আবুধাবি, 28 মার্চ : মনবীর সিংয়ের দুরন্ত গোলে ওমানের বিরুদ্ধে ড্র করার পরে ভারতীয় দল বদলে গিয়েছে । এবার সামনে সংযুক্ত আরব আমিরশাহি । ফিফা ক্রম পর্যায়ে 74 নম্বর দলের বিরুদ্ধে লড়াইটা সহজ হবে না ধরে নিয়েছে ইগর স্টিম্যাচের দল । তবে কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে কুঁকড়ে থাকা নয়, বরং আরও সাহসী লড়াই ছুড়ে দেওয়ার কথা বলছেন বিপিন সিং, মনবীর সিং, সন্দেশ ঝিঙ্গানরা ।
সাজঘরের এই ভয়ডরহীন মানসিকতা সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ইগর স্টিম্যাচের ভরসা । বিশ্ব ক্রমপর্যায়ে 104 নম্বরে থাকলেও দল নিয়ে পরীক্ষা নিরীক্ষার পথ থেকে ভারতীয় কোচ সরছেন না । সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ভারতীয় দল গত একদশকে চারটি ম্যাচ খেললেও সেভাবে সাফল্য পায়নি । দুই দলের শেষ সাক্ষাৎকারে ভারতীয় দল প্রচুর সুযোগ নষ্ট করে ৷ শেষ পর্যন্ত 0-2 গোলে হার স্বীকার করে ভারত । তবে অতীত নয়, স্টিম্যাচ বর্তমানে দাঁড়িয়ে ছক সাজাচ্ছেন ।
‘‘ওমানের তুলনায় সংযুক্ত আরব আমিরশাহি অনেক শক্তিশালী । তাঁদের বিরুদ্ধে লড়াইটা আরও কঠিন হবে । ওদের ফুটবলাররা টেকনিক্যাল দিক থেকে ভাল ৷ দলটি প্রচণ্ড গতিতে ফুটবল খেলে আমাদের চাপে রাখার চেষ্টা করবে," প্রতিপক্ষ নিয়ে বিশ্লেষণ ভারতীয় দলের হেডস্যারের । একই সঙ্গে যোগ করেছেন,"আমরা শক্তিশালী প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হতে চেয়েছি । আমার দলের ছেলেরা সোমবারের ম্যাচটি নিয়ন্ত্রণ করবে, সে আশা করছি না । কিন্তু আমরা একটা কড়া লড়াই ছুড়ে দিতে চাইছি ।"
দলে একাধিক পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন স্টিম্য়াচ । তাই সন্দেশ ঝিঙ্গান সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে খেলবেন না । অমরিন্দার সিংয়ের বদলে গোলরক্ষায় ফিরছেন গুরপ্রীত সিং সান্ধু । তাঁর হাতেই থাকবে নেতৃত্বের ব্যান্ড । "প্রথম ম্যাচে যারা খেলেনি তাদের এই ম্যাচে দেখে নিতে চাইছি । সন্দেশ ঝিঙ্গানের বদলে আদিল খান খেলবে । এই ম্যাচগুলোতে সবাইকে সুযোগ না দিলে অন্যদের প্রতি অন্যায় হবে," দল নিয়ে নিজের পরিকল্পনা জানিয়েছেন স্টিম্য়াচ । 2019 সালের এশিয়ান কাপে সেমিফাইনালে খেলা সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ভারতীয় দল তাই তারুণ্যের উপর আস্থা রাখতে চায়।