপের প্রস্তুতিতে ভারত

কোচ ইগর স্টিমাচ ভারতের দায়িত্ব নেওয়ার পরে প্রথম টুর্নামেন্টে ডাগ আউটে বসবেন । স্বাভাবিকভাবে সাফল্য এনে দেওয়ার তাগিদ তাঁর মধ্যে রয়েছে । প্রথম ম্যাচের আগে স্টিমাচ বলেছেন, তিনি ফুটবলারদের মধ্যে মাঠে নামার তাগিদ লক্ষ্য করেছেন । আশা করছেন ফুটবলাররা সকলেই প্রথম ম্যাচ থেকে নিজেদের খেলা উপভোগ করবে । কিংস কাপের দলে ছয় জন নতুন ফুটবলার রয়েছেন যাঁরা প্রথমবার জাতীয় দলের জার্সি পড়বেন । নতুন ফুটবলারদের মধ্যে বেশ কয়েকজন মাঠে নামার সুযোগ প্রথম ম্যাচে পাবেন ।

কুরাকাওয়ের বিরুদ্ধে তাঁদের অভিষেক ঘিরে উন্মাদনা দেখে অধিনায়ক সুনীল ছেত্রী নিজেও নস্টালজিক । কিংস কাপে প্রথম ম্যাচে মাঠে নামার সঙ্গে ভারত অধিনায়ক সুনীল ছেত্রী দেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার নজির গড়বেন । তবে ব্যক্তিগত রেকর্ড নিয়ে ভাবতে রাজি নন সুনীল ছেত্রী স্বয়ং । যদিও কোচ স্টিমাচ দলের অধিনায়কের কীর্তি নিয়ে উচ্ছ্বসিত । তিনি আশা করছেন অধিনায়ক নিজের সেরাটা নিংড়ে দেবেন ।

প্রতিপক্ষ কুরাকাও দল হিসেবে যথেষ্ট শক্তিশালী । একাধিক ফুটবলার ইউরোপের লিগে খেলেন । তাই লড়াইটা সহজ হবে না বলে মনে করেন স্টিমাচ । তাই ব্যক্তিগত নৈপুণ্যের চেয়ে দলগত সংহতির উপর জোর দেওয়ার কথা ভারতের কোচের মুখে ।

Intro:নজিরের সামনে সুনীল,কিংস কাপে অভিযান শুরু ভারতের

কলকাতা,৪জুনঃ ইংল্যান্ডে বিরাট কোহলি বিশ্বকাপ অভিযানে নামার দিনে ফুটবলে কিংস কাপে জয়ের লক্ষ্যে মাঠে নামছেন সুনীল ছেত্রী। কুরাকাওয়ের বিরুদ্ধে ম্যাচ দিয়ে কিংস কাপে অভিযান শুরু করছে ভারত। থাইল্যান্ডের বুরিরামে প্রথম ম্যাচ খেলার আগে আত্মবিশ্বাসে ফুটছে মেন ইন ব্লু। নবাগত কোচ ইগর স্টিমাচের পাশে বসে অধিনায়ক সুনীল ছেত্রী বলেছেন দলের তেইশ জন ফুটবলারের মধ্যে ইতিবাচক মানসিকতা রয়েছে। প্রত্যেকেই নিজেদের সেরাটা দিতে মুখিয়ে রয়েছেন।
কোচ ইগর স্টিমাচের ভারতের দায়িত্ব নেওয়ার পরে প্রথম টু্র্নামেন্টে ডাগ আউটে বসবেন। স্বাভাবিকভাবে সাফল্য এনে দেওয়ার তাগিদ তাঁর মধ্যে রয়েছে। প্রথম ম্যাচের আগে স্টিমাচ বলেছেন তিনি ফুটবলারদের মধ্যে মাঠে নামার তাগিদ লক্ষ্য করেছেন। আশা করছেন ফুটবলাররা সকলেই প্রথম ম্যাচ থেকে নিজেদের খেলা উপভোগ করবে। কিংস কাপের দলে ছয় জন নতুন ফুটবলার রয়েছেন যারা প্রথমবার জাতীয় দলের জার্সি পড়বেন। নতুন ফুটবলারদের মধ্যে বেশ কয়েকজন মাঠে নামার সুযোগ প্রথম ম্যাচে পাবেন। কুরাকাওয়ের বিরুদ্ধে তাদের অভিষেক ঘিরে উন্মাদনা দেখে অধিনায়ক সুনীল ছেত্রী নিজেও নস্টালজিক।
কিংস কাপে প্রথম ম্যাচে মাঠে নামার সঙ্গে ভারত অধিনায়ক সুনীল ছেত্রী দেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার নজির গড়বেন। তবে ব্যক্তিগত রেকর্ড নিয়ে ভাবতে রাজি নন সুনীল ছেত্রী স্বয়ং। যদিও কোচ স্টিমাক দলের অধিনায়কের কীর্তি নিয়ে উচ্ছ্বসিত। তিনি আশা করছেন অধিনায়ক নিজের সেরাটা নিংড়ে দেবেন।
প্রতিপক্ষ কুরাকাও দল হিসেবে যথেষ্ট শক্তিশালী। একাধিক ফুটবলার ইউরোপের লিগে খেলেন। তাই লড়াইটা সহজ হবে না বলে মনে করেন স্টিমাচ। তাই ব্যক্তিগত নৈপুন্যের চেয়ে দলগত সংহতির ওপর জোর দেওয়ার কথা ভারতের কোচের মুখে।Body:India kings cupConclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.