ETV Bharat / sports

প্রথম অঞ্জন মিত্র সম্মান পাচ্ছেন জয়দীপ মুখোপাধ্যায় - অলিম্পিয়ান গুরুবক্স সিং

গত দেড় বছর ধরে কলকাতা তথা বাংলার ফুটবলের উন্নতির জন্য জয়দীপ মুখোপাধ্যায়ের নিরন্তর প্রয়াসকে সম্মান জানাতেই প্রথম অঞ্জন মিত্র সম্মান তাঁর হাতে তুলে দেবে মোহনবাগান ।

image
জয়দীপ মুখোপাধ্যায়
author img

By

Published : Jul 28, 2020, 1:39 AM IST

কলকাতা, 27 জুলাই : এবার মোহনবাগান দিবসে দেওয়া হবে অঞ্জন মিত্র সম্মান । সোমবার মোহনবাগানের কার্যকরী কমিটির বৈঠকে এই পুরস্কারের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয় । প্রথমবারের জন্য সেরা প্রশাসকের সম্মান পাচ্ছেন IFA সচিব জয়দীপ মুখোপাধ্য়ায় ।

গত দেড় বছর ধরে কলকাতা তথা বাংলার ফুটবলের উন্নতির জন্য জয়দীপ মুখোপাধ্যায়ের নিরন্তর প্রয়াসকে সম্মান জানাতেই প্রথম অঞ্জন মিত্র সম্মান তাঁর হাতে তুলে দেওয়া হচ্ছে । পেরেন্টস বডির অধীনে থাকা কোনও IFA সচিবকে সেরা প্রশাসক বেছে নিচ্ছে এমন ঘটনা ময়দানে অভিনব । এর আগে ইস্টবেঙ্গল সেরা রেফারিদের পুরস্কার দেওয়ার রীতি চালু করেছে । এবার সেরা প্রশাসককে বেছে নিয়ে সম্মানিত করার সিদ্ধান্ত নিয়ে মোহনবাগান চমক দিল ।

লকডাউনের কঠিন সময়ে মোহনবাগান দিবস ঘটা করে পালন করা হচ্ছে না । তবে রত্ন সম্মান প্রদান করা হচ্ছে । এইবছর মোহনবাগান রত্ন সম্মানে সম্মানিত হবেন কিংবদন্তি হকি অলিম্পিয়ান গুরুবক্স সিং এবং বাংলার ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক পলাশ নন্দী । রত্ন সম্মান দেওয়ার মঞ্চে জীবনকৃতি সম্মান তুলে দেওয়া হবে হকি তারকা অশোককুমার, প্রাক্তন ফুটবলার প্রণব গঙ্গোপাধ্য়ায় এবং অ্যাথলিট মনোরঞ্জন পোড়েলের হাতে । বর্ষসেরা ফুটবলাররের সম্মান পাচ্ছেন জোসেবা বেইতিয়া । বর্ষসেরা যুব ফুটবলার অনুর্ধ্ব 18 দলের সজল বাগ । সেরা ক্রিকেটারের সম্মান দেওয়া হচ্ছে না ।

গত সোমবার মোহনবাগান ক্লাবের কার্যকরী কমিটির সদস্যরা আলোচনার পর হকি কিংবদন্তি গুরুবক্স সিংকে রত্ন সম্মানের জন্য বেছে নিয়েছিলেন । বাংলা দলের প্রাক্তন অধিনায়ক পলাশ নন্দীকেও এই বছর মোহনবাগান রত্ন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল । তবে অনুষ্ঠান করে পুরস্কার তুলে দেওয়া হবে না, তা নিয়ে আগেই সিদ্ধান্ত হয়েছিল । 29 জুলাই পুরস্কার প্রাপক যাঁরা শহরে থাকবেন তাঁদের হাতে কার্যকরী কমিটির সদস্যরা পুরস্কার তুলে দেবেন । বর্ষসেরা ফুটবলার জোসেবা বেইতিয়া স্পেনে রয়েছেন ।

মোহনবাগান রত্ন সম্মান পেয়ে খুশি গুরুবক্স সিং স্বয়ং । এর আগে ইস্টবেঙ্গল ক্লাবেও সম্মানিত হয়েছেন । "জীবনের শেষবেলায় এই সম্মান পেয়ে ভালো লাগছে । এই জার্সির জন্য ঘাম রক্ত ঝরিয়েছি । একাধিক বেটন কাপ জয়ী দলের সদস্য । সেই ক্লাব রত্ন সম্মান দিচ্ছে তা ভালো লাগছে" । আগেই বলছিলেন গুরুবক্স । মোহনবাগান রত্ন সম্মান পেয়ে খুশি পলাশ নন্দী। বলছেন, কঠিন সময়ে ভালো খবর । জীবনকৃতি সম্মান পেয়ে খুশি অ্যাথলিট কোচ মনোরঞ্জন পোড়েলও ।

