ETV Bharat / sports

প্রতিভা অন্বেষণে ডিজিটাল মিডিয়ার ব্যবহার করবে IFA - প্রতিভা অন্বেষণে ডিজিটাল মিডিয়ার ব্যবহার করবে IFA

যে কোনও ফুটবলার তাঁর খেলা বা প্র্যাকটিসের ভিডিয়ো করে IFA-এর অ্যাপে জুড়ে দিতে পারবেন ।

প্রতিভা অন্বেষণে ডিজিটাল মিডিয়ার ব্যবহার করবে IFA
প্রতিভা অন্বেষণে ডিজিটাল মিডিয়ার ব্যবহার করবে IFA
author img

By

Published : Nov 7, 2020, 3:18 PM IST

Updated : Nov 7, 2020, 3:51 PM IST

কলকাতা, 7 নভেম্বর : প্যানডেমিকের ধাক্কায় খেলাধুলোর জগতে বড় প্রভাব পড়েছে ৷ অচলাবস্থার কারণে খেলার জগতের প্রতিভা অন্বেষণ এবং তাদের পালন প্রক্রিয়াও ধাক্কা খেয়েছে ৷ এই অবস্থায় রাজ্যের ফুটবল প্রতিভার অন্বেষণে ডিজিটাল মাধ্যমের শরণাপন্ন হয়েছে রাজ্য ফুটবল নিয়ামক সংস্থা IFA । রাজ্যের বিভিন্ন কোণ থেকে ফুটবল প্রতিভা তুলে আনতে বিশেষ অ্যাপ চালু করছে IFA ।

বর্তমান পরিস্থিতিতে গ্রামে-গঞ্জে ফুটবল প্রতিভা খুঁজে বের করে নিয়ে আসা IFA স্পটারদের পক্ষে সম্ভব হচ্ছে না । স্থানীয় স্পটাররাও প্রতিভাবান ফুটবলারদের রাজ্য নিয়ামক সংস্থার নজরে নিয়ে আসতে পারছেন না । এই অসুবিধা দূর করতে IFA এবার বিশেষ অ্যাপ চালু করছে । সচিব জয়দীপ মুখোপাধ্যায় জানিয়েছেন, এই অ্যাপের মাধ্যমে নতুন প্রতিভার অন্বেষণ করার প্রক্রিয়া নবরূপ পাবে । গ্রাম বাংলার দূর দূরান্তে থাকা যে কোনও ফুটবলার তাঁর খেলা বা প্র্যাকটিসের ভিডিয়ো করে IFA-এর অ্যাপে জুড়ে দিতে পারবেন । ফলে IFA-র প্যানেলে থাকা স্পটাররা সেই ফুটবলারের সম্বন্ধে জানতে পারবেন । সংশ্লিষ্ট অঞ্চলে IFA-র স্থানীয় স্পটাররাও ফুটবলারটি সম্বন্ধে প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন । ফলে ওই প্রতিভাবান ফুটবলারের প্রাথমিক তথ্য সহজেই IFA-এর ডিজিটাল টিমের হাতে চলে আসবে । তার ভিত্তিতে ফুটবলারটিকে IFA-এর প্রস্তাবিত অ্যাকাডেমিতে ফুটবল শিক্ষার পাঠ দেওয়ার ব্যবস্থা করা হবে ।

প্রতিভা অন্বেষণে ডিজিটাল মিডিয়ার ব্যবহার করবে IFA

IFA সচিব বলছেন, এই ব্যবস্থার মাধ্যমে যেমন তথ্য ভাণ্ডার তৈরি হবে পাশাপাশি সংশ্লিষ্ট ফুটবলারটির উন্নতি কোন জায়গায় পৌঁছেছে সেই বিষয়েও তথ্য থাকবে । একই সঙ্গে ফুটবল প্রতিভা খোঁজার ব্যাপারটি সহজ হবে ।

কলকাতা, 7 নভেম্বর : প্যানডেমিকের ধাক্কায় খেলাধুলোর জগতে বড় প্রভাব পড়েছে ৷ অচলাবস্থার কারণে খেলার জগতের প্রতিভা অন্বেষণ এবং তাদের পালন প্রক্রিয়াও ধাক্কা খেয়েছে ৷ এই অবস্থায় রাজ্যের ফুটবল প্রতিভার অন্বেষণে ডিজিটাল মাধ্যমের শরণাপন্ন হয়েছে রাজ্য ফুটবল নিয়ামক সংস্থা IFA । রাজ্যের বিভিন্ন কোণ থেকে ফুটবল প্রতিভা তুলে আনতে বিশেষ অ্যাপ চালু করছে IFA ।

বর্তমান পরিস্থিতিতে গ্রামে-গঞ্জে ফুটবল প্রতিভা খুঁজে বের করে নিয়ে আসা IFA স্পটারদের পক্ষে সম্ভব হচ্ছে না । স্থানীয় স্পটাররাও প্রতিভাবান ফুটবলারদের রাজ্য নিয়ামক সংস্থার নজরে নিয়ে আসতে পারছেন না । এই অসুবিধা দূর করতে IFA এবার বিশেষ অ্যাপ চালু করছে । সচিব জয়দীপ মুখোপাধ্যায় জানিয়েছেন, এই অ্যাপের মাধ্যমে নতুন প্রতিভার অন্বেষণ করার প্রক্রিয়া নবরূপ পাবে । গ্রাম বাংলার দূর দূরান্তে থাকা যে কোনও ফুটবলার তাঁর খেলা বা প্র্যাকটিসের ভিডিয়ো করে IFA-এর অ্যাপে জুড়ে দিতে পারবেন । ফলে IFA-র প্যানেলে থাকা স্পটাররা সেই ফুটবলারের সম্বন্ধে জানতে পারবেন । সংশ্লিষ্ট অঞ্চলে IFA-র স্থানীয় স্পটাররাও ফুটবলারটি সম্বন্ধে প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন । ফলে ওই প্রতিভাবান ফুটবলারের প্রাথমিক তথ্য সহজেই IFA-এর ডিজিটাল টিমের হাতে চলে আসবে । তার ভিত্তিতে ফুটবলারটিকে IFA-এর প্রস্তাবিত অ্যাকাডেমিতে ফুটবল শিক্ষার পাঠ দেওয়ার ব্যবস্থা করা হবে ।

প্রতিভা অন্বেষণে ডিজিটাল মিডিয়ার ব্যবহার করবে IFA

IFA সচিব বলছেন, এই ব্যবস্থার মাধ্যমে যেমন তথ্য ভাণ্ডার তৈরি হবে পাশাপাশি সংশ্লিষ্ট ফুটবলারটির উন্নতি কোন জায়গায় পৌঁছেছে সেই বিষয়েও তথ্য থাকবে । একই সঙ্গে ফুটবল প্রতিভা খোঁজার ব্যাপারটি সহজ হবে ।

Last Updated : Nov 7, 2020, 3:51 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.