ETV Bharat / sports

চেনা আবহে সুনীল বধের ছক বাংলাদেশের

author img

By

Published : Oct 12, 2019, 7:21 PM IST

Updated : Oct 12, 2019, 7:42 PM IST

কাতারের বিরুদ্ধে 0-2 গোলে পরাস্ত হয়েছিল বাংলাদেশ ৷ তা নিয়ে আর ভাবতে চাইছেন না বাংলাদেশের ব্রিটিশ কোচ জেমি ডেভ ৷ বরং ভারতের মাটিতে চেনা আবহে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বাংলাদেশ ৷

জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বাংলাদেশ

কলকাতা, 12 অক্টোবর : আগামী মঙ্গলবার যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হতে চলেছে ভারত-বাংলাদেশ ফুটবল ম্যাচ ৷ 2022 ফিফা ফুটবল বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী ম্যাচকে কেন্দ্র কলকাতার ফুটবলপ্রেমীদের উত্তেজনা তুঙ্গে ৷

এর আগে কাতারের বিরুদ্ধে 0-2 গোলে পরাস্ত হয়েছিল বাংলাদেশ ৷ তবে তা নিয়ে আর ভাবতে চাইছেন না বাংলাদেশের ব্রিটিশ কোচ জেমি ডেভ ৷ বরং ভারতের মাটিতে চেনা আবহে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি ৷ তিনি চান, সুনীল ছেত্রীর দলকে হারাতে ৷

তবে এটাও ভুললে চলবে না খেলা হচ্ছে কলকাতায় ৷ কলকাতা মানেই ফুটবল ৷ আর ফুটবল মানেই বাঙালি ৷ আগামী মঙ্গলবার বাংলাদেশ দলকে কিন্তু স্নায়ুর লড়াই লড়তে হবে গ্যালারিতে বসে থাকা হাজার-হাজার ভারতীয় সমর্থকদের সঙ্গেও ৷ খেলা শুরুর আগে ভারত ফেভারিট থাকলেও, বাংলাদেশকে কিন্তু হালকা ভাবে নিচ্ছে না ভারতীয় দল ৷ 15 অক্টোবর নিজেদের জয় নিশ্চিত করতে তৈরি হচ্ছে ছেত্রী ব্রিগেডও ৷ অন্যদিকে কাতারের বিরুদ্ধে লড়াকু হারের পর বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী ম্যাচে নিজেদের প্রথম জয় পেতে মরিয়া জেমি ডেভের দল ৷

জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বাংলাদেশ

24 ঘণ্টা আগে শহরে পা দেওয়ার পরে দলবল নিয়ে মাঠে নেমে পড়ল জেমি ডেভের বাংলাদেশ দল ৷ স্টুয়ার্ট হোয়াটকিস জানিয়েছেন ভারত FC-র কোচের দায়িত্ব পালনের অভিজ্ঞতা 15অক্টোবর কাজে লাগবে । বর্তমান ভারতীয় দলের অধিকাংশ ফুটবলারকে বেড়ে ওঠার দিনের থেকে জানেন তিনি । তাদের দুর্বলতার জায়গাগুলিও তাই জানা । শুধু বাংলাদেশের সহকারী কোচ নন, দলের ম্যানেজার সত্যজিৎ দাস 32 বছর আগে যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলার অভিজ্ঞতা সম্পন্ন । ভারতীয় শিবিরের সেরা ডিফেন্ডারের চোট পেয়ে ছিটকে যাওয়াটা সুবিধা করবে বলেও মনে করেন স্টুয়ার্ট ওয়াটকিস । তার মতে সন্দেশ ঝিঙ্গানের পরিবর্ত যে আসবেন তার কাছে নিজেকে প্রমাণ করার এটাই বড় সুযোগ ৷

অন্যদিকে, ATK-র হয়ে খেলে যাওয়া মামিনুল হাসানের ইনপুট বাংলাদেশ কোচের কাছে বড় শক্তি বলে মনে করছেন ভারতীয় দলের কোচ ইগর স্টিমাচ । তবে ভারতীয় কোচ এখনও ভরসা রাখছেন সুনীল ছেত্রী আর সাহাল আবদুল সামাদের যুগলবন্দীর ওপর ৷ ওমানের বিরুদ্ধে দুর্ধর্ষ খেলার পরেও ম্যাচের ফলাফল নিজেদের দিকে ঘোরাতে পারেনি স্টিমাচের দল ৷

তাই 15 অক্টোবরের ম্যাচকে পাখির চোখ করছে দুই শিবিরই ৷ অনুশীলন চলাকালীন সময়ে স্টুয়ার্ট ওয়াটকিস বলেন, দর্শকরা 15 অক্টোবর একটি উপভোগ্য ম্যাচের সাক্ষী থাকবেন ৷ তিনি আরও যোগ করেন, " দুই দলের ডিফেন্স ও স্ট্রাইকারদের জন্যে কাজটা সহজ হবে না" ৷ কাতার ম্যাচে একাধিক গোলের সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি বাংলাদেশি দল ৷ শেষ মুহূর্তে ফিনিশ করতে না পারাটা এখনো ভাবাচ্ছে জেমি ডেভের দলকে ৷ এখন দেখার বিষয় হল, মাঝের কয়েক দিনে বাংলাদেশ নিজেদের শুধরে নিয়ে ভারতকে তাদের পাড়ায় কড়া চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে কি না ৷