কলকাতা, 27 জুলাই : এবার মোহনবাগান দিবসে দেওয়া হবে অঞ্জন মিত্র সম্মান । সোমবার মোহনবাগানের কার্যকরী কমিটির বৈঠকে এই পুরস্কারের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয় । প্রথমবারের জন্য সেরা প্রশাসকের সম্মান পাচ্ছেন IFA সচিব জয়দীপ মুখোপাধ্য়ায় ।

গত দেড় বছর ধরে কলকাতা তথা বাংলার ফুটবলের উন্নতির জন্য জয়দীপ মুখোপাধ্যায়ের নিরন্তর প্রয়াসকে সম্মান জানাতেই প্রথম অঞ্জন মিত্র সম্মান তাঁর হাতে তুলে দেওয়া হচ্ছে । পেরেন্টস বডির অধীনে থাকা কোনও IFA সচিবকে সেরা প্রশাসক বেছে নিচ্ছে এমন ঘটনা ময়দানে অভিনব । এর আগে ইস্টবেঙ্গল সেরা রেফারিদের পুরস্কার দেওয়ার রীতি চালু করেছে । এবার সেরা প্রশাসককে বেছে নিয়ে সম্মানিত করার সিদ্ধান্ত নিয়ে মোহনবাগান চমক দিল ।

লকডাউনের কঠিন সময়ে মোহনবাগান দিবস ঘটা করে পালন করা হচ্ছে না । তবে রত্ন সম্মান প্রদান করা হচ্ছে । এইবছর মোহনবাগান রত্ন সম্মানে সম্মানিত হবেন কিংবদন্তি হকি অলিম্পিয়ান গুরুবক্স সিং এবং বাংলার ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক পলাশ নন্দী । রত্ন সম্মান দেওয়ার মঞ্চে জীবনকৃতি সম্মান তুলে দেওয়া হবে হকি তারকা অশোককুমার, প্রাক্তন ফুটবলার প্রণব গঙ্গোপাধ্য়ায় এবং অ্যাথলিট মনোরঞ্জন পোড়েলের হাতে । বর্ষসেরা ফুটবলাররের সম্মান পাচ্ছেন জোসেবা বেইতিয়া । বর্ষসেরা যুব ফুটবলার অনুর্ধ্ব 18 দলের সজল বাগ । সেরা ক্রিকেটারের সম্মান দেওয়া হচ্ছে না ।

গত সোমবার মোহনবাগান ক্লাবের কার্যকরী কমিটির সদস্যরা আলোচনার পর হকি কিংবদন্তি গুরুবক্স সিংকে রত্ন সম্মানের জন্য বেছে নিয়েছিলেন । বাংলা দলের প্রাক্তন অধিনায়ক পলাশ নন্দীকেও এই বছর মোহনবাগান রত্ন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল । তবে অনুষ্ঠান করে পুরস্কার তুলে দেওয়া হবে না, তা নিয়ে আগেই সিদ্ধান্ত হয়েছিল । 29 জুলাই পুরস্কার প্রাপক যাঁরা শহরে থাকবেন তাঁদের হাতে কার্যকরী কমিটির সদস্যরা পুরস্কার তুলে দেবেন । বর্ষসেরা ফুটবলার জোসেবা বেইতিয়া স্পেনে রয়েছেন ।

মোহনবাগান রত্ন সম্মান পেয়ে খুশি গুরুবক্স সিং স্বয়ং । এর আগে ইস্টবেঙ্গল ক্লাবেও সম্মানিত হয়েছেন । "জীবনের শেষবেলায় এই সম্মান পেয়ে ভালো লাগছে । এই জার্সির জন্য ঘাম রক্ত ঝরিয়েছি । একাধিক বেটন কাপ জয়ী দলের সদস্য । সেই ক্লাব রত্ন সম্মান দিচ্ছে তা ভালো লাগছে" । আগেই বলছিলেন গুরুবক্স । মোহনবাগান রত্ন সম্মান পেয়ে খুশি পলাশ নন্দী। বলছেন, কঠিন সময়ে ভালো খবর । জীবনকৃতি সম্মান পেয়ে খুশি অ্যাথলিট কোচ মনোরঞ্জন পোড়েলও ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.