ETV Bharat / sports

নিরাপত্তা নিশ্চিত করলে কাশ্মীরে খেলতে আপত্তি নেই ইস্টবেঙ্গলের - east bengal

কাশ্মীরে মিনার্ভা পঞ্জাব ম্যাচ খেলবে সেই পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে

ইস্টবেঙ্গল
author img

By

Published : Feb 15, 2019, 9:19 PM IST

কলকাতা, ১৫ ফেব্রুয়ারি : পরিস্থিতি স্বাভাবিক হলে কাশ্মীরে খেলতে আপত্তি নেই ইস্টবেঙ্গলের। আজ একথা জানালেন দলের ম্যানেজার ব্রিগেডিয়ার বিশ্বজিৎ চ্যাটার্জি।

গতকাল কাশ্মীরে জঙ্গি হামলায় মৃত্যু হয় ৪৫ জন CRPF জওয়ানের। এরপরই কাশ্মীরে খেলতে অস্বীকার করে ইস্টবেঙ্গল। ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার সাংবাদিক বৈঠক করে নিরাপত্তার কারণে খেলতে অস্বীকার করেন। তারবদলে অন্য কোনও শহরে খেলার দাবি জানান তিনি। এই নিয়ে আইলিগের CEO কুশল দাসের কাছে আবেদনও করে।

দলের ম্যানেজার ব্রিগেডিয়ার বিশ্বজিৎ চ্যাটার্জি আট বছর সেনায় ছিলেন। সেই অভিজ্ঞতা থেকে তিনি জানাচ্ছেন, শুভবুদ্ধি সম্পন্ন কাশ্মীরের মানুষের জন্য ম্যাচ খেলা জরুরি। তবে নিরাপত্তার বিষয়টি মাথায় রাখতে হবে। বিমানবন্দর থেকে হোটেল, মাঠ সর্বত্র নিরাপত্তার চাদরে মুড়ে ফেলার আশ্বাস ফেডারেশন দিলে ম্যাচ খেলতে আপত্তি নেই।

তার আগে কাশ্মীরে মিনার্ভা পঞ্জাব ম্যাচ খেলবে সেই পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে বলেও জানান দলের ম্যানেজার।

কলকাতা, ১৫ ফেব্রুয়ারি : পরিস্থিতি স্বাভাবিক হলে কাশ্মীরে খেলতে আপত্তি নেই ইস্টবেঙ্গলের। আজ একথা জানালেন দলের ম্যানেজার ব্রিগেডিয়ার বিশ্বজিৎ চ্যাটার্জি।

গতকাল কাশ্মীরে জঙ্গি হামলায় মৃত্যু হয় ৪৫ জন CRPF জওয়ানের। এরপরই কাশ্মীরে খেলতে অস্বীকার করে ইস্টবেঙ্গল। ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার সাংবাদিক বৈঠক করে নিরাপত্তার কারণে খেলতে অস্বীকার করেন। তারবদলে অন্য কোনও শহরে খেলার দাবি জানান তিনি। এই নিয়ে আইলিগের CEO কুশল দাসের কাছে আবেদনও করে।

দলের ম্যানেজার ব্রিগেডিয়ার বিশ্বজিৎ চ্যাটার্জি আট বছর সেনায় ছিলেন। সেই অভিজ্ঞতা থেকে তিনি জানাচ্ছেন, শুভবুদ্ধি সম্পন্ন কাশ্মীরের মানুষের জন্য ম্যাচ খেলা জরুরি। তবে নিরাপত্তার বিষয়টি মাথায় রাখতে হবে। বিমানবন্দর থেকে হোটেল, মাঠ সর্বত্র নিরাপত্তার চাদরে মুড়ে ফেলার আশ্বাস ফেডারেশন দিলে ম্যাচ খেলতে আপত্তি নেই।

তার আগে কাশ্মীরে মিনার্ভা পঞ্জাব ম্যাচ খেলবে সেই পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে বলেও জানান দলের ম্যানেজার।


Noida (UP), Feb 15 (ANI): While commenting on Pulwama terror attack, Yoga Guru Baba Ramdev said, "The attack was done to obliterate the unity, sovereignty and integrity of India. Not a single terrorist should be spared alive especially Hafiz Saeed and Masood Azhar must be killed like Osama Bin Laden. In POK all the terrorist camp must be dismantle. Indian Prime Minister has to give a befitting reply to Pakistan".

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.