কলকাতা, 12 অক্টোবর : আগামী মঙ্গলবার যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হতে চলেছে ভারত-বাংলাদেশ ফুটবল ম্যাচ ৷ 2022 ফিফা ফুটবল বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী ম্যাচকে কেন্দ্র কলকাতার ফুটবলপ্রেমীদের উত্তেজনা তুঙ্গে ৷

এর আগে কাতারের বিরুদ্ধে 0-2 গোলে পরাস্ত হয়েছিল বাংলাদেশ ৷ তবে তা নিয়ে আর ভাবতে চাইছেন না বাংলাদেশের ব্রিটিশ কোচ জেমি ডেভ ৷ বরং ভারতের মাটিতে চেনা আবহে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি ৷ তিনি চান, সুনীল ছেত্রীর দলকে হারাতে ৷

তবে এটাও ভুললে চলবে না খেলা হচ্ছে কলকাতায় ৷ কলকাতা মানেই ফুটবল ৷ আর ফুটবল মানেই বাঙালি ৷ আগামী মঙ্গলবার বাংলাদেশ দলকে কিন্তু স্নায়ুর লড়াই লড়তে হবে গ্যালারিতে বসে থাকা হাজার-হাজার ভারতীয় সমর্থকদের সঙ্গেও ৷ খেলা শুরুর আগে ভারত ফেভারিট থাকলেও, বাংলাদেশকে কিন্তু হালকা ভাবে নিচ্ছে না ভারতীয় দল ৷ 15 অক্টোবর নিজেদের জয় নিশ্চিত করতে তৈরি হচ্ছে ছেত্রী ব্রিগেডও ৷ অন্যদিকে কাতারের বিরুদ্ধে লড়াকু হারের পর বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী ম্যাচে নিজেদের প্রথম জয় পেতে মরিয়া জেমি ডেভের দল ৷

জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বাংলাদেশ

24 ঘণ্টা আগে শহরে পা দেওয়ার পরে দলবল নিয়ে মাঠে নেমে পড়ল জেমি ডেভের বাংলাদেশ দল ৷ স্টুয়ার্ট হোয়াটকিস জানিয়েছেন ভারত FC-র কোচের দায়িত্ব পালনের অভিজ্ঞতা 15অক্টোবর কাজে লাগবে । বর্তমান ভারতীয় দলের অধিকাংশ ফুটবলারকে বেড়ে ওঠার দিনের থেকে জানেন তিনি । তাদের দুর্বলতার জায়গাগুলিও তাই জানা । শুধু বাংলাদেশের সহকারী কোচ নন, দলের ম্যানেজার সত্যজিৎ দাস 32 বছর আগে যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলার অভিজ্ঞতা সম্পন্ন । ভারতীয় শিবিরের সেরা ডিফেন্ডারের চোট পেয়ে ছিটকে যাওয়াটা সুবিধা করবে বলেও মনে করেন স্টুয়ার্ট ওয়াটকিস । তার মতে সন্দেশ ঝিঙ্গানের পরিবর্ত যে আসবেন তার কাছে নিজেকে প্রমাণ করার এটাই বড় সুযোগ ৷

অন্যদিকে, ATK-র হয়ে খেলে যাওয়া মামিনুল হাসানের ইনপুট বাংলাদেশ কোচের কাছে বড় শক্তি বলে মনে করছেন ভারতীয় দলের কোচ ইগর স্টিমাচ । তবে ভারতীয় কোচ এখনও ভরসা রাখছেন সুনীল ছেত্রী আর সাহাল আবদুল সামাদের যুগলবন্দীর ওপর ৷ ওমানের বিরুদ্ধে দুর্ধর্ষ খেলার পরেও ম্যাচের ফলাফল নিজেদের দিকে ঘোরাতে পারেনি স্টিমাচের দল ৷

তাই 15 অক্টোবরের ম্যাচকে পাখির চোখ করছে দুই শিবিরই ৷ অনুশীলন চলাকালীন সময়ে স্টুয়ার্ট ওয়াটকিস বলেন, দর্শকরা 15 অক্টোবর একটি উপভোগ্য ম্যাচের সাক্ষী থাকবেন ৷ তিনি আরও যোগ করেন, " দুই দলের ডিফেন্স ও স্ট্রাইকারদের জন্যে কাজটা সহজ হবে না" ৷ কাতার ম্যাচে একাধিক গোলের সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি বাংলাদেশি দল ৷ শেষ মুহূর্তে ফিনিশ করতে না পারাটা এখনো ভাবাচ্ছে জেমি ডেভের দলকে ৷ এখন দেখার বিষয় হল, মাঝের কয়েক দিনে বাংলাদেশ নিজেদের শুধরে নিয়ে ভারতকে তাদের পাড়ায় কড়া চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে কি না ৷

Intro:bangladesh


Body:pre world cup


Conclusion:
Last Updated : Oct 12, 2019, 7:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